শিরোনাম চাইঃ ইউনিভার্সিয়ালী অনলি ওয়ান আ্যওয়ার্ড টু শেখ হাসিনা
লিখেছেন লিখেছেন সাদাচোখে ২৬ মার্চ, ২০১৪, ১০:৫১:৪৭ রাত
প্রেক্ষাপট/প্রতিকুলতাঃ
১। বাংলাদেশের হাইকোর্ট বিচারিক পর্যবেক্ষনে শেখ হাসিনা সম্পর্কে বলেছেন 'উন্মাদ'।
২। বাংলাদেশের নির্বাচনী আইনে 'উন্মাদ' নির্বাচনের অযোগ্য?
৩। বাংলাদেশের সংবিধানে সরকার পরিচালনায় 'উন্মাদ' অযোগ্য।
৪। নাবালক, উন্মাদ ইত্যাকার যোগ্যতা সংগঠন চালাতেও আইনের চোখে অযোগ্য।
সাফল্য/স্বার্থকতা/অর্জনঃ
শেখ হাসিনা
১। নির্বাচন কমিশনকে সাফল্যের সাথে সেই 'উন্মাদ' কে নির্বাচনের জন্য 'যোগ্য' ঘোষনা করাতে সক্ষম হয়েছেন।
২। বাংগালীর দ্বারা নির্বাচনে সেই 'উন্মাদ'কে বিজয়ী করেছেন।
৩। রাষ্ট্রপতিকে দিয়ে সেই 'উন্মাদ'কে প্রধানমন্ত্রীর শপথ পাঠ করিয়েছেন এবং সরকার গঠনে নেতৃত্ব নিশ্চিত করেছেন।
৪। যে বিচার বিভাগ 'উন্মাদ' বলে বিচারে পর্যবেক্ষন দিয়েছে - তাদেরকে 'মাননীয়' বলিয়ে শুধু স্বীকৃতিই নিশ্চিত করেন নি -----
৫। প্রায় ৫/৬ বছর ধরে মহাসাফল্যের সাথে ১৬ কোটি মানুষকে সত্যিকার শাসন করেছেন।
যা রেকর্ড হওয়া দরকারঃ
যে বিচারালয় শেখ হাসিনাকে 'উন্মাদ' খেতাব দিয়ে পলিটিক্যালী প্রায় 'হত্যা' করেছিল - মৃত প্রায় শেখ হাসিনা তার বিপরীতে উপরোক্ত অর্জন ও সাফল্যসমূহ নিশ্চিত করেছেন। এজন্য
১। বিশ্ব মানবতার উচিত শেখ হাসিনার এ অর্জনকে স্বীকৃতি দেওয়া যেমন করে তারা বিভিন্ন রকমের শারীরিক ও মানুষিক প্রতিবন্দীদের অর্জনকে, সাফল্যকে স্বীকৃতি দিতে কসুর করে না।
২। এটলিস্ট গিনিস বুকের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহের মাধ্যমে আহ্বান জানানো।
৩। শেখ হাসিনার এ রেকর্ড - পৃথিবীতে কোথাও কেউ করতে পারেনি এবং আগামীতেও কেউ পারবেনা - এমতাবস্থায় ওনার জন্য প্রেস্টিজিয়াস কোন পুরুষ্কারের ব্যবস্থা করা - এই যেমন, জাতিসংঘ ওনাকে 'ইউনিভার্সিয়ালী অনলি ওয়ান আ্যওয়ার্ড' খেতাব ও পুরুষ্কারে ভূষিত করবে।
আমার বিশ্বাসঃ
এতে করে গৃহহীন, অনাহারে অর্ধাহারে থাকা মানুষ হতে শুরু করে - কোলের শিশু বিক্রি করতে বাধ্য হওয়া মায়েদের একটা গতি হবে - সরকার অর্থনৈতিক কার্যক্রমে সাফল্য পাবে। এবং 'রেকর্ড ভাংগা'র এই চর্চা হতে জাতি মুক্তি পাবে।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'ইউনিভার্সিয়ালী অনলি ওয়ান আ্যওয়ার্ড' পেয়েছেন।
ডঃ ইউনুসরা হিংসায় জ্বলছে ও পুড়ছে।
আপনার হিংসা হচ্ছে কেন?
মন্তব্য করতে লগইন করুন