ঃ রমজান আলোচনা ঃ পর্দা (পর্ব - ১)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ০৬ জুলাই, ২০১৪, ১২:৪৬:২০ রাত

পর্দা পালন একটি ফরজ ইবাদত। নামায, রোজা, হজ্ব, যাকাত যেমন ফরজ ঠিক তেমনিভাবে পর্দা মেনে চলাও ফরজ। কাজেই নামায ছেড়ে দিলে মানুষ যেমন গুনাহগার হয় ঠিক সেভাবেই পর্দা ছাড়া চলাফেরা করলেও গুনাহগার হতে হয়। পর্দা শুধু নারীর জন্যই নয় বরং নারী-পুরুষ উভয়ের জন্যই।

আলহামদুলিল্লাহ টুডে ব্লগে পর্দা সম্পর্কে কয়েকটা লেখা পড়ার সুযোগ আমার হয়েছে। খুব ভালো লেগেছে।

যেহেতু এ সম্পর্কে আলোচনার সুযোগ পেয়েছি তাই আমার ইভটিজিং - কারণ ও প্রতিকার বই থেকে উল্লেখযোগ্য অংশগুলি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি, পাঠক অনেক কিছুই নতুন পাবেন।

বিভিন্ন ধর্মে পর্দার বিধান



ইসলাম ধর্ম ঃ

কুরআনুল কারীম থেকে ঃ


অর্থ ঃ হে বনী আদম! আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি, যা তোমাদের লজ্জাস্থানকেও আবৃত করে এবং বেশ-ভূষার উপকরণও হয়; এবং তাকওয়ার পোশাক, এটিই সর্বোত্তম। এটা আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম নিদর্শন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। (সুরা আরাফ - ৭ ঃ ২৬)

অর্থ ঃ হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে সে ঘরের লোকদের অনুমতি না নিয়ে ও তার বাসিন্দাদের প্রতি সালাম না করে কখনো প্রবেশ করো না; (নৈতিকতা ও শালীনতার দিক থেকে) এটা তোমাদের জন্য উত্তম পন্থা (আল্লাহ তোমাদের এসব বলে দিয়েছেন), যাতে করে তোমরা (কথাগুলো) মনে রাখতে পারো। (সুরা নূর - ২৪ ঃ ২৭)

অর্থ ঃ (ঘরের দরজায় গিয়ে) যদি তোমরা কাউকে সেখানে না পাও, তাহলে সেখানে প্রবেশ করো না, যতোক্ষণ না তোমাদের (ঘরে ঢোকার) অনুমতি দেয়া হবে, যদি (কোন অসুবিধার কথা জানিয়ে) তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে তোমরা অবশ্যই (বিনা দ্বিধায়) ফিরে যাবে, এটা তোমাদের জন্যে উত্তম; তোমরা (যখন) যা কিছু করো, আল্লাহ তা‘আলা সে সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন। (সুরা নূর - ২৪ ঃ ২৮)

অর্থ ঃ হে নবী! আপনি মুমিন পুরুষদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। এটা তাদের জন্য উত্তম। নিশ্চয়ই তারা যা করে, আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। (সুরা আল নূর - ২৪ ঃ ৩০)

অর্থ ঃ হে নবী! আপনি মুমিন নারীদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে; তারা যেন সাধারণভাবে যা উন্মুক্ত থাকে তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। আর তারা যেন তাদের চাদর দ্বারা স্বীয় গ্রীবা ও বক্ষদেশ আবৃত করে রাখে। তারা যেন নিজেদের সৌন্দর্য কারো কাছে প্রকাশ না করে এদের ছাড়া - তাদের স্বামী, পিতা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নিকটস্থ মহিলা, নিজেদের মালিকানাধীন-অনুগত দাসী, যৌনকামনামুক্ত পুরুষ এবং এমন বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ; আর তারা যেন নিজেদের গোপন সাজ-সজ্জা প্রদর্শন করার জন্য জোরে পদচারণা না করে। হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তওবা কর, যেন তোমরা সফলতা লাভ করতে পার। (সুরা আল-নূর - ২৪ ঃ ৩১)

অর্থ ঃ হে নবী! আপনি আপনার পত্নীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের মুখমন্ডলের ওপর টেনে দেয়। (এটি অধিকতর উপযোগী পদ্ধতি) এতে সহজেই তাদের পরিচয় পাওয়া যাবে। ফলে তারা নির্যাতিতা হবে না। আর আল্লাহ হলেন অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। (সুরা আহ্‌যাব - ৩৩ ঃ ৫৯)

অর্থ ঃ হে নবীর স্ত্রীগণ! তোমরা সাধারণ স্ত্রীলোকদের মতো নও। তোমরা যদি আল্লাহকে ভয় করো, তবে পর পুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। যাতে দুষ্টু মনের কোনো ব্যক্তি খারাপ আশা পোষণ করতে না পারে বরং সোজা সোজা স্পষ্ট কথা বলো। আর তোমরা নিজেদের ঘরে অবস্থান করবে, পূর্বেকার জাহেলিয়াতের যমানার (নারীদের) মতো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না। নামায কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো। আল্লাহ তাই চান যে, তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পরিপূর্ণরূপে পবিত্র রাখতে। (সুরা আহ্‌যাব - ৩৩ ঃ ৩২-৩৩)

অর্থ ঃ তোমাদের ছেলেরা যখন বুদ্ধির পরিপক্কতা পর্যন্ত পৌঁছবে, তখন তারা যেন অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে। যেমন তাদের বড়রা অনুমতি নিয়ে ঘরে ঢোকে তাদের পূর্বে। এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের সামনে উন্মুক্ত করে দেন, তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। (সুরা নূর - ২৪ ঃ ৫৯)

অর্থ ঃ যারা পছন্দ করে যে, মুসলমানদের মধ্যে নির্লজ্জতার প্রসার হোক, তাদের জন্যে পৃথিবীতেও যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখেরাতেও। আল্লাহই জানেন, তোমরা জানো না। (সুরা নূর - ২৪ ঃ ১৯)

অর্থ ঃ যে সকল অতি বৃদ্ধা স্ত্রীলোক পুনরায় কোনো বিবাহের আশা পোষণ করে না, তারা যদি দোপাট্টা খুলে রাখে তাহলে তাতে কোন দোষ নেই। তবে শর্ত যে, বেশভূষা প্রদর্শন করা যেন তাদের উদ্দেশ্য না হয়। এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করা তাদের জন্য মঙ্গলময়। আর আল্লাহ সবকিছুই জানেন ও শুনেন। (সুরা নূর - ২৪ ঃ ৬০)

অর্থ ঃ তোমরা তার (অন্যের) পত্নীদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। (সুরা আহ্‌যাব - ৩৩ ঃ ৫৩)

(চলবে)

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242111
০৬ জুলাই ২০১৪ রাত ১২:৫৪
কবরের ডাক লিখেছেন : খুব ভালো লেগেছে। আসুন, আমরা ভাই-বোনেরা সকলে পর্দা পালন শুরু করি আমাদের নিজেদের স্বার্থেই। আশা করি সামনে আরো ভালো কোনো তথ্য পাব।

কবরে যাবার ডাক পড়ার আগেই যেন আমরা আমলগুলো বুঝে শুনে করতে পারি।
০৬ জুলাই ২০১৪ রাত ১২:৫৬
187950
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। সাথেই থাকুন।
242139
০৬ জুলাই ২০১৪ রাত ০৪:১৫
আফরা লিখেছেন : পর্দা নারী-পুরুষ উভয়ের ফরজ ।ধন্যবাদ ভাইয়া ।
০৬ জুলাই ২০১৪ সকাল ১০:৩৮
188053
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ তোমাকেও।
242144
০৬ জুলাই ২০১৪ রাত ০৪:৪২
সন্ধাতারা লিখেছেন : Very beautiful presentation and discussion. Jajakalla khairan.
০৬ জুলাই ২০১৪ সকাল ১০:৩৮
188054
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
242173
০৬ জুলাই ২০১৪ সকাল ০৬:০৬
কথার_খই লিখেছেন : ধন্যবাদ লেখাটির জন্য ভাল লেগেছে
০৬ জুলাই ২০১৪ সকাল ১০:৩৯
188055
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আল্লাহর কথা ভালো লাগারই কথা। আমি শুধু সংগ্রহ করেছি।
242184
০৬ জুলাই ২০১৪ সকাল ০৬:১৫
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
এসব গুরুত্বপূর্ণ আহবান ছড়িয়ে দেয়ার পাশাপাশি দরকার সবারই যথাসম্ভব মানসম্পন্ন আমলের! ধন্যবাদ আপনাকে!
০৬ জুলাই ২০১৪ সকাল ১০:৪০
188056
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : দোয়া চাই সকলের যেন ঠিক মতো আমল করে তাঁর পছন্দের বান্দাদের কাতারভুক্ত হতে পারি।
242206
০৬ জুলাই ২০১৪ সকাল ০৬:৫৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে। যাযাকুমুল্লাহ।
০৬ জুলাই ২০১৪ সকাল ১০:৪০
188057
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আলহামদুলিল্লাহ।
242240
০৬ জুলাই ২০১৪ দুপুর ১২:০৯
রাইয়ান লিখেছেন : মাশা আল্লাহ ! আল্লাহ আমাদের পরিপূর্ণভাবে হিজাব পালনের তাওফিক দিন।
০৬ জুলাই ২০১৪ দুপুর ০২:৫০
188106
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমীন।।
242252
০৬ জুলাই ২০১৪ দুপুর ০১:৩২
আমি মুসাফির লিখেছেন : পর্দা ফরজ এ কথাটি কেন যে আমাদের মা বোনেরা বুঝেনা তা আমার বুঝে আসেনা। এত সচেতনতার পরেও তাদের কেন শুভবুদ্ধি হয় না ?
আপনার এ উদ্যোগটি নতুন করে সবার কাজে লাগুক এ কামনা করি।
ধন্যবাদ
০৬ জুলাই ২০১৪ দুপুর ০২:৫১
188107
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আল্লাহ আমাদের সকলকে তাঁর নির্দেশ যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমীন।।
242282
০৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪১
কবরের ডাক লিখেছেন : এ বিষয়গুলো আমাদের মাঝে বেশি বেশি প্রচার হওয়া উচিত। আমাদের মা-বোনদের বুঝানো উচিত। কারণ আল্লাহর দেয়া ফরজ বিধান চোখ বন্ধ করে যে মানতেই হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বরং সন্দেহ হলেও ঈমান থাকবে না। তবে আমাদের ঈমান যেহেতু অনেক দূর্বল তাই বাস্তব সম্মত বৈজ্ঞানিক ব্যাখ্যা জানলে আমাদের মানতে আরো সুবিধা হয়। আগামীতে এমন কোনো পোষ্ট কী আপনার কাছে আশা করতে পারি?
১০
242285
০৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৫
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সাথেই থাকুন ভাই কবরের ডাক। আপনি সব সময় আমাকে ভয় পাইয়ে দেন। তবুও ভালো আপনাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে।
ধৈর্য ধরুন, সামনে যে পোষ্ট আসবে তাতে আশা করি আপনার আশা পূরণ হবে। আল্লাহর কাছে দোয়া করুন আমার জন্য।
১১
242330
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রামাদানের আলোচনায় আপনার পর্দা সম্পর্কের আলোচনাটি অনেক গুরুত্ব বহন করতেছে ,ধন্যবাদ ভাইয়া।
০৬ জুলাই ২০১৪ রাত ১১:৩৬
188238
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ প্রবাসী ভাই। আমাদের সহযাত্রায় শামিল হোন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File