ফেসবুক ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা।
লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ২২ জুন, ২০১৫, ০৭:৩২:২০ সন্ধ্যা
আমার বন্ধু M.I. সে খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আছে। অন্যের ফেসবুক ওয়াল থেকে তাকে টেগ করা হয়, সেটাতে ক্লিক করার পর তার প্রোফাইল থেকে অনাকাংখিত content দিয়ে ফ্রেন্ড লিস্টের অন্য সবাইকে auto টেগ করা হচ্ছে। এ নিয়ে তার মান-সম্মান হুমকির সম্মুখীন। সেইসাথে তার এই টেগ করা content এ কেউ ক্লিক করলে তারও একই অবস্থা হবে। তার থেকে যাবে তার ফ্রেন্ড লিস্টে সবার কাছে। tag review on করা থাকলেও কোন লাভ নেই। এভাবেই একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি এমনই ভাইরাস ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তাই টেগ করা কোন content এ ক্লিক করা থেকে সাবধান।
বিষয়: বিবিধ
২০১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন