উল্টা বুঝিল রে গরু ----
লিখেছেন লিখেছেন নিশানা ১২ এপ্রিল, ২০১৩, ০৮:৩০:০৯ রাত
১) যখন জামায়াত-শিবির,বি,এন,পি, হেফাজত লাঠি মিছিল করে তখন আওয়ামী সাংবাদিকলীগ খবর শিরোনাম করে 'সস্বশ্ত্র ও জংগী মিছিল' । পক্ষান্তরে প্রজম্ম চত্বরের বেজন্মরা লাঠি মিছিল করলে সেটা হয় 'প্রতীকি লাঠি মিছিল'
২) গনরোষ থেকে বেচে যাওয়া আওয়ামী এম.পি কামাল মজুমদার আর.টিভির নারী সাংবাদিককে প্রহার করলে বেহায়া নারীবাদীরা মুখে কুলূপ এটে থাকে, পক্ষান্তরে হেফাজতের মিছিলে আছাড় খেয়ে পড়ে যাওয়া ই.টিভির আহত নারী সাংবাদিককে নিয়ে আওয়ামী সাংবাদিকলীগ ও বেহায়া সংসারত্যাগী নারীবাদীরা কি খেলাই না দেখাচ্ছে ।
৩) বি.এন.পি-জামায়াত-হেফাজত সরকারের অপ শাসনের বিরোদ্ধে হরতাল অবরোধ দিলে আওয়ামী সাংবাদিকলীগের কাছে সেটা হয় নাশকতা এবং তার বিরোদ্ধে চলে পুলিশ-আওয়ামী ক্যাডারদের মারদাংগা এ্যাকশন ,পক্ষান্তরে
গনজাগরন মঞ্চ হরতাল দিলে সেটা হয় দেশ রক্ষার প্রতীক এবং প্রশাসনের নিরাপত্তার চাদরে ঢাকা হরতাল ।
বাহ ! কি আজব খেলাই না দেখছি স্বপ্নের সোনার বাংলাদেশে
বিষয়: বিবিধ
১৭৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন