মেয়ে বিয়ে দিতে গিয়ে 'বাবা' আটক - পড়বো? নাকি মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা আটক! পড়বো?

লিখেছেন লিখেছেন সাদাচোখে ২৫ জুন, ২০১৪, ০১:৩৪:৫১ রাত

খবরটি পড়তে গিয়ে রাগে, ক্ষোভে, অসহায়ত্বে - প্রায় কান্না এসে গিয়েছিল। নবম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে বিয়ে দেবার প্রয়াস নিলে, স্কুলের হেডমাস্টার এর বদৌলতে, পুলিশ মেয়ের বাবাকে আটক করে। মেয়ে ও সুযোগ পেয়ে টিএনও র কাছে বাবার বিরুদ্ধে নালিশ করে বলে যে, সে আরো পড়ালিখা করতে চায়।

Click this link

অথচ বাবা তাকে পড়ালিখা করতে বারন করেনি, পড়ালিখা বন্ধ করেনি। বাবাকে আটক করা হল তাকে বিয়ে দেবার ব্যবস্থা করার জন্য।

এখন এই বাবাকে পুলিশের দ্বারা হয়রানী হতে হবে, থানা হাজতে চোর ডাকাত বদমাশ খুনীদের সাথে রাত্রিবাস করতে হবে, ঘুষ দিয়ে খাবার খেতে হবে, উকিল ধরতে হবে, কোর্ট কাচারীতে দৌড়াতে হবে, আয় রোজগার বন্ধ হবে।

অন্যদিকে খুব বেশী ভাগ্যবতী না হলে, মেয়েটিকে পুলিশের, রাইটস্‌ রক্ষা কারী প্রধান শিক্ষক, মিডিয়া কর্মী, মহিলা অধিকার রক্ষা কারী পুরুষদের লোলুপতার শিকার সহ বিভিন্ন ধরনের নিপীড়ন ও নির্যাতনের মুখোমুখি হতে হবে।

ভাবছি আজকের রাতে এ বাবাটি কি চোখ বুঝতে পারবে, তার বন্ধ চোখে কি অবিরত ভাসবে না - এ মেয়েটিকেঃ

- কোলে কাধেঁ নিয়ে তিনি বড় করেছিলেন, হাগু হিসু পরিষ্কার করে দিয়েছিলেন।

- কর্মক্লান্ত শরীরে নির্ঘুম রাত কাটিয়েছে.

- নিজে না খেয়ে ধার দেনা করে মেয়েটিকে খাইয়েছেন, পরিয়েছেন, বাসস্থানের ব্যবস্থা করেছেন।

- কষ্টে উপার্জিত টাকাগুলো খরচ করেছেন বই পুস্তক ও স্কুলের পেছনে।

- মেয়ের আহলাদ ও শখ মেটাতে কতনা কি কিনে দিয়েছেন

- কতবারই না মেয়ের অভিমান ও রাগ ভাংগিয়েছেন

- আর ভবিষ্যত চিন্তায়, নিরাপত্তা নিশ্চিত কল্পে কত টাকা পয়সা ও কথা খরচ করেই না একটা পাত্র ঠিক করেছিলেন, বিয়ে দেবার ব্যবস্থা করেছিলেন - যাতে রাষ্ট্রীয় আইনের প্রচ্ছন্নতায় মেয়েটি টিজিং এর মুখে পড়ে আত্মহত্যা করতে উদ্ভুদ্ধ হয়, শিক্ষক দ্বারা ধর্ষন এর শিকার না হয়, অবৈধ মেলা মেশা করতে গিয়ে না বাস্টার্ড জন্ম দেয়, কিংবা মেয়ে পাচারকারীর কবলে পড়ে পতিতা হতে হয়।

অথচ তার কপালে জুটলো পুলিশী নির্যাতন, আজন্ম স্নেহভালবাসা বলিদানের নিমিত্তে রাষ্ট্রীয় খড়গ।

অন্যদিকে যে শিক্ষক তার ছাত্রীকে ধর্ষন ও টিজিং হতে নিরাপত্তা দিতে পারেনা, যে রাষ্ট্র তার মেয়ে মানুষদের খাওয়াতে পারেনা, পরাতে পারেনা এমন কি মিনিমাম মান সন্মানের সহিত বাচাঁতে পারেনা - সেই রাষ্ট্র এই মেয়েটিকে যথাযথ টুলস ও প্রোটেকশান দিয়ে বাধ্য করছে -

১। স্থানীয় গ্যাংস্টার দ্বারা আজে বাজে কমেন্ট দ্বারা সয়লাব হতে এবং

২। শিক্ষক ও ধর্ষকদের দ্বারা ধর্ষিতা হতে এবং

৩। পছন্দের কারো সাথে কিংবা নারী পটাতে সক্ষম কারো সাথে অবৈধ শারীরিক সম্পর্কে জড়াতে এবং

৪। বাস্টার্ড ছেলে কিংবা মেয়েকে জন্ম দিয়ে সমাজকে উপহার দিতে কিংবা

৫। এ্যাবোরশান করিয়ে ডাস্টবিন এর পাশে ফেলে রেখে যেতে। এরপর --

৬। ক্রীত দাসীর মত ইউরোপ আমেরিকার মাস্টারদের জন্য গার্মেন্টস এ সকাল হতে সন্ধ্যাতক কাজ করতে কিংবা

৭। বর্ডারের ওপারে পাচার হয়ে পতিতা হয়ে কলকাতার খদ্দের দের মনোরন্জন করতে

বাংলাদেশের মানুষের (ব্যাতিক্রম বাদে) মন মেজাজ পুরোপুরি নষ্ট ও ভ্রষ্ট হয়ে গন্ধ ছড়াচ্ছে বড়। তারা ধর্ষিতা, পতিতা, রক্ষিতা, ক্রীতদাসীতে অশ্রদ্ধা বোধ করেনা, অরুচী বোধ করেনা। তারা বড় বেশী কষ্ট পায় যখন দেখে কোন মেয়ে কারো কন্যা, কারো স্ত্রী, কারো বোন কিংবা মা হতে চাইছে। ধিক বাংগালীর বিবেক কে - যা বিক্রি হয়ে গেছে প্রতারকের প্রতারনায়, চাকচিক্যে।

বিষয়: বিবিধ

১৫৬৪ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238552
২৫ জুন ২০১৪ রাত ০১:৩৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার যুক্তি আসলে অনেক ভালো লাগলো।
আজকের অপসংস্কৃতির সমাজ থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা বিয়ের ব্যবস্থা করছিল কিন্তু অপসংস্কৃতি বাবকে কষ্ট দেবে। অনেক ধন্যাবদ
২৫ জুন ২০১৪ রাত ০১:৪৫
185037
সাদাচোখে লিখেছেন : দিনকে দিন এটা পরিষ্কার হয়ে যাচ্ছে - বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে সন্তান মানুষ করবে - আর সে সন্তান হতে দায় দায়িত্ব না নিয়ে ফুল ও ফল ঘরে তুলবে সমাজের অসৎ, নীচ, ধান্দাবাজ, শোষক ও শাসক শ্রেনী।

মুসলিমরা দিনকে দিন শৃংখলিত হতে হতে পশুর চেয়ে ও অধম হচ্ছে - শুধু মাত্র নিজের ধর্মকে না বুঝার জন্য, ধর্মকে জীবনে না ধারন করার জন্য।

ধন্যবাদ পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
238557
২৫ জুন ২০১৪ রাত ০১:৫৬
সন্ধাতারা লিখেছেন :
What a picture of Muslim society! ???
২৫ জুন ২০১৪ রাত ০২:৫৬
185044
সাদাচোখে লিখেছেন : A society - lost within the puzzle of deceivers (dajjal)
238576
২৫ জুন ২০১৪ রাত ০৩:৫০
বেদনা মধুর লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ জুন ২০১৪ রাত ১১:০১
185388
সাদাচোখে লিখেছেন : পড়ার জন্য আপনাকে ও ধন্যবাদ।
238579
২৫ জুন ২০১৪ রাত ০৪:০০
ভিশু লিখেছেন : ভালো বলেছেন!
২৫ জুন ২০১৪ রাত ১১:০১
185389
সাদাচোখে লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য।
238593
২৫ জুন ২০১৪ সকাল ০৫:২৬
তহুরা লিখেছেন :
২৫ জুন ২০১৪ দুপুর ০১:৪৮
185159
শফিউর রহমান লিখেছেন : কি বুঝালেন এটি দিয়ে?
২৫ জুন ২০১৪ রাত ১১:০৭
185392
সাদাচোখে লিখেছেন : মাশাআল্লাহ্‌ সুন্দর ছবি।

কিন্তু বাবা মা ও গার্ডিয়ানের উচিত - ছেলেমেয়ের পিউবার্টি লেভেল এ পৌছানোর পর তাদেরকে উপযুক্ত পাত্রস্থ কিংবা পাত্রিস্থ করানো।

ধন্যবাদ।
238597
২৫ জুন ২০১৪ সকাল ০৮:০৯
সত্যের বিজয় লিখেছেন : মেয়েকে বিয়ে দিলে দোষ ।কিন্তু মেয়ে প্রেম পিরিতি করলে দোষ নাই
২৫ জুন ২০১৪ রাত ১১:৩৪
185400
সাদাচোখে লিখেছেন : ঠিক। কারন পিউবার্টি লেভেল এ পৌছানোর পর ছেলে ও মেয়ের মানুষিক অবস্থা ও উম্মাদনা ইচ্ছাশক্তির চেয়ে জোরালো হয়ে জীবনের প্রথম মহা পাপ তথা জেনাহর মত গুনাহ করে ফেলতে বাধ্য করে এবং একবার এই মহাপাপের ফাঁদে পড়লে দুনিয়ার আর সব পাপ মাথা ও মননে হালকা হয়ে যায় - এবং পরিনতিতে মডেল এর নামে, নায়িকার নামে, চাকুরী প্র‍ত্যাশীর নামে, ক্যারিয়ারের নামে আজীবন পাপাচারের আবর্তে গুরাতে পারে জাফর ইকবাল, প্রথম আলোর মত ভন্ড প্রগতির ধারকরা।

ধন্যবাদ পড়ার জন্য।
238626
২৫ জুন ২০১৪ সকাল ১০:৩৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : খুব দুঃখজনক ঘটনা!
২৫ জুন ২০১৪ রাত ১১:৩৬
185401
সাদাচোখে লিখেছেন : প্রতিটি স্নেহবাৎসল্যে ভরা দায়িত্বশীল বাবার জন্যই দুঃখজনক।
238631
২৫ জুন ২০১৪ সকাল ১০:৪৩
মোস্তাফিজুর রহমান লিখেছেন : সুন্দর লিখেছেন। আমাদের দেশে যে কোন বয়সে প্রেম করতে পারবে, অবৈধ সম্পর্ক রাখতে পারবে কিন্তু বিয়ে দিতে/করতে পারবেনা!!!!
২৫ জুন ২০১৪ রাত ১১:৩৮
185402
সাদাচোখে লিখেছেন : কারন তাহলে নারী লোভী, নারী সৌন্দয্য বিক্রয়কারী, নারী ব্যবসায়ী, নারীদাস ব্যবসায়ী সহ সমাজের প্রতারক, শাসক ও শোষক শ্রেনীর সাপ্লাই বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।
238636
২৫ জুন ২০১৪ সকাল ১০:৫৭
আব্দুল গাফফার লিখেছেন : দুঃখজনক Sad
২৫ জুন ২০১৪ রাত ১১:৩৯
185403
সাদাচোখে লিখেছেন : স্নেহবাৎসল্যে ভরা দায়িত্বশীল প্রতিটি বাবার জন্য দমবন্ধ হয়ে যাওয়ার মত কষ্টকর।
১০
238642
২৫ জুন ২০১৪ সকাল ১১:০৫
বিদ্যালো১ লিখেছেন : খুবই গুরত্বপউরন কথা। আমরা সবাই এই বেপারে সচেতন হতে হবে।
২৫ জুন ২০১৪ রাত ১১:৪২
185404
সাদাচোখে লিখেছেন : অবশ্যই।

ইতোমধ্যে দজ্জাল ও প্রতারকরা আল্লাহর বিধান কে নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করে তথাকথিত পবিত্র সংসদে তথাকথিত পবিত্র আইনে এত আইনী পরিবর্তন এনেছেন যে - প্রতিটি বিবেকবান মানুষ লিটারেলী এক উন্মুক্ত কনসেন্ট্রেশান ক্যাম্পে যেন অবস্থান করছেন। কিছু বলবেন কিংবা করবেন তো আইনের কবলে পড়ে ঝামেলা পোহাবেন।
১১
238648
২৫ জুন ২০১৪ সকাল ১১:২১
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : এটা খুব কষ্টকর। ওনার মেয়ে উনি বিয়ে দেবেন তাতে হেডমাস্টার সাহেবের কি? বর্তমান জামানার যে অবস্থা তাতে আগে আগে বিয়ে দিলেই ভালো।
২৬ জুন ২০১৪ সকাল ০৬:০৮
185476
সাদাচোখে লিখেছেন : ভাই আবদুল্লাহ, নিষ্পাপ ছেলে কিংবা মেয়েটা আল্লাহর সাথে প্রথম বড় ধরনের যে কুফরী করে তথা আল্লাহর অর্ডার ভায়োলেট করে - তার শুরুটা হয় পিউভার্টি লেভেল এ এক্সট্রা ম্যারিটাল সেক্স এর মাধ্যমে (এক্সেপশান ছাড়া)। আর সে জন্য আল্লাহর বিধান ই হল পিউভার্টি লেভেল এ উপনীত হওয়া একটা ছেলে কিংবা মেয়েকে যতটা তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেওয়া।

আমাদের দূর্ভাগ্য এই যে আমাদের নাকের ডগার উপর দিয়ে তথাকথিত স্যেকুলার ও প্রগতিবাদীরা আইন করে কোমলমতি এ সকল টিন এইজড বয়সের ছেলেমেয়ের আবেগ কে নাটক সিনেমা দিয়ে সুড়সুড়ি সৃষ্টি করিয়ে তথা এক্সপোজিশানের মাধ্যমে এক্সট্রা মেরিটাল সেক্স এ জড়িয়ে পড়তে বাধ্য করছে।
অন্যদিকে দেশের শিক্ষক হতে শুরু করে জ্ঞানী গুনি ও ধর্মীয় ব্যক্তিত্বরা মানুষের করা এ আইনের কাছে জিম্মি হয়ে পড়েছে - আবার কেউ কেউ এ আইন কে স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছে - কে জানে এই প্রধান শিক্ষক আর একজন পরিমল না কি ভিকারুন নেসার সেই প্রধান শিক্ষিকার সম রূপ কেউ।
ধন্যবাদ।
১২
238676
২৫ জুন ২০১৪ সকাল ১১:৫৮
চোরাবালি লিখেছেন : আমার মতে এই সব সন্তান থেকে নিঃসন্তান ভাল।

যে সন্তান বাবা মায়ের কথা শোনে না তাদের দরকার নেই।

ঘাটলে দেখা যাবে যে বখাটে ওর পেছনে ঘুর ঘুর করে সেই বখাটেই থানা পুলিশে খবর দিয়েছে।
২৬ জুন ২০১৪ সকাল ০৬:১০
185477
সাদাচোখে লিখেছেন : প্রতিটি স্নেহ বাৎসল্যে ভরা বাবার ই হৃদয়ে ক্ষরণ হবে - যে তার মেয়ের শালীনতা, সম্ভ্রম এর জন্য কাজ করছে।
১৩
238679
২৫ জুন ২০১৪ দুপুর ১২:০০
চোরাবালি লিখেছেন : আর হ্যাঁ আল্লাহ যদি আমাকে সুস্থ্য রাখে আমি আমার ছেলে বিয়ে দিব ২৫এ। ছেলে যদি বেকার থাকে তারপরও। যাকে ২৫বছর পালতে পারব তাকে বিয়ে দিয়ে অতিরিক্ত ১জনকে আরো ৫/৭বছর পালতে কোন সমস্যাই দেখি না আমি।
২৬ জুন ২০১৪ সকাল ০৬:১৩
185478
সাদাচোখে লিখেছেন : ভাল চিন্তা। কিন্তু ভাই ২৫ এ কেন - আরো আগে বিয়ে দিতে সমস্যা কোথায়? যে সময়টায় একটা ছেলে (নাটক সিনেমা ইত্যাদি দেখে ও হরমোন জনিত কারনে) মনের আবেগকে নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয় জীবনের সব চেয়ে মারাত্মক একটা পাপ এ জড়ায় বা জড়াবার সম্ভাবনা সৃষ্টি হয় - তার আগে নয় কেন?
আমরা কেউ কেউ তো চেষ্টা করতে পারি আমাদের ছেলে যেন 'যেনা' না করে একজন পরিপূর্ন মুমিন হয়। পারিনা?
১৪
238687
২৫ জুন ২০১৪ দুপুর ১২:১২
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : কি লিখব ভাষা নাই।
আমাদের সঠিক শিক্ষা বড়ই বেশী প্রয়োজন ।
২৬ জুন ২০১৪ সকাল ০৬:১৪
185479
সাদাচোখে লিখেছেন : আল্লাহ আমাদের সকলের চোখের পর্দা সরিয়ে দিয়ে সিরাতুল মোস্তাকিম এর পথ দেখতে দিন এবং সে পথে পরিচালিত করুন। আমীন।
১৫
238716
২৫ জুন ২০১৪ দুপুর ০১:৪৮
শফিউর রহমান লিখেছেন : আপনি এভাবে চিন্তা করতে শেখালেন বলে মন্তব্যগুলো এইরকম। কিন্তু শুধু যদি খবরটা তুলে ধরতেন তবে আমরা সবাই ঐ বাবাকেই গালি দিয়ে মন্তব্য করতাম।
আমাদের চিন্তাশক্তি স্থবির হয়ে গেছে - যে যেদিকে ঘুরায়, সেদিকে ঘুরে যাই। তাই মিডিয়া এবং লেখনীর মাধ্যমে আমাদের মানসিকতা নষ্ট ভ্রষ্ট হয়ে গেছে - যেটা আপনি লিখেছেন।
২৬ জুন ২০১৪ সকাল ০৬:২০
185480
সাদাচোখে লিখেছেন : ধন্যবাদ শফিউর ভাই। আপনি যথার্থই বলেছেন। আমাদের সমাজ ও রাষ্ট্র আমাদেরকে দিনকে দিন - পন্যরূপী গিনিপিগ টাইপ কিছু একটা বানিয়ে ফেলেছে। স্বভাবতঃই আমরা বিবেক দিয়ে আর বিচার বিবেচনা করছিনা। আমরা মিডিয়া সৃষ্ট আবেগ দিয়ে বিচার বিবেচনা করছি বলেই ভুল বিচার করছি এবং দিনকে দিন শৃংখলিত হচ্ছি এবং ইতোমধ্যে হয়ে পড়েছি।
১৬
239028
২৬ জুন ২০১৪ সকাল ১০:৩৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আরো যে কত কি দেখতে হবে এই বাংলাতে? হে আল্লাহ হেদায়াত নসীব করো নয়তো ঈমানের সাথে তুলে নাও আর দেখতে পারছিনা এই নির্মমতা!

শেয়ার করার জন্য মোবারকবাদ আপনাকে
২৬ জুন ২০১৪ রাত ১০:৩০
185668
সাদাচোখে লিখেছেন : কেয়ামত এর আগে তথা আখেরী জামানায় - মুসলিমরা এমন সব উদ্ভট, অসংলগ্ন, অস্থস্থিকর, কষ্টকর অভিজ্ঞতা যেমন পাবে তেমনি কারনে অকারনে নির্যাতন, নিপীড়ন হতে শুরু করে অংগ হানী যেমন হবে তেমনি অনাহুদ খুনের শিকার ও হবে। সোবহানাল্লাহ আমরা পরিপূর্নভাবে তার সাক্ষী। আল্লাহু আকবর।
মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
১৭
243328
১০ জুলাই ২০১৪ সকাল ০৮:১৫
সরল কথা লিখেছেন : যুক্তি গুলো বেশ শক্ত।
ধন্যবাদ।
১১ জুলাই ২০১৪ রাত ১২:৩৮
189238
সাদাচোখে লিখেছেন : এটাই ছিল সত্য। কিন্তু প্রতারক সিস্টেম (পলিটিক্যাল, সোশ্যাল ইত্যাদি) এবং মিডিয়া সত্যকে আড়ালে নিয়ে মিথ্যাকে আমাদের মধ্যে মূল্যবোধ হিসাবে স্টাবলিশ করে ফেলেছে - সো আমরা সত্যকে হাতড়ে ও আর খুজে পাচ্ছি না.
ধন্যবাদ পড়ার জন্য।
১৮
255404
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:০১
বুড়া মিয়া লিখেছেন : আপনার পোষ্টের সাথে পুরোপুরি একমত। আমিও ৩/৪ দিন আগে এসব ব্যাপারের সামান্য আলোচনা নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম।
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৩
199117
কাহাফ লিখেছেন : পড়ে ছিলাম সেটা.........
১৯ আগস্ট ২০১৪ রাত ০৩:১১
199376
সাদাচোখে লিখেছেন : আপনি দেখছি আমার অনেকগুলো লিখা পড়েছেন এক বসায়।

ওয়েল, আপনি বাংলাদেশের কোথায় থাকেন? একদিন নিশ্চয়ই পরিচিতি হতে পারি - যদি কোন সমস্যা না থাকে।

ধন্যবাদ
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
199534
বুড়া মিয়া লিখেছেন : আমি ঢাকায় আছি।

হ্যা, বিভিন্ন পোষ্টে আপনার মন্তব্যে বিভিন্ন বিষয় নিয়ে সুন্দর লেখা থাকা আমাকে পড়তে ইচ্ছুক করেছিল তখন।
১৯
255409
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৩
কাহাফ লিখেছেন : নৈতিকতা কে শেষ করতে লুইচ্চারা এমন আইন করেছে,বর্তমান বাল্য বিবাহ নিরোধ আইন বাতিল করা হোক।
১৯ আগস্ট ২০১৪ রাত ০৩:০৯
199375
সাদাচোখে লিখেছেন : যথার্থ দাবী।

আল্লাহ যা হালাল করেছেন (পিউবার্টি লেভেল এ পৌছানো ছেলে ও মেয়েকে বিবাহ যোগ্য ঘোষনা করেছেন) - রাষ্ট্র তা হারাম করতে পারে না - মুসলিম রা তা মানতে পারেনা। ঠিক যেমন সরকার নামাজ ব্যান্ড করলে মুসলিম রা তা মানতে পারে না। মেনে নেওয়া মানে লিটারেলী আল্লাহর উপর সরকারকে মেনে নেওয়ার শামিল।

ধন্যবাদ দাবীটা উচ্চারন করার জন্য।
২০
255771
১৯ আগস্ট ২০১৪ রাত ০৪:০৪
কাহাফ লিখেছেন : আমি প্রবাশে আছি,ইনশা আল্লাহ মোলাকাত হতেও পারে ভাই সাদা চোখে.........
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:১৯
199612
সাদাচোখে লিখেছেন : ইনশাল্লাহ্‌। আমি কোপেনহেগেন এ থাকি। আপনি ও কি?
২১
256197
২০ আগস্ট ২০১৪ রাত ০৪:২১
কাহাফ লিখেছেন : না ভাই,আমি সউদি আরব-রিয়াদে আছি।
২০ আগস্ট ২০১৪ রাত ০৪:৪৭
199773
সাদাচোখে লিখেছেন : আলহামদুলিল্লাহ - আপনি চমৎকার ভূখন্ডে আছেন। আমাদের জন্য দোয়া করবেন ভাই - যাতে আমরা সত্যকে আকড়ে ধরে থাকতে পারি এবং পরকালে পুরুষ্কৃত হতে পারি। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File