কেন তাহারা পিতৃ হত্যার বিচার চাহেনা ?

লিখেছেন লিখেছেন ভিন্নমত ১৪ এপ্রিল, ২০১৩, ০৫:২৫:১৬ বিকাল



শাহ এস এম কিবরিয়া সকল মহলের কাছে সম্মানীত ব্যাক্তি,সাবেক এ অর্থ মন্ত্রী নিজে মৃদ ভাষী ছিলেন আবার মৃদ ভাষণ নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। তাঁর সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা বেশভালো ছিলো । শুধু সিলেট কেন সারা দেশবাসী তাঁর মৃত্যুতে নির্বাক হয়ে গেছিলো । সবার ধারনা আদর্শিক ভাবে মোকাবেলা করতে না পেরে কাপুরুষেরা তাকে হত্যার পথ বেছে নেয় । তাঁর মৃত্যুর পর তারই সুযোগ্য স্ত্রী আসমা কিবরিয়া এক ব্যাতিক্রমী আন্দোলন শুরু করেন, উক্ত আন্দোলনের নাম ছিলো সম্ভবত "নীলিমা" । প্রতি বৃহস্পতি বার নীল পোশাক পরে শুরু হয় অহিংস শান্তিপূর্ণ প্রতিবাদ ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি সহ নাগরিক সমাজের নেতারা তাঁর সাথে সহমর্মিতা জানিয়ে সরিক হতেন নীলিমায়। হত্যাকান্ডের জন্য সবার আঙ্গুল ছিলো বি এন পি-জামাত জোট সরকারের দিকে, তাদের ধারনাকে সত্যি প্রমান করে তৎকালীন সরকার দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার ব্যাবস্তা করেনি । আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলো, শাহ এস এম কিবরিয়ার পুত্র সংসদ সদস্য হল, নীলিমা আন্দলন বন্ধ হলো ।

আহসানউল্লাহ মাস্টার দেশবরন্য শ্রমিক নেতা । শ্রমিকের অধিকার আদায়ে এমন নেতা ২য়টি পাওয়া জাবেনা । এ মহান নেতাকে হত্যা জোট সরকারের এর এক কালো অধ্যায় । আহসানউল্লাহ মাস্টার এর বড় পুত্র জাহিদ আহসান রাসেল বর্তমান সংসদের একজন " সংসদ সদস্য" পিতার অকাল মৃত্যু তাকে রাজনীতির মাঠে নিয়ে এসেছে ।

কতো বছর সময় লাগে একটি মামলার তদন্ত শেষ করতে ? নাকি হত্যার পেছনে লুকিয়ে আছে অন্য কোন রহস্য ?

মানুষ সবকিছুর সাথে আপোষ করতে পারে, কিন্তু পিতার হত্যাকারীদের সাথে কি আপোষ সম্ভব ? আমাদের ২ জন মাননীয় সংসদ সদস্য কে নিয়ে আমরা ধুম্রজালে আছি । বিষয়টি খোলাসা করে তাদের অবস্তান সবার কাছে পরিস্কার করা তাদেরি দায়িত্ব ।

বিষয়: রাজনীতি

১৪০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File