গ্রেনেড/ ককটেল বিস্ফোরণে পুলিশের কব্জি বিছিন্ন

লিখেছেন লিখেছেন ভিন্নমত ০১ এপ্রিল, ২০১৩, ০৪:৫৮:১১ বিকাল

দেশে কী ঘটিতেছে কিছুই বুঝিতেছিনা , প্রতিনিয়ত নব নব ঘটনা পূর্বের ঘটনাকে ঢাকিয়া দিতেছে । একটি ঘটনা নিয়া চিন্তা শুরু করিয়া কূলকিনারা করার আগেই নতুন ঘটনা মাথায় ঢুকিয়া মাথা আউলা-ঝাউলা হইয়া যাইতেছে ।

এখন চিন্তা করেতেছি গ্রেনেড/ ককটেল বিস্ফোরণে পুলিশের কব্জি বিছিন্ন হওয়ার ঘটনা নিয়া । টিভি মিডিয়ায় সবায় শিবিরকে দোষারোপ করিয়া রিপোর্ট করিল ব্যাতিক্রম এনটিভি ও দিগন্ত টিভি, তাহারা কহিল পুলিশের এস আই সাউন্ড গ্রেনেট ছুড়িতে গিয়া হাতের মধ্যে তাহা বিস্ফোরিত হইয়া এ ঘটনা ঘটে ।

টিভিতে দেখিলাম শিবির ককটেল ফুটাইতেছে, আবার ককটেলে আহত হইলে তো হাতে কেনো আহত হইবে? ককটেল তো মাটিতে পড়ার আগে বিস্ফোরিত হয় না । নিক্ষিপ্ত ককটেল ক্রিকেত বলের ন্যায় ক্যাচ ধরার কোন কারন দেখি না । আমি নাখান্দা দর্শক কী বুঝিব? আমি কী ঘটনার সময় উপস্থিত ছিলাম ? উপস্থিত ছিল টিভি ক্যামেরা ম্যান ও রিপোর্টের তারা যাহা বলিবে তাহা সত্য ।

আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের রীতি অনুযায়ী তাহাদের মধ্যে বেশিরভাগ যাহা বলিবে তাহা সত্য বলিয়া গৃহীত হইবে ।

বিষয়: রাজনীতি

১৫১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File