হেফাজতে ইসলামের মহাসমাবেশ শেষে লাঠি নিয়ে প্রস্তুত শাহবাগ।
লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ০৭ এপ্রিল, ২০১৩, ০২:৩২:২৩ দুপুর
গতকাল বিকেলে শাহবাগের মুখপোড়া মিডিয়ায় বলতেছিল যে তারা জানতে পেরেছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শেষে শাহবাগ আক্রমন করা হবে। এ জন্য সবাইকে লাঠি নিয়ে প্রস্তুত থাকতে বলেন!
এটা টিভিতে দেখার পর আমি বলেছিলাম এই কুলাঙ্গার যা বলছে সবই মিথ্যা। এই কথা বলার উদ্দেশ্য হল, সমাবেশ শেষে লোকজন যাবে এরা তাদের উপর হামলা করার পরিকল্পনা করছে। [img]http://www.bdtomorrow.net/blog/bloggeruploadedimage/leoyousuf/1365317042.jpg[/img আরে কুলাঙ্গাররা কাল যদি তোদের উপর হামলার ঘোষনা দিত তবে তোদের কউ বাঁচাতে পারতোনা। মনে রাখবা সুযোগ দেয়ার মানে দুর্বলতা নয়।
সর্বশক্তি প্রয়োগ করে বাধা দেয়ার পরও এই অবস্থা। বাধা না পেলে কী হত! এখনও সময় আছে, সাধু সাবধান। এরপর বাধা দিতে চাইলে প্রস্তিুত থাকবে।
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন