সরকারের মধ্যে আস্থাহীনতা দেখা দিয়েছে : ড. ইফতেখার
লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ২০ মে, ২০১৩, ০৩:২১:৪৭ দুপুর
রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করায় সরকারের তীব্র সমালোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান নির্বাহী ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা অসাংবিধানিক। সরকারের মধ্যে আস্থাহীনতা দেখা দিয়েছে।’
সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হিউম্যান রাইটস ফোরামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনা এবং মানবাধিকার ফোরাম বাংলাদেশের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ঘূর্ণিঝড় মহাসেনের কারণে সরকার দুর্যোগ কবলিত এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করতে পারতো। পুরো ঢাকায় কেন? এর মাধ্যমে সরকার নিজেকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে।’
অনির্দিষ্টকালের জন্য রাজধানী ঢাকায় সব রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করার কথা রোববার গণমাধ্যমে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা তৈরি হয়।
বিস্তারিতঃ এখানে
তথ্য সূত্রঃ প্রাইম খবর
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন