মাহমুদুর রহমান - আধুনিক পৃথিবীর মুজলুম এর প্রতিচ্ছবি
লিখেছেন লিখেছেন সাদাচোখে ৩০ এপ্রিল, ২০১৪, ০৫:০৩:১৯ সকাল
আধুনিক পৃথিবীর ইতিহাসে আমরা অসংখ্য নেতা, জ্ঞানী, গুনী ও সেলিব্রেটিকে পেয়েছি - যারা নিশ্চিন্ত একটি নিরাপদ ভূবনে থেকে মানবকল্যানে অবদান রেখেছেন এবং সন্মানিত হয়েছেন, গ্লোরিফাইড হয়েছেন।
কিন্তু আধুনিক পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবেনা - একজন অতি সাধারন সত্যনিষ্ঠ, স্পষ্টবাসী, লড়াকু কলম সৈনিক শুধুমাত্র তার দেশের মানুষের কল্যানের নিমিত্তে - একাধারে জঘন্য ক্রিমিনালতুল্য, পিচাশসুলভ, ড্রাকোনিয়ান সরকার, সংসদ ও আদালতের বিরুদ্ধে - আমৃত্যু লড়াইয়ে নিয়োজিত আছেন। মাহমুদুর রহমান এর মানুষিক স্ট্রেংথ আমাকে বেলাল রাঃ মানুষিক স্ট্রেংথ এর কথা মনে করিয়ে দেয়।
আধুনিক পৃথিবীর ইতিহাসে এমন একটি উদাহরনও আমি মনে করতে পারছিনা - যেখানে নিঃস্বার্থভাবে একজন মানুষ একাকি - একটি কলম, একটি মনন ও একটি ভিশন নিয়ে একাধারে একটি অবৈধ সরকার, ডিসেপটিভ সংসদ ও সত্য-বিরোধী বিচারবিভাগের বিরুদ্ধে কনটিনিউ অসম লড়াই করছেন। আমার মনে নেলসন মেন্ডেলার কথা মনে হল, মনে হল ইয়াসির আরাফাত এর কথা, মনে হল চে গুয়েবারার কথা - যারা ফাইট করেছিলেন ঠিক এমন একটি সরকার, এমন একটি সংসদ ও বিচারবিভাগের বিরুদ্ধে - কিন্তু তারা ছিলেন রাজনৈতিক নেতা ও ব্যক্তিত্ব এবং তারা প্রয়োজনে জনসমর্থনের পাশাপাশি অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন - কিন্তু মাহমুদুর রহমান তা নন - তিনি অস্ত্রহীন, অসংগঠিত অবস্থায় যুদ্ধ করছেন একটি সুসংগঠিত রাষ্ট্রীয় ক্রিমিনাল চক্রের বিরুদ্ধে - ন্যায় বিচারের জন্য, জনগনের অধিকার রক্ষার জন্য।
এখানেই মাহমুদুর রহমানের উচ্চ মনোবৃত্তি ও মানুষিক অবস্থান - নেলসন মেন্ডেলা, ইয়াসির আরাফাত কিংবা চে গুয়েবারা দেরকে ছাড়িয়ে যায়।
আল্লাহ আপনি, নিরাপরাধ এই মানুষটির ত্যাগকে সাদাকা হিসাবে এক্সেপ্ট করুন এবং জালিমরূপী এ শত্রুদের যথার্থ বিচার নিশ্চিত করুন।
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহর কাছে প্রার্থনা - ওহ আল্লাহ আপনি এই মজলুমকে - আপনার দয়ায় কাল আখেরাতে আলটিমেট সাকসেস নিশ্চিত করুন।
ধন্যবাদ পড়ার জন্য।
ধন্যবাদ আপনাকে।
তবে আমার কষ্ট হয় নেতা নেত্রীদের আচরনে - মনে হয় তারা বুঝিবা শকুন এর মত অপেক্ষা করছে এ ইস্যুতে আন্দোলন করার - শুধু অপেক্ষা কখন মাহমুদুর রহমান এর প্রান টা দেহ ত্যাগ করবে?
রব্বুল আলামিন তুমি এই মহান মানুষটিকে তোমার দীনের জন্য কবুল কর।
আমীন।
যথার্থই বলেছেন ভাই !!
মন্তব্য করতে লগইন করুন