ঈদ মোবারক

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৯ জুলাই, ২০১৪, ০১:৫৪:৪৮ রাত

ভিশু ভাইয়ের উৎসাহ ও পরিকল্পনায় আমরা শুরু করেছিলাম রমজান নিয়ে আলোচনা। দেখতে দেখতে মাস শেষ হয়ে গেল, আলোচনাও জমল বেশ কিন্তু আমার লেখা তো এখনও শেষ হলো না। যাক, আফসোস নেই। ভাবছি, রমজানের আগে থেকেই আমি শুরু করেছিলাম আমার লেখা, শেষ হবার পরেও না হয় চলল - মন্দ কী? রমজান মাসের ফরজ রোযার পর শাওয়াল মাসেও ৬টা নফল রোযা আছে না? চিন্তা কিসের আমার লেখা চলবে......।

তবে হ্যাঁ, একটা বিষয় আমি নিশ্চিত ভাবেই বলতে পারি। সেটা হলো, আমার এবারের রমজান আমার সারাজীবনের অন্য যে কোনো রমজানের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। বুঝতেই পারলাম না ১টা মাস কোনদিক দিয়ে চলে গেল।

আগামী কাল ঈদ। অবশ্য অনেক দেশে আজই ঈদ পালিত হয়েছে। সকলকে ঈদ মোবারক।

ঈদ এলেই আমরা নিজেদের জন্য, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের জন্য কিছু কেনা-কাটার চেষ্টা করি। সত্যি কথা বলতে কি এবার আমার কিছু আর্থিক সীমাবদ্ধতা ছিল। কাজেই অন্যান্যবারের মতো প্রাণ খুলে মানুষের জন্য কেনাকাটা করতে পারিনি। তারপরও যা কিনেছি তারমধ্যে আমাদের বাসার ২জন দারোয়ান ছিল। ১জন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং অন্যজন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ডিউটি করে। যে দিনের বেলায় থাকে তার নাম আতর আলী, আর যে রাতে থাকে তার নাম দুলাল। সকালে মার্কেটে যাবার সময় আতর আলীকে ডেকে বললাম. পাঞ্জাবী নিবেন নাকি শার্ট? সে লাজুকভাবে বলল, আপনার যেটা পছন্দ। আমি বললাম, আপনি বুঝে দেখেন কোনটা আপনার কাজে লাগবে? সব সময় তো শার্ট পরেন, পাঞ্জাবী পরার সময় কই? তখন সে বলল, হ স্যার, ঠিকই কইছেন, শার্ট হলেই ভালো হয়। দুলালকে আর জিজ্ঞেস করার সুযোগ পেলাম না, যেহেতু সন্ধ্যায় ডিউটিতে আসবে।

মার্কেট থেকে পছন্দ করে ২টা শার্ট কিনলাম সুন্দর কালারের যেন আমি পরতে পারি। বাসায় ফিরে গেটে আতর আলীকে বললাম, একটু পরে উপরে আসবেন। মিনটি দশেক পরে সে এলো। তাকে ২টা শার্ট দেখিয়ে বললাম, দেখেন আপনার কোনটা পছন্দ হয়। সে দেখে একটা পছন্দ করল। আমি বললাম, যদি মাপে কোনো সমস্যা হয় কিংবা রং পছন্দ না হয় তাহলে চেঞ্জ করে আনতে পারব, দোকানে বলে এসেছি। সে বলল, না স্যার, খুব সুন্দর হইছে। সে সময় তার চোখেমুখে যে খুশির আভা দেখেছিলাম তাতে খুব ভালো লাগল।

সন্ধ্যার পর বাইরে থেকে ফেরার পথে গেটে দুলালকে পেলাম। তাকেও বললাম মিনিট দশেক পরে উপরে আসতে। কিছু সময় পরে কলিং বেল বাজলে বুঝলাম সে এসেছে। দরজা খুলে শার্টের প্যাকেটটা তার হাতে দিয়ে বললাম, আপনাকে তো আর চয়েস দিতে পারলাম না। দেখেন পছন্দ হয়েছে কিনা। না হলে চেঞ্জ করে আনতে পারব। সে খুব খুশি মন নিয়ে বলল, স্যার খুব সুন্দর হইছে। কথার সাথে সাথে তার সারা চোখে মুখে যে খুশির দিপ্তী ছড়িয়ে পড়তে দেখলাম, তা দেখেই বললাম, আলহামদুলিল্লাহ। ঠিকই তো, আল্লাহ ওটুকু সামর্থ দিয়েছিল বলেই তো পারলাম একটা দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে।

আমার সারা দেহ-মন ভরে গেল অন্য রকম একটা আনন্দে। শার্টের দাম কিন্তু খুব বেশি ছিল না। আমাদের দেশের এই গরীব-অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটাতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। অথচ আমরা সেটাই পারি না। কত অল্পেই এদেরকে সন্তুষ্ট করা যায়। আমার কেন জানি মনে হচ্ছে, আমার এবারের রমযান সার্থক হয়েছে। অন্তত ২জন অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে তো পেরেছি। চলুন, আমরাও সকলে এভাবে অসহায়, অভাবগ্রস্ত, দরিদ্র মানুষদের মুখে হাসি ফুটাবার জন্য চেষ্টা করি।

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249275
২৯ জুলাই ২০১৪ দুপুর ০১:০৪
আফরা লিখেছেন : ঈদ--মোবারক ।
৩০ জুলাই ২০১৪ সকাল ০৮:২৮
193783
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : Thanks Aframoni. Eid Mubarak.
249328
২৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৪
আহ জীবন লিখেছেন : ছোট এক কদম দিয়েই বিশ্ব বিজয় শুরু করা যায়।

ঈদ মোবারক।
৩০ জুলাই ২০১৪ সকাল ০৮:৩০
193784
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : Thik tai. Othocho amra setai pari na.
Eid Mubarak Apu.
৩০ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৯
193789
আহ জীবন লিখেছেন : আপনাকে আবারো ঈদের শুভেচ্ছা।

কথা হইতাছে গিয়া ভাই আমি ভাই।
৩০ জুলাই ২০১৪ সকাল ০৯:০৪
193791
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : Sorry, eto nick er arale ke je vai ar ke bon mone rakha mushkil.
৩০ জুলাই ২০১৪ সকাল ১০:৪২
193801
আহ জীবন লিখেছেন : এটা সমস্যা না। কিন্তু কেমন যেন লাগে তাই-------------।
249329
২৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
বুড়া মিয়া লিখেছেন : আপনার লেখা চলতে থাকুক ...
ঈদের উপহার দু’টো খুব সুন্দর দিয়েছেন ...
আর আপনাকেও ঈদ-মুবারক।
৩০ জুলাই ২০১৪ সকাল ০৮:৩১
193785
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : Thanks. Pls pray for me.
249335
২৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঈদ মোবারক Good Luck Rose
৩০ জুলাই ২০১৪ সকাল ০৮:৩৩
193786
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : Shaheen bhai, apni ki deshe esechhen? Eid kemon katlo?
৩০ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৪
193861
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাই দেশে যাওয়ার প্লান আছে ,,প্রবাসের ঈদ কেমন সেটা আর কি বলার আছে
৩১ জুলাই ২০১৪ রাত ০১:১৬
193961
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আপনার কোনো এক লেখায় যেন পড়েছিলাম দেশে আসার কথা। তাই জিজ্ঞেস করেছিলাম।
249366
২৯ জুলাই ২০১৪ রাত ০৯:২৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ধন্যবাদ পিলাচ ঈদ মোবারক।
৩০ জুলাই ২০১৪ সকাল ০৮:৫২
193788
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : Eid Mubarak apnakeo, Ganjam bhai.
249428
৩০ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ জুলাই ২০১৪ সকাল ০৯:০০
193790
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : Apnar valo legechhe Jene Amar o valo laglo sabuz bhai. Eid kemon katlo?
249582
৩০ জুলাই ২০১৪ রাত ০৮:৫১
আবু জান্নাত লিখেছেন : দেশের যত % মানুষ গরীব তার ছেয়ে অনেক বেশী % মানুষ ধনী, তাই যদি প্রত্যেক ধনী মানুষ ২/৩ জন গরীব মানুষকে টাকা পয়সা জামা কাপড় দিয়ে খুশি করতে চায়, তখন তো আমাদের এই ছোট দেশে দুঃখি মানুষ থাকবে না। কিন্তু আফসোসের বিষয় আজকাল বেশীর ভাগ ধনীরা গরীবের সহায়তা তো দূরের কথা, ফরজ যাকাৎ পর্যন্ত আদায় করে না, (আল্লাহ তায়ালা সকলকে দ্বীনি বুঝ দান করুক।)আপনাকে ঈদ মোবারক
৩১ জুলাই ২০১৪ রাত ০১:১৪
193960
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আবু জান্নাত ভাই, একবার আমার এক বন্ধু মুফতি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে শুনেছিলাম, সঠিকভাবে যাকাত আদায় হলে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা যাকাত বাবদ আদায় হবার কথা। তাই যদি হয় তাহলে ৫ বছর পর বাংলাদেশে যাকাত নেবার জন্য কাউকে পাওয়া যাবে না। অর্থাৎ, সকলেই হবে যাকাত দাতা - যাকাত গ্রহীতা বলে কেউ থাকবে না।
249672
৩১ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৫
আবু জান্নাত লিখেছেন : ঠিক বলেছেন।
250078
০২ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৪
আমি মুসাফির লিখেছেন : রমজানের ঐ রোজার শেসে এল খুশীর ঈদ নজরুল ইসলামের এই গানটি যখন টিভিতে প্রচার শুরা হয় চোখের পানি ধরে রাখতে পারি না। বাড়িতে মনটা চলে যায় কিন্তু প্রবাসে বসে শুধই যেন ঈদের অনুভুতিগলো অনুভুত হয় । আনমনা হয়ে যায়।
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:০১
194916
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমরা আপনার সঙ্গে আছি মুসাফির ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File