আবার তোরা মানুষ হ
লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ০৮ আগস্ট, ২০১৫, ০৪:২৬:৫৭ বিকাল
আবার তোরা মানুষ হ জনপ্রিয় একটি চলচ্চিত্রের নাম বর্তমান সময়ে ছোট্ট এই বাক্যটি আমাদের পিছু তাড়া করছে, আর আমরাও এর থেকে দূরত্ব বাড়াতে সবেগে ছুটে চলছি মানুষ নামক শব্দের সাথে আমাদের দূরত্ব বেড়েছে অনেক দূরত্ব এতই বেড়েছে যে, এর সাথে সচরাচর দেখাও মিলছেনা আমরা একেকজন পশুতে রুপ নিয়েছি…. না পশু নয়, পশুরা জানতে পারলে আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে পশুরা দাবী করবে তারা এত নীচু নয় দাবীও যুক্তিসংগত তাহলে কিসের সাথে তুলনা করা যায়? খুঁজে পাচ্ছিনা কোন শব্দ সাধারণ ব্যবহৃত শব্দটিই ব্যবহার করছি অমানুষ মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ সেরা আর অমানুষ এর সম্পূর্ণ বিপরীত
সমরনীতি অনুযায়ী যুদ্ধক্ষেত্রে নারী ও শিশুরা নিরাপদ শত্রু-মিত্র উভয় পক্ষই তাদের নিরাপত্তা দিতে বাধ্য যদিও মাঝে মধ্যে এর ব্যত্যায় ঘটে ঘটলেও সেই হত্যাকাণ্ডগুলো নৃশংসতার মাধ্যমে ঘটানো হয়না কিন্তু আমাদের সমাজের এ কী হল! নৃশংসতার নিত্য নতুন রুপ প্রকাশ হচ্ছে আজ একরুপ দেখছিতো কাল ভিন্ন রুপ! নতুন মাত্রা পুরোন ঘটনাকে ভুলিয়ে দিচ্ছে খোলা রাস্তায় লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা, বেডরুম পাহারা দিতে না পারায় সাংবাদিক দম্পতি হত্যা, উল্লাস করে পিটিয়ে শিশু রাজন হত্যা, পানিতে ডুবিয়ে শিশু হত্যা, পায়ুপথে হাওয়া ঢুকিয়ে শিশু রাকিব হত্যা এমনকি মায়ের পেটে নিরাপদে থাকা শিশুর গুলিবিদ্ধ হওয়া! গাড়িতে-বাড়িতে-অফিসে ধর্ষণের শিকার হচ্ছে নারী আজ আপনার বোন ভিকটিম, আমি তামাসা দেখছি কাল আমার বোন ভিকটিম, আপনি তামাসা দেখছেন ধর্ষিত আমাদের বিবেক এর বাইরে আরেকটি গ্রুপ টিভি শোতে এসে টকটক করে প্রতিবাদ করে দায়মুক্তির চেষ্টা করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী মুগুর (শক্তি) আর অর্থের কাছে দায়বদ্ধ Industrial Business এ পড়েছিলাম, শ্রম আদালতে শ্রমিকরা যখন তাদের অধিকার প্রশ্নে কোন অভিযোগ করে তখন মালিকপক্ষ বারবার সময় চায়, এতে মামলায় দীর্ঘসূত্রীতার সৃষ্টি হয় একসময় শ্রমিকপক্ষ হাল ছেড়ে দেয় এছাড়াও মালিকপক্ষের অর্থকড়ি নিয়ে সমস্যা না থাকায় এর সুব্যবহার করতে পারে অন্যদিকে শ্রমিকপক্ষ অর্থ সংকটের কারণে নিজেদের গুটিয়ে নেয় ওই Philosophy এখন অন্যান্য মামলায় প্রয়োগ হচ্ছে, যার ফলে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে কথা আর না বাড়াই, তামাসা দেখায় মনোযোগ দেই প্রতিরোধ! দরকার নেই Oil your own machine….
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন