রানা প্লাজার জমি ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবহারের সুপারিশ

লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ২০ মে, ২০১৩, ১২:৩৭:৫৭ দুপুর



সাভারে ধসে পড়া রানা প্লাজার জমি বাজেয়াপ্ত করে নিহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সুপারিশ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

এছাড়াও ভবন মালিক সোহেল রানাসহ ওই ভবনের পাঁচ পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ধারার শাস্তির সুপারিশ করা হবে। আগামী বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সচিবের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হবে।

তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার রোববার সাংবাদিকদের এ কথা জানান।

সোহেল রানার যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভবন ধসের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী স্থানীয় মেয়র, কাউন্সিলর, সংশ্লিষ্ট প্রকৌশলীসহ অন্যদের বিরুদ্ধেও একই সুপারিশ করা হবে বলে জানান মাইন উদ্দিন ।

তিনি জানান, পোশাক খাত নিয়ে সরকারকে কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ দেবে কমিটি।

মাইন উদ্দিন বলেন, ‘ওই জমি বাজেয়াপ্ত করে এর অর্থ পঙ্গু-ক্ষতিগ্রস্ত যারা আছেন এবং যারা মারা গেছেন, তাদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য সুপারিশ করব।’

বিস্তারিতঃেএখানে

তথ্য সূত্রঃ প্রাইম খবর

বিষয়: বিবিধ

৯১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File