৬ই এপ্রিলের লং মার্চের সফলতা কামনায়..............
লিখেছেন লিখেছেন রাংগামাটি থেকে তাসফিহা ৩১ মার্চ, ২০১৩, ০২:৪০:০৩ দুপুর
এদেশের জনগন একটা বিষয়ে অবশ্যই একমত যে,শাহবাগে তরুন প্রজন্মরা যে দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছিল তা কিন্তু যুদ্ধাপরাদিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবির জন্য না, তা আমরা নির্ধিদায় আমরা বলতে পারি ইসলামের বিরুদ্ধে,কোরআন-সুন্নাহ এর বিরুদ্ধে এবং সর্বোপরি আল্লাহ ও তার প্রিয় হাবিব মোহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে। নাস্তিক ব্লগার রাজিব হত্যার পর যখন শাহবাগীদের কূ-কর্ম,নাস্তিকতা ফুটে ওঠেছে ঠিক তখনি এদেশের তৌহিদী জনতা তাদের প্রিয় প্রভূ মহান আল্লাহ এবং প্রিয় বন্ধু মোহাম্মদ (সাঃ) এর প্রতি ভালবাসার টানে এদেশের নাস্তিক লালন-পালনকারী এই নব্যবাকশালীয় সরকার এবং শাহবাগের নাস্তিকদেরকে এই প্রিয় মাতৃভূমি থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন শুরু করেন। তারই ধারাবাহিকতায় আমাদের দেশের সন্মানিত আলেম হাটহাজারী মাদ্রাসার সন্মানিত প্রধান মাওলানা আহম্মদ শফি সাহেব আগামী ৬ই এপ্রিল রাজধানীমুখে লং-মার্চ করার ঘোষনা দেন।
ঠিক এই মুহুর্তে আমাদের উচিত লং-মার্চে যোগদান করা এবং আমাদের মধ্যে থেকে যারা এই লং-মার্চে যোগদান করতে পারবেনা তাদের উচিত লং-মার্চ সফল হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা।
সর্বশক্তিমান আল্লাহ এই লং-মার্চকে সফল করুক। আমিন।
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন