এসিহীন শীতল ঘর

লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ২৭ জুন, ২০১৩, ১২:১৯:৩৯ দুপুর



গরমে অস্থির হয়ে উঠেছে জনজীবন। বাইরে প্রখর রোদের তাপ আবার ঘরে অসহ্য গরম। এর মধ্যে লোডশেডিং তো আছেই।

কিন্তু সহ্য করা ছাড়া উপায় কি, আমাদের মাঝে কজনেরই বা সামর্থ্য আছে এয়ার কন্ডিশন (এসি) কেনার বা ব্যবহার করার? আবার এসি যে ব্যবহার করবেন, বিদ্যুৎ তো থাকতে হবে, নাকি?

তবে কয়েকটি বিশেষ পন্থা অবলম্বনে এসি ছাড়াই ঘরকে রাখা যাবে ঠাণ্ডা। তেমনি কয়েকটি পন্থা প্রাইমখবর ডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

১) দিনের বেলায়, বিশেষ করে মাঝ দুপুরের আগেই ঘরের দরজা জানালা বন্ধ করে দিন। সূর্য পাটে বসার পর আবার খুলে দিন। দুপুরের গরমটা ঘরে ঢুকতে না পারলে কম পক্ষে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে, অর্থাৎ ঠাণ্ডা থাকবে আপনার ঘর।

বিস্তারিতঃ এখানে

তথ্যসূত্রঃ প্রাইম খবর

বিষয়: বিবিধ

১৫২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File