ওমরাহ নিয়ে প্রশ্ন? রেফারেন্স সহ উত্তর পেলে খুশী হব।

লিখেছেন লিখেছেন সাদাচোখে ২৮ জুন, ২০১৫, ০৪:১১:২০ বিকাল

আসসালামুআলাইকুম।

কোন মুসলিম ভাই যদি ইউরোপ হতে, রোজার সময়, উমরাহর উদ্দেশ্যে প্রথমবারের মত মক্কায় যাবার নিয়ত করেন এবং মক্কায় ৬ দিন অবস্থান করবেন বলে মনস্থির করেন, সে ক্ষেত্রে ঐ মুসলিম ভাই কিঃ

১। মক্কায় যাবার এক / দুইদিন পর, মক্কা হতে মিকাত এ গিয়ে, ইহরাম ও ওমরাহর নিয়ত সাপেক্ষে - ওমরাহ পালন করতে পারবেন?

২। ইসলামিক নিয়মানুযায়ী উত্তর যদি 'হ্যাঁ' হয়ঃ তবে অমন সময় নিয়ে ওমরাহ করা কি ইসলামিক স্কলার রা এ্যানকারেজ করেছেন? না ডিসকারেজ করেছেন? না এ নিয়ে ওনাদের কোন প্রেপারেন্স শো করেন নি?

বিষয়: বিবিধ

৯৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327827
২৮ জুন ২০১৫ বিকাল ০৪:৫১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ইসলামিক স্কলারই লাগবে, আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্য।.. ধন্যবাদ।
২৯ জুন ২০১৫ সকাল ০৭:৫৯
270230
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
জি আপনি ঠিক বলেছেন।
327833
২৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
ছালসাবিল লিখেছেন : মাওলানা সালাম আজাদি ভাইয়া পারবে আপনার উত্তর দিতে Smug
২৯ জুন ২০১৫ সকাল ০৮:০০
270231
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
একটু আগে আমি ওনার ইমেইল এ্যাড্রেস পেলাম। ইমেইল করবো একটুক্ষনের মধ্যে ইনশাল্লাহ্‌।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File