ঃ রমজান আলোচনা ঃ পর্দা (পর্ব - ৮)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৩ জুলাই, ২০১৪, ০৩:৩৫:৩৯ দুপুর
এবার তিনি পানির সামনে হেভি মেটাল মিউজিক বাজালেন। উপরের ছবিতে দেখুন, পানির আণুবীক্ষণিক আকার তখন কেমন দেখাচ্ছে। তাঁর মতে, এটা স্রেফ দুঃখজনক একটা ছবি।
পানির সামনে ক্ল্যাসিক্যাল মিউজিক বাজানোর ফলে এর আণুবীক্ষণিক কাঠামোতে যে পরিবর্তন হলো সেটা লক্ষ্য করুন।
এবার তিনি লোক-সঙ্গীত বাজালেন। উপরের ছবিতে দেখুন এর আণুবীক্ষণিক কাঠামোতে এবার কেমন পরিবর্তন হয়েছে। ভাল ভাবে আরো খেয়াল করে দেখুন হেভি মেটাল এর তুলনায় ক্ল্যাসিক্যাল এবং লোক-সঙ্গীত এর ক্ষেত্রে পানির আণুবীক্ষণিক কাঠামোতে যে পরিবর্তন হয়েছে তা অনেক বেশি ভাল দেখাচ্ছে। অর্থাৎ, বিকট শব্দে পানির ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি অংশও ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে।
(চলবে)
বিষয়: বিবিধ
১৪৫৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন