মৌন এবং বিশাল এক হাতি - ১
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১০ অক্টোবর, ২০১৪, ০৯:১৬:৪৪ সকাল
সেদিন ছিল শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন। মৌনর বাবা তাকে চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে গেলেন। এটা ছিল তার জন্যে জীবনের প্রথম কোনো এক জায়গায় এক সঙ্গে এতগুলো বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা। চিড়িয়াখানার ভেতর বিভিন্ন স্থানে ঘুড়তে ঘুড়তে তারা একটা হাতির খাঁচার সামনে গেল।
তারা দেখল, একটা বাচ্চা হাতি তার সুঁড় দিয়ে কিছু একটা তোলার জন্য চেষ্টা করছে কিন্তু বারবার তা পড়ে যাচ্ছে। মা হাতিটা এসে প্রতিবারই তাকে সাহায্য করছে।
হঠাৎ করে মা হাতিটা দেখতে পেল যে, মৌনরা তাকিয়ে তাকিয়ে তাদেরকে দেখছে। তখন মা হাতিটা তাদের দিকে এগিয়ে এলো। বলল, তুমি যে বাচ্চা হাতিকে দেখছ তার বয়স কিন্তু খুবই কম। সে এখনও জানে না যে কীভাবে সুঁড় ব্যবহার করতে হয়। তার বয়স ১২ বছর না হওয়া পর্যন্ত সে আমাকে ছেড়ে চলে যাবে না। আমি তাকে প্রথম ৬ মাস শেখাবো কীভাবে সুঁড় ব্যবহার করতে হয়। সুঁড় দিয়ে কত কাজ করা যায় ইত্যাদি।
মৌন এতক্ষণ অবাক ভাবে মা হাতিটার বাংলায় বলা কথা শুনছিল। পাশে তাকিয়ে দেখল, বাবা হাতির ছবি তোলা নিয়ে ব্যস্ত। দুরু দুরু বুকে সে হাতিটাকে বলল, আমি সব সময় অবাক হই আর ভাবি যে তোমরা এতবড় সুঁড়টা নড়াচড়া কর কীভাবে? তোমাদের ভারী লাগে না? এটা কী কাজের জন্য ব্যবহার কর? আচ্ছা, তোমরা কী এটা দিয়েই নিশ্বাস নাও? তোমার কোনো নাক দেখতে পাচ্ছি না কেন?
খুব সুন্দর প্রশ্ন করেছ মৌন। এই যে আমাদের সুঁড় দেখছ, এটা আমাদেরকে অন্য আর সকল প্রাণী থেকে আলাদা করেছে।
মা হাতির মুখে নিজের নাম শুনে মৌন একটু অবাক হয়ে গেল। কিছুটা ভয়ও পেল। হাতি যে কথা বলতে পারে কোনোদিন তো শোনেনি। তার ওপর সে নাম ধরে সম্বোধন করছে। একবার ভাবল, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে না তো? না, সে তো জেগেই আছে। বাবার সাথে চিড়িয়াখানায় এসেছে। তাড়াতাড়ি সে ডাকল, বাবা, এদিকে এসো।
(চলবে)
*** [আগামী একুশে বইমেলায় (২০১৫) ছোট্ট সোনামনিদের জন্য প্রকাশিতব্য আমার বইয়ের একটি গল্প আপনাদের মূল্যায়ন ও মতামতের জন্য উপস্থাপন করলাম। ধারাবাহিকভাবে সবগুলিই উপস্থাপনের ইচ্ছা আছে। আশা করি, আপনাদের মূল্যবান মতামত আমার কাজে লাগবে।]
বিষয়: সাহিত্য
১১০৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
আগামী কোন একটায় দীর্ঘ মন্তব্য করার আশা রাখি ইনশাআল্লাহ
সাইফ ভাই, শুধু ফাঁকিবাজি করে আর কতদিন?
যাক, আপনার মন্তব্যের আশায় থাকলাম।
আবু সাইফ বড্ড বিপদে আছে- আপনাদের নেকনজর কাম্য
শুধু ফাঁকিবাজি করে আর কতদিন? : কৈফিয়ত
আমার আগের লেখাগুলো কী পড়েছিলেন? 'মুগ্ধ আর এক কচ্ছপ' শিরোনামে।
মন্তব্য করতে লগইন করুন