দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া!

লিখেছেন লিখেছেন এস আর চৌধুরী ১৯ এপ্রিল, ২০১৩, ০৭:১৪:১৪ সন্ধ্যা



মাইক্রোবাসে আমরা পরিবারের কয়েকজন। শহরের রাস্তা দিয়ে চলছে মাইক্রো । রাস্তার দুই দিকে প্রকৃতির অপার সৌন্দর্য। সবুজ শ্যামলিমা বেষ্টিত পাহাড়ের টিলা, ধার দিয়ে পিচ ঢালা রাস্তা। দুপাশে মাঝে মাঝে কিছু ঘর-বাড়ি, অট্টালিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে। চোখে পড়ে যেন রং তুলিতে আঁকা সাজানো গোছানো বিস্তির্ণ চা বাগানের নয়নাভিরাম দৃশ্য । বিকেলের সোনা ঝরা রোদ্দুরে ফুটে উঠেছে সিলেটের মোহনীয় রূপ মাধূর্য। মোহাবিষ্টের মতো অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে কখন যে পৌঁছে গিয়েছি বুঝতেই পারিনি।



এইতো সিলেট পর্যটন মোটেল! হঠাৎ বলে উঠলো চালক । তাকিয়ে দেখি গাড়িটি পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে লাগলো। দুই ধারে সারি সারি গাছ, মৃদু মন্দ বাতাসে হেলিয়ে দুলিয়ে অভিবাদন জানাচ্ছে । হযরত শাহজালালের (রঃ) পূন্যভূমির অপার সৌন্দর্য হাতছানি দিচ্ছে । প্রকৃতির অকৃত্রিম লিলা মানুষের হাতের ছোঁয়ায় হয়ে উঠেছে আরো প্রানোবন্ত । এক অকৃত্রিম অভ্যর্থনায় জেগে উঠলো এক রোমাঞ্চকর অনুভূতি । ধীরে ধীরে উঠে গেলাম পাহাড়ের শীর্ষে, পর্যটন মোটেলের দোরগোড়ায় । সিলেট পর্যটন মোটেলের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এটি একদম পাহাড়ের উপরে।



(পাহাড়ের চুড়ায় অবস্থিত পর্যটন মোটেলের একাংশ)

চুড়ায় অবস্থিত অত্যন্ত সাজানো গোছানো পরিপাটি পর্যটন মোটেলের অবয়ব। মোটেলে থাকারও সুব্যবস্থা আছে। মোটেলে বাহিরে দাঁড়ালেই চোখে পড়ে বিস্তির্ণ পাহাড়ি এলাকা । কোথাও উচু, কোথাও নিচু। কোথাও আবার ঢালু হয়ে মিলে গেছে সমতল ভূমিতে। হাটতে গিয়ে চোখে পড়লো গোল মতো ছাউনি ওয়ালা অনেক বসার স্থান। বসলেই এক অপূর্ব অনুভূতি । যে দিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ। পরম করূণাময়ের সৃষ্টি মহিমা। বিচিত্র প্রকৃতি মিলেছে দূর দিগন্তে । পুরো শহরটিই দেখা যায় এখান থেকে ।



(পর্যটন মোটেলের উঠান থেকে পুরো সিলেট শহর)



(পর্যটন মোটেলের উঠান থেকে দূর পাহাড়ের সৌন্দর্য)



(অপরূপা পাহাড় মিলেছে দূর দিগন্তে)

হঠাৎ চোখে পড়লো এক নতুন স্থাপনা দূর পাহাড়ের ঢালুতে । অনেক জনসমাগমও পড়লো নজরে। নিরব নিস্তব্ধ পরিবেশে এক প্রাণচঞ্চলতা । অকৃত্রিম পরিবেশে এক কৃত্রিম সৌন্দর্যের হাতছানি । সবাই মিলে পা বাড়ালাম সেদিকে। ক্রমেই নিচের দিকে নামতে নামতে পৌঁছে গেলাম সেখানে।



(দূরে দেখা যাচ্ছে শিশুদের বিনোদন কেন্দ্র Adventure World)

এটি একটি শিশুদের বিনোদন কেন্দ্র, নাম এ্যাডভেন্চার ওয়ার্ল্ড (Adventure World) , পাহাড়ে বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এক নতুন আকর্ষণ । হাজারো শিশুর কলকাকলিতে মুখর এক তীর্থভূমি । আমাদের শিশুরাও আনন্দে উৎফুল্লে উদ্বেলিত হলো সেই সৌন্দর্য সাগরের মাঝে ।









আমাদের ঘরের পাশেই এতো সুন্দর মনোরম দর্শনীয় স্থান রয়েছে এত দিন তা জানা ছিল না । মনে হলো রবী ঠাকুরের সেই কবিতার লাইন গুলি:

বহু ব্যয় করি

বহু পথ ঘুরি

দেখিতে গিয়াছি পর্বতমালা

দেখিতে গিয়াছি সিন্ধু

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

ঘর হতে শুধু দুই পা ফেলিয়া

একটি ধানের শীষের ওপর

একটি শিশির বিন্দু...

*

বিষয়: বিবিধ

৩৮৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File