আমি চেয়েছিলাম শান্তিময় এক দেশ
লিখেছেন লিখেছেন এস আর চৌধুরী ২৮ মার্চ, ২০১৩, ০৬:১৭:১১ সন্ধ্যা
আমার অনেকদিনের আশা, আমার সোনার বাংলা হবে সত্যিই এক সোনার বাংলাদেশ । যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না । সকল ধর্ম, বর্ণ, জাতি, পেশার মানুষ মিলে কাজ করবো এক অভিন্ন লক্ষ্যে । ভুলে যাবো সকল হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, সংঘাত ।
কিন্তু কোথায় সে চাওয়া, কোথায় সে পাওয়া । এ যেন আশায় গুরে বালি । বর্তমান সময়ে বৃহৎ রাজনৈতিক দলগুলোর কর্মকান্ডই আমকে সবচেয়ে বেশী হতাস করেছে । রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্বহীনতাই সবচেয়ে বেশী নিরাশার জন্ম দিয়েছে ।
আমি অনেক আশাবাদি হতে চাই, কিন্তু কিভাবে ? কোন সম্ভারনা কি আছে ? আমি জানি না ।
বিষয়: বিবিধ
১০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন