প্যালেস্টাইনঃ অব্যক্ত মুসলিম কান্না পর্ব - ১
লিখেছেন লিখেছেন সাদাচোখে ১৪ জুলাই, ২০১৪, ০৬:০০:২৫ সকাল
আখেরী জামানার অন্যতম সাইন 'দাব্বাতুল আরদ' বা ভুপৃষ্ঠের পশু। ছোটবেলায় যখনই এ নিয়ে আলোচনা শুনতাম, আমার মানসপটে বিরাটাকায় কালো রোমশ এক পশুর চিন্তা মাথায় আসতো - বুঝিবা যার কাজ ই হবে - ডাইনোসরের চেয়ে হাজার গুন তাড়াতাড়ি মানুষকে মারা আর খেয়ে ফেলা।
আলহামদুলিল্লাহ্, বিশ্বে যে সকল মুসলিম স্কলার রা কোরান হাদীস ও জ্ঞান-বিজ্ঞানের আলোকে - আখেরী জামানা নিয়ে গবেষনা করছেন, তারা (১) কোরানে বলা সাইন হিসাবে আবিষ্কৃত ফেরাউনের লাশ, (২) তার পরপরই জায়োনিস্ট মুভমেন্টের শুরু ও ফলশ্রুতিতে অস্বাভাবিকভাবে সৃষ্ট ইসরাইল, (৩) সুরা মায়েদায় উল্লেখিত অস্বাভাবিকভাবে মৈত্রীবন্ধনে আবদ্ধ 'জুদায়ো খৃষ্টান' গ্রুপ দ্বারা অবৈধভাবে জন্ম দেওয়া, প্রায় অন্ধের ন্যায় ইসরাইলকে লালন পালন করা ও মোহাবিস্টের ন্যায় আচরন করা (৪) ইয়াজুজ মাজুজের মুক্তি - বনী ইসরাইলকে পবিত্র ভূমিতে পূনর্মিলনের কোরানের ভবিষ্যতবানী ও ওয়ার্নিং এর বাস্তবতা হিসাবে 'ইসরাইল' কে 'দাব্বাতুল আরদ' হিসাবে সনাক্ত করেছেন এবং করছেন।
আমরা সাধারন মানুষরা বছরের পর বছর ধরে ফিল্টারড হওয়া পার্ট চিত্র ও খবরা খবর দেখছি, পড়ছি, শুনছি এবং তার মাধ্যমে ইসরাইল রাষ্ট্রটির নিশৃংসতা, অমানবিকতা, অযৌক্তিক আচার আচরনকে সব সময়ই টাউট মাস্তান এর আচরন বলে ভাবতাম এবং সে অনুযায়ী বিভিন্নভাবে সামর্থ্যানুযায়ী রিএ্যাক্ট করতাম। কিন্তু গত ৬/৭ বছর ধরে ইসরাইলের আচার আচরন পুরোপুরি দাঁতালো শুয়োর থেকে বর্বর পশু সুলভ বলে বিশ্বের মানুষের চোখে ধরা পড়েছে এবং পড়ছে এবং সে সাথে আমরা অনুভব করতে শুরু করেছি - স্কলার রা সত্যের কতটা কাছাকাছি পৌছেছেন কিংবা কতটা রাইটলী আইডেন্টিফাই করেছেন।
বিচারবিবেচনাবোধ আছে এমন যে কোন সিভিলাইজড মানুষ, পাবলিকলী স্ক্রুটানাইজড মিডিয়া ও বিশ্বসংস্থা সমূহ ইসরাইলের এ আচরনকে কোনভাবে ডিফেন্ড করতে পারছেনা, জাস্টিফাই করতে পারছেনা - এবং স্বভাবতঃই হয় চুপ মেরে গেছে, নিউজ ও ভিউজ হাইড করছে অথবা আবোল তাবোল বকছে। কিন্তু পরিনতি হিসাবে আমরা আমাদের মুসলিম ভাই বোনদের হারাচ্ছি অসহায়ভাবে, অমানবিকভাবে - এবং দুঃখে ক্ষোভে অব্যক্ত কান্নায় ডুবে যাই কিংবা ডুবে আছি।
দিন দুয়েক আগে তারাবিহ পরবর্তী মুনাজাতে বুকের ভিতরের জমাট কষ্ট গুমরে কান্না হয়ে - যখন নিজের আত্মা ও মন কে রিলিভ করতে পারছিলাম না - মসজিদের বাহিরে এক প্যালেস্টাইনী ভাইকে কাছে ডেকে বললাম, ভাই, আমাদের মন তো মানছে না - একটু বুঝিয়ে বলোনা গাঁজার মা বোন ভাইরা আসলেই কেমন আছে, আমরা তো কোন সত্য খবরের ই দেখা পাচ্ছিনা, খবর ও বিশ্লেষন সবই মনে হয় ম্যানুফাকচার করছে - সিএনএন, বিবিসি, আল জাজিরার সো কল্ড ব্যলেন্সড নিউজ এন্ড ভিউজ।
ভদ্রলোক বললো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের অনেক ভাল রেখেছেন, তা আমরা যে যেখানেই থাকিনা কেন - প্যালেস্টাইন হোক আর ডেনমার্ক হোক। আমাদের ভাইরা যতক্ষন বেঁচে আছে - খুবই ভাল ভাবে দিন পার করছে, অধিকারের জন্য ফাইট করছে, প্রতিরোধ করছে, স্ট্রাগল করছে।
আর যখন হত্যার শিকার হচ্ছে - কবরস্থ হচ্ছে এবং ওপারে ও ভাল আছে, বেহেস্তে আছে। ইনশাল্লাহ আগামীতেও ভাল থাকবো। যতক্ষন পয্যন্ত কোরআন ও হাদীস সত্য - প্যালেস্টাইনীদের জন্যে তাই সত্য।
আমি বললাম - আমরা তো কিছুই করতে পারছি না ভাই। বললো - দোয়া করো, সবর করো, ধৈর্য ধরো - আমরা তো কিছুই হারাচ্ছি না। আমরা এ পৃথিবীতে থাকলেও আলহামদুলিল্লাহ - সুপার শাসক আল্লাহর অধীনে আছি, ইউ এন এর অধীনে না, ইসরাইল কিংবা আমেরিকার অধীনে না। আর পৃথিবী হতে বিদায় নিলে জান্নাত, সুপার শাসকের মেহমান - ওর চেয়ে বড় পাওনা আর কি আছে?
অব্যক্ত কান্না ভাবনায় পরিবর্তিত হল। মনে হল আমাদের লিডারশীপ, আমাদের আলেম ও ওলামারা কি আমাদের মনের ঝড়কে ঠিক ঠাক ভাবে এ্যাড্রেস করতে পারছেন? কেন আমাদের লিডারশীপের মুখ দিয়ে আমরা এমন করে বুঝতে পারবোনা, কেন আমরা অব্যক্ত কান্না নিয়ে গুমরে মরবো?
মনে হল আল্লাহর কাছে দোয়া করি যাতে তিনি আমাদের লিডারশীপের মনে সেন্স তৈরী করেন, যাতে তাঁরা আল্লাহর পরিবর্তে আল্লাহর শত্রুকে জিও পলিটিক্যালী অধিক 'শক্তিশালী কিংবা ইনফ্লুয়েন্সিয়াল' মনে না করেন, ইফতারীর নামে কোটি টাকা ব্যায় না করে - গরীব মিসকিন এর জন্য ব্যায় করেন। বুঝতে চেষ্টা করেন সোনারগাঁয়ে খরচ অপেক্ষা সোনারগাঁয়ের পেছনের বস্তিতে ব্যায় করা আল্লাহর কাছে অধিক পছন্দের। আর বস্তিতে ব্যয় করার কারনে আল্লাহ ওনাদেরকে স্পষ্ট ভাষায় স্টেইটমেন্ট দিতে, প্রতিবাদ করতে শক্তি যোগাক। আল্লাহ যেন ওনাদের দুনিয়া ও আখেরাত দুটো ই রক্ষা করেন।
বিষয়: বিবিধ
১৩৯১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আল্লাহ বলছেন, 'নিরাপত্তা/সাহায্য শুধুমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে, যিনি সত্য। তিনিই নিশ্চিত করেন পরিনাম ও সাফল্য'। (ইউসুফ আলীর ইংরেজী অনুবাদ হতে অনুদিত - সুরা কাহাফ, আয়াত ৪৪)।
আপনি কি কষ্ট করে আমাকে কিছু উদাহরন জোগাড় করে দেবেন - যেখানে অন্যায়কারী শাস্তিবিহীন সন্মানজনক কিছু রিটার্ন পেয়েছেন? কিংবা অন্যায় যুদ্ধ এবং ফ্যাসাদ সৃষ্টিকারী দেশ পৃথিবীতে এখনো ঐ সন্মান ও ইজ্জত নিয়ে দাঁড়িয়ে আছে? ধন্যবাদ কষ্ট করে মন্তব্য করার জন্য।
Thanks a lot for reading.
আমার চোখের পানি মুছে মুছে একটু আগে আপনার অসাধারণ লিখাটি আমার অন্যান্য ভাইদের সাথে ই-মেইলে শেয়ার করলাম।
জাজাকুম আল্লাহ খাইরান
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1672/nilshalu/49267#.U8WANfmSy70
আমার ব্যক্তিগতভাবে কোন দ্বিধা হয়না ভাবতে যে আল্লাহ কেয়ামতের যে মেজর ১০টা সাইনের কথা বলেছেন তার অন্যতম একটি দাব্বাতুল আরদ হল ইসরাইল - যা ভূমি হতে জন্ম নেওয়া সত্যিকারের পশু - বরং বলা যায় তারো অধম।
মন্তব্য করতে লগইন করুন