ঃ "রমজান আলোচনা" ঃ "আসসালাতু মিফতাহুল জান্নাতি ওয়াল ওদ্বু মিফতাহুস সালাতি " নামাজ বেহেস্তের চাবি আর ওযু নামাযের চাবি ঃ পর্ব - ২
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৭ জুন, ২০১৪, ১১:১০:৩২ সকাল
প্রশ্ন ঃ অযুতে ফরজ কয়টি?
উত্তর ঃ অযুতে ৪টি ফরজ। যথা ঃ
(১) কপালের চুল থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কান থেকে অপর কান পর্যন্ত মুখমন্ডল ধোয়া
(২) উভয় হাত কনুইসহ ধোয়া
(৩) মাথার চারভাগের একভাগ মাসাহ করা এবং
(৪) টাখনুসহ উভয় পা ধোয়া।
[সূত্র ঃ তা‘লীমুল ইসলাম - ২য় খন্ড]
প্রশ্ন ঃ অযুতে সুন্নত কয়টি?
উত্তর ঃ অযুতে ১৩টি সুন্নত। যথা ঃ
(১) নিয়ত করা
(২) বিসমিল্লাহ পড়া
(৩) প্রথমে তিনবার উভয় হাত কব্জি পর্যন্ত ধোয়া
(৪) মিসওয়াক করা
(৫) তিনবার কুলি করা
(৬) তিনবার নাকে পানি দেয়া
(৭) দাড়ি খিলাল করা
(৮) হাত ও পায়ের আঙুল খিলাল করা
(৯) প্রত্যেকটি অঙ্গ তিন তিনবার করে ধোয়া
(১০) একবার সম্পূর্ণ মাথা মাসাহ করা অর্থাৎ ভেজা হাত ফেরানো
(১১) উভয় কান মাসাহ করা
(১২) ধারাবাহিকতার সাথে অযু করা এবং
(১৩) পর পর অযু করা অর্থাৎ একটি অঙ্গ শুকানোর পূর্বেই অন্য অঙ্গ ধুয়ে নেয়া।
[সূত্র ঃ তা‘লীমুল ইসলাম - ২য় খন্ড]
প্রশ্ন ঃ অযুতে মুস্তাহাব কয়টি?
উত্তর ঃ অযুতে ৫টি বিষয় মুস্তাহাব। যথা ঃ
(১) ডান দিক থেকে শুরু করা, কোনো কোনো আলিম এটিকে সুন্নতে পরিগণিত করেছেন এবং এটাই বলিষ্ঠ মত
(২) ঘাড় মাসাহ কবা
(৩) অযুর কাজগুলো নিজে সম্পাদন করা অর্থাৎ অন্য কারো সাহায্য না নেয়া
(৪) কেবলামুখী হয়ে বসা এবং
(৫) পাক ও উঁচু জায়গায় বসে অযু করা।
[সূত্র ঃ তা‘লীমুল ইসলাম - ২য় খন্ড]
প্রশ্ন ঃ অযুতে কয়টি বিষয় মাকরূহ?
উত্তর ঃ অযুতে ৪টি বিষয় মাকরূহ। যথা ঃ
(১) নাপাক জায়গায় অযু করা
(২) ডান হাতে নাক পরিস্কার করা
(৩) অযু করার সময় দুনিয়াবী কথাবার্তা বলা এবং
(৪) সুন্নতের খেলাপ বা বিপরীত অযু করা।
[সূত্র ঃ তা‘লীমুল ইসলাম - ২য় খন্ড]
প্রশ্ন ঃ কয়টি কারণে অযু ভেঙ্গে যায়?
উত্তর ঃ ৮টি কারণে অযু ভেঙ্গে যায়। সেগুলোকে ’নাওয়াকেদ্বে ওয়াদ্বু’ তথা অযু ভঙ্গকারী কারণ বলা হয়। যথা ঃ
(১) পায়খানা, পেশাব করা কিংবা পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া
(২) বাতকর্ম অর্থাৎ পেছনের রাস্তা দিয়ে বায়ু নির্গত হওয়া
(৩) দেহের কোনো জায়গা থেকে রক্ত কিংবা পূঁজ বের হয়ে প্রবাহিত হওয়া
(৪) মুখ ভরে বমি করা
(৫) শুয়ে কিংবা কোনো কিছুতে হেলান দিয়ে ঘুমানো
(৬) রোগ কিংবা অন্য কোনো কারণে অজ্ঞান হয়ে পড়া
(৭) মাজনুন অর্থাৎ পাগলা হয়ে যাওয়া এবং
(৮) নামাজের মধ্যে উচ্চস্বরে হাসা।
[সূত্র ঃ তা‘লীমুল ইসলাম - ২য় খন্ড]
(চলবে)
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন