৫ই মে কোন হত্যাকাণ্ড হয়নি।

লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ০৫ মে, ২০১৫, ০৫:০০:৪২ বিকাল

মনে কি পড়ে ৫ই মে আজকের এই দিনে কী ঘটেছিল মতিঝিল শাপলা চত্বরে? নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল ইসলাম বিদ্বেষী ক্ষমতালোভী একটি পক্ষ যারা ইতিপূর্বে বিডিআরে গনহত্যায় প্রশ্নের সম্মুখীন। আলেমগণকে হত্যার পর তারা এবং তাদের অন্ধ অনুসারীরা বলেছিল সেখান থেক তাদের সরিয়ে দেয়া হয়েছিল! মানবাধিকার সংগঠন অধিকার রিপোর্ট প্রকাশ করেছিল, নুন্যতম ৫০ জনকে সেদিন হত্যা করা হয়েছিল। রিপোর্ট প্রকাশের অপরাধে আটক করা হয় অধিকারের চেয়ারম্যনকে। এরপর ৭১-র ঘাতক দালাল নির্মূল কমিটি (যার সভাপতি ৭১ এ পাকিস্তানীদের মুরগি সরবরাহ করত বিধায় তাক মুরগী কবির বলা হয়) বলল অধিকার ভূল রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে এতজন মারা যায়নি। কতজন মারা গিয়েছে (মারা হয়েছে)? তারা বলেছে ৩৯জন! (সম্ভবত, এই মুহূর্তে মনে নেই কতজনের কথা বলেছিল) খুনিদের দোসরদের জবানিতেই প্রমান হয় সেদিন একটি গণহত্যা হয়েছিল। নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু গণহত্যা হয়েছিল এই বিষয়ে সন্দেহ নেই। ইন্টারনেটে গণহত্যার ভিডিও ফুটেজ রয়েছে।

বাংলার জমিনে এই গণহত্যার বিচার হবে কি? হে আল্লাহ যারা আলেমগণকে হত্যা করেছে, বিভিন্নভাবে অপমান-নির্যাতন করছে, এবং যারা মুসলমান লেবাসধরে এ সকল কর্মকাণ্ড সমর্থন করছে। তাদের হেদায়েত দান কর, অন্যথায় প্রত্যেককেই তাদের পুরষ্কার এই জমিনেও দান কর।

আমাদেরও তোমার নির্দেশিত পথে চলার তৌফিক দান কর। আমীন। ৫ই মে সহ যাদের তোমার দ্বীনের জন্য জীবন দিতে হয়েছে প্রত্যেককেই শহীদের মর্যাদা দান কর। আমীন।

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File