মতিঝিলে হেফাজতকর্মীদের হত্যা স্বাধীনতার পর সবচেয়ে বড় গণহত্যা।

লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ০৩ জুন, ২০১৩, ০৯:৫০:০৬ সকাল



মতিঝিলে হেফাজতকর্মীদের হত্যা স্বাধীনতার পর সবচেয়ে বড় গণহত্যা। জনগণ ও তাদের অধিকার রক্ষা না করে সরকার স্বাধীনতার পর সর্ববৃহৎ গণহত্যা চালিয়েছে। দেশের বিভিন্ন সংস্থা ও ক্ষমতাকে কাজে লাগিয়ে বর্তমান সরকার সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে খ্যাতিমান মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পহেলা জুন প্রকাশিত এক প্রতিবেদনে ৫ মে গভীর রাতের ওই হত্যাকাণ্ড সম্পর্কে আবারও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি। এতে বলা হয়, অধিকার বিশ্বাস করে যে, রাষ্ট্রীয় নিপীড়ন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যার ফলে বর্তমানে বাংলাদেশে এক বিপজ্জনক ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতে ইসলামের কর্মীদের গণহত্যা ঢাকা নগরীতে স্বাধীনতার ৪২ বছরের মধ্যে সবচেয়ে বড় হত্যাকাণ্ড যা রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা ঘটানো হয়েছে। এটা হচ্ছে এমন একটা চর্চা যা সরকারদলীয় কর্মী ও পুলিশ দিয়ে হরতাল-অবরোধের সময় বিরোধীদের উপর চালানো হয়ে থাকে। এর ফলাফল হয় সহিংস। এমন চর্চার ধারা চালু হয়ে গেছে।

বিস্তারিতঃ এখানে

তথ্য সূত্রঃ প্রাইম খবর

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File