শুধু ধ্বংসের ইতিহাস।

লিখেছেন লিখেছেন এস আর চৌধুরী ০৯ মে, ২০১৩, ১০:৫৫:২১ রাত



ভাবছি একটি কবিতা লিখবো!

কিন্তু কিভাবে?

যেখানে গোলাপে গন্ধ নেই, গাছে গাছে শুকনো পাতা,

নয়নে নদীর জল,

নেই কোকিলের সুমধুর কন্ঠ, প্রজাপতি রঙ,

দলহীন শতদল।

*

তাহলে একটি গল্প লিখবো!

কিন্তু কিভাবে?

যেদিকে তাকাই শুধু সহিংসতা, নৃশংসতা,

হিংসা, হানাহানি।

লাশ আর অভিলাষ, অসত্য-অনাচার,

স্বার্থের টানাটানি।

*

তাই ভাবছি,

আর কবিতা কিংবা গল্প নয়,

লিখবো ইতিহাস,

ছেলেহারা মায়ের কান্না, বুকভরা আর্তনাদ আর,

ধ্বংসের ইতিহাস।

---*---

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File