ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ আশরাফুল
লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ০৪ জুন, ২০১৩, ০২:৫৫:১৪ দুপুর
সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দুর্নীতিবিরোধী সংগঠন আকসুর কাছে অভিযোগ স্বীকার করায় আপাতত কোনো ধরনের ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ নেই তার।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ কথা জানান।
আকসুর পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনও পাননি জানিয়ে তিনি বলেন, ‘অভিযোগের সঙ্গে জড়িত প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
এছাড়া এক সপ্তাহের মধ্যে ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানান পাপন।
ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার বৈঠকে বসবে বলে তারিখ নির্ধারণ করে।
এর আগে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে তদন্তে আসা আকসুর দুই কর্মকর্তা বোর্ড সভাপতির সঙ্গে দেখা করে সোমবারই দুবাই ফিরে গেছেন বলে বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন জানিয়েছেন। একইসঙ্গে তিনি এও বলেন, একমাত্র বোর্ড সভাপতিই এ ব্যাপারে মিডিয়ার সামনে কথা বলবেন।
বিস্তারিতঃ একানে
তথ্য সূত্রঃ প্রাইম খবর
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন