৫ই মে

লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ০৫ মে, ২০১৪, ০৬:২৪:২৫ সন্ধ্যা

আজ ৫ই মে। যারা আলেমদের হত্যা করেছে তাদের বিচারের ভার আল্লাহর কাছে ছেড়ে দিলাম, যেহেতু তাদের বিরুদ্ধে প্রতিরোধের ক্ষমতা আমার নেই। সেই শহীদগণের জন্য দোয়া করার সাহস এই অধমের হচ্ছে না, কারণ তারাতো জান্নাতী হয়ে গেছে। আর এই অধমেরতো জান্নাতের নিশ্চয়তা নাই। তারপরও দোয়া করতে যেহেতু ছোট-বড় লাগেনা সেহেতু একটু সাহস নিয়ে দোয় করছি, হে আল্লাহ তুমি শহীদের জন্য জান্নাত নিশ্চিত করেছ, তুমি তাদের সেই জান্নাত দান কর। তোমার দেয়া হক্বের পথে চলে আমাদেরও জান্নাতী হওয়ার তওফীক দান কর। আমীন।

বিষয়: বিবিধ

৯৫১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217789
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
আঁধার কালো লিখেছেন :
অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান।
217803
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ৫ই মে রাতে হেফাজতের কোমর ভেঙ্গে দিয়েছে সরকার। তাই তো এক বছরেও তারা কোমর সোজা করে দাড়াতে পারছে না।
217807
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ৫ মে থেকে শুধুই লাশ পাওয়া গেছে কিন্তু প্রথমে ভেবেছিলাম দেশে বুঝি ঐক্যের একটা পথ হলো কিন্তু না বাস্তবে শুধুই লাশ।
আল্লাহ সকল শহীদকে কবুল করুন। .. আমিন
217809
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
ছিঁচকে চোর লিখেছেন : ৫ই মে সারাদেশে হেফাজতের লেজ গুটিয়ে পলায়ন দিবস পালন করা উচিত। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
217813
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
েনেসাঁ লিখেছেন :
217818
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
পুস্পিতা লিখেছেন : প্রতিরোধের সাহস যদি থাকে ক্ষমতাও একদিন অর্জিত হবে। তাই চেষ্ঠা না করে বিচারের ভার আল্লাহর হাতে দিয়ে শুধু দোয়াতে কোন ফল আসবে না।
217854
০৫ মে ২০১৪ রাত ০৮:২০
বাংলাদেশ টাইমস্ লিখেছেন : হম্। ঘরে বসে দোয় করলে লাভ নেই। মাঠে নেমে আন্দোলন করলে আল্লাহ সফলতা দেয় না দেয়ার প্রশ্ন আসে। ঘরে বসে থাকলেতো সফলতা পাওয়া না পাওয়ার প্রশ্ন নেই।
217914
০৫ মে ২০১৪ রাত ১০:০৮
হতভাগা লিখেছেন : যত অভিযোগ আনুক না কেন একজন আলেমের হত্যারও তো ফুল প্রুফ প্রমান কেউ দিতে পারে নাই ।
217999
০৬ মে ২০১৪ সকাল ০৮:০৪
বাংলাদেশ টাইমস্ লিখেছেন : হাসিনা গদি থেকে নামুক দেখবেন প্রমান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File