শাহ আমানত বিমান বন্দর বিকেল চারটা থেকে বন্ধ

লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ১৫ মে, ২০১৩, ০১:৪৮:০৪ দুপুর

চট্টগ্রাম শাহ আমানত (রHappy আন্তর্জাতিক বিমান বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম বুধবার বিকেল চারটা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মহাসেন’র প্রভাবে চট্টগ্রামে ৭ নম্বর বিপদ সংকেত জারির পর এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে জানানো হয়, বিকেল চারটার পর শাহ আমানত থেকে কোনো বিমান উড্ডয়ন কিংবা অবতরণ করবে না। এর আগে উড্ডয়ন ও অবতরণ সিডিউলে থাকা বিমানগুলো উঠানামা করতে পারবে।

বৈঠকে উপস্থিত শাহ আমানত বিমান বন্দরের ওসি (ইমিগ্রেশন) মো. ওমর ফারুক সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৭ নম্বর বিপদ সংকেত জারির পর দুপুর ১২টায় বিমান বন্দরে জরুরি বৈঠক ডাকেন এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার রফিউল হোসেন । এতে পুলিশের এডিসি (ইমিগ্রেশন) রবিউল হোসেন ভূঁইয়া, সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলামসহ বিভিন্ন অ্যায়ারওয়েজের স্টেশন ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

এদিকে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এরিমধ্যে বন্ধ রাখা হয়েছে কক্সবাজার বিমান বন্দরের সব ধরনের কার্যক্রম

বিস্তারিতঃ এখানে

তথ্য সূত্রঃ প্রাইম খবর

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File