আল্লাদ্রোহী মানুষদের সম্পর্কে মহান আল্লাহর বানী।
লিখেছেন লিখেছেন রাংগামাটি থেকে তাসফিহা ০৩ এপ্রিল, ২০১৩, ১২:০৩:৪৬ দুপুর
"আর এটি একটি অকাট্য সত্য যে, বহু জিন ও মানুষ এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি।তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না৷ তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না৷ তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না৷তারা পশুর মত বরং তাদের চাইতেও অধম৷ তারা চরম গাফলতির মধ্যে হারিয়ে গেছে"। (সূরা-আ'রাফ,আয়াত-১৭৯)
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন