মতিঝিল হত্যাকাণ্ড দ্বিতীয় কর্ডোভা গণহত্যা বলে পরিচিতি পাবে
লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ২৮ মে, ২০১৩, ১২:১১:৩০ দুপুর
মতিঝিলে ৬ মে গভীর রাতে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বাহিনীর কয়েক সদস্যও নিহত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দৈনিক আমার দেশ পরিবার ও ফ্রি থিংকার্স ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র: গণমাধ্যম ও মাহমুদুর রহমান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি করেন। হান্নান শাহ বলেন, হেফাজতের বিরুদ্ধে অভিযানে নিরাপত্তা বাহিনীর কয়েক সদস্যও মারা গেছেন। রাতের অন্ধকারে চালানো অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতেই হেফাজতকর্মীদের সঙ্গে এসব নিরাপত্তা বাহিনীর সদস্য মারা যান। এটাকে সামরিক ভাষায় ফ্রেন্ডলি ফায়ার বলা হয়।
মতিঝিল শাপলা চত্বরে যৌথ বাহিনীর অভিযানে কেউ হতাহত হয়নি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ যে দাবি করেছেন তার সমালোচনা করে তিনি বলেন, অভিযানে হতাহত না হলে সুইপার কলোনি থেকে সুইপার এবং ওয়াসার পানির ট্যাংক এনে সমাবেশস্থল পরিষ্কার করেছেন কেন?
বিস্তারিতঃ এখানে
তথ্য সূত্রঃ প্রাইম খবর
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন