বিশ্বকাপ ফুটবল ২০১৪

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১০ জুন, ২০১৪, ১২:৩০:০৮ দুপুর

আর মাত্র ১দিন পরই শুরু হচ্ছে স্বপ্নের বিশ্বকাপ ফুটবল ২০১৪। প্রতিবারই যখন এভাবে বিশ্বকাপ ফুটবল খেলা আসে তখন সারা দেশ বিশেষ করে ঢাকার আকাশ ছেয়ে যায় রং-বেরঙের পতাকায়। প্রতিযোগিতা চলে কে কত বড় পতাকা বানাতে পারে। অথচ এখনও আমাদের দেশের কত শিশু খেতে পায় না।



বাংলাদেশে বিভিন্ন দেশের ফুটবল টিমের সমর্থক আছে। বিশেষ করে অনেক সময় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কথাও শোনা যায়। এ বিষয়গুলো আমাকে বেশ ভাবায়। কার জন্য আমরা নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হই? কার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে পতাকা বানাই? ইদানিং শুধু বাড়ির ছাদেই নয় গাড়িতেও্ অনেকে তার প্রিয় টিমের পতাকা লাগায়।

আমার প্রশ্ন হলো, এটা কি কোনো স্বাধীন দেশের মানুষের মানসিকতা হতে পারে? খেলা ভালো লাগে দেখে কোনো টিমের প্রতি দূর্বলতা থাকা এক বিষয় আর মাতামাতি অন্য বিষয়।

লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত যে লাল-সবুজের পতাকা তাকে ফেলে অন্য কোনো পতাকা নিয়ে মাতামাতি আমার কাছে কখনোই গ্রহনযোগ্য মনে হয় না। আমাদের এ মানসিকতার পরিবর্তন দরকার। আমরা শুধু আমাদের গর্বের পতাকাই উড়াবো, অন্য কারো নয়। খুব ভালো লাগল যশোরে প্রশাসন থেকে নির্দেশ দেয়া হয়েছে ২৪ ঘন্টার মধ্যে সব পতাকা নামিয়ে ফেলতে। এর নামই মুক্তিযুদ্ধের চেতনা। শুধু রাজাকার বিরোধী কথাই মুক্তিযুদ্ধের চেতনা নয়।



আসুন্, আমরা সকল অপচয় রোধ করে সৃষ্টির কল্যাণের চিন্তা করি, পরকালে যে জবাবদিহী করতে হবে তার প্রস্তুতি নিতে শুরু করি। আল্লাহ আমাদের সকলের সহায় হোন।

বিষয়: বিবিধ

২৪৩৫ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233206
১০ জুন ২০১৪ দুপুর ১২:৪১
হতভাগা লিখেছেন : ধ্বংসাত্মক কাজে বাংলাদেশীদের জুড়ি নেই ।

কোন গঠনমূলক বা সৃষ্টিশীল কাজে তাদের পাওয়া যাবে না এতটা ।

যারা খেলে তাদের মধ্যেও তো এতটা পাগলামী আসে না ।

দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠও বন্ধ ঘোষনা করা হয় এসময়ে যেটা স্বয়ং স্বাগতিক দেশেও হয় না !

আবেগ দিয়ে যদি সবকিছু জয় করা যেত তাহলে বাংলাদেশ অন্তত একবার হলেও বিশ্বকাপ জয় করতো । আবেগ থাকলে যে কিছু হয় না , করেই দেখাতে হয় বাংলাদেশ সেটার এক উতকৃষ্ট উদাহরণ ।

আর এজন্য ফুটবলসহ অন্য সব কিছুতে বাংলাদেশ এই সব অংশগ্রহকারী দেশগুলোর চেয়ে পিছিয়ে ।
১০ জুন ২০১৪ দুপুর ০১:১৭
179869
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমাদের এ পাগলামী ছাড়া উচিত।
233237
১০ জুন ২০১৪ দুপুর ০১:৩৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
১০ জুন ২০১৪ দুপুর ০২:০৯
179877
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
233245
১০ জুন ২০১৪ দুপুর ০১:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আমরা কোন বিষয়ে নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলি।
১০ জুন ২০১৪ দুপুর ০২:০৯
179879
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : এই বাড়াবাড়িটা নিয়ন্ত্রণ করা উচিত।
233259
১০ জুন ২০১৪ দুপুর ০২:২৮
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
১০ জুন ২০১৪ দুপুর ০৩:৪৪
179907
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : কি ভালো লেগেছে ভাই? ফুটবল নিয়ে মাতামাতি? না, অন্যের পতাকা নিয়ে ছ্যাবলামি?
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
180025
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনি যে এই বিষয়টা নিয়ে লিখেছেন এটাই মুলত। এই বিষয়টা নিয়ে আমিও লিখেছি আমার পাতায় চাইলে পড়তে পারেন।
১১ জুন ২০১৪ সকাল ০৯:৫০
180205
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : তাই? খুবই ভালো লাগল শুনে। আমাদের সকলেরই এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত।
233333
১০ জুন ২০১৪ বিকাল ০৫:১৮
আফরা লিখেছেন : প্রিয় কোন দল নেই খেলাও দেখি না তাই এসব নিয়ে কোন মাথা ব্যাথাও নেই ।ধন্যবাদ ভাইয়া ।
১১ জুন ২০১৪ সকাল ০৯:৫০
180206
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ আপু।
233361
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হতভাগা লিখেছেন : ধ্বংসাত্মক কাজে বাংলাদেশীদের জুড়ি নেই ।
233388
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
আতিক খান লিখেছেন : সহমত, ধন্যবাদ।
১১ জুন ২০১৪ সকাল ০৯:৫১
180207
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
233448
১০ জুন ২০১৪ রাত ১১:১৭
সবুজেরসিড়ি লিখেছেন : সহমাত . . .
১১ জুন ২০১৪ সকাল ০৯:৫১
180208
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
233520
১১ জুন ২০১৪ রাত ০১:৪৪
Mujahid Billah লিখেছেন : জীবনের চলার পথে হয়ত বা মনের
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
১১ জুন ২০১৪ সকাল ০৯:৫২
180209
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমি আপনার এ প্রস্তাবের সাথে সম্পূর্ণ সহমত পোষণ করছি। আমারও বক্তব্য এটাই।
১০
233527
১১ জুন ২০১৪ রাত ০১:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরা হুজুগী দেশের মানুষ
১১ জুন ২০১৪ সকাল ০৯:৫২
180210
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : হুজুগে বাঙালী।
১১
233678
১১ জুন ২০১৪ দুপুর ০১:২৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ফুটবল ভালো লাগে, তাই দেখি, মাঝে মাজে খেলিও। কোন একটা দলকে সার্পোটও করি তাই বলে পতাকা তোলতে হবে, বাড়াবাড়ি করতে হবে, এগুলো আমার কাছে ওয়ান কাইন্ড অফ ছাগলামী।
আপনাকে ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য
১১ জুন ২০১৪ দুপুর ০২:২৫
180316
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। আমাদের সকলকে এভাবে সতর্ক হতে হবে। একটা দেশের জাতীয় পতাকা হাসি খেলার বিষয় নয়। একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে অন্য দেশের পতাকা টানায় কীভাবে এবং কোন্ বুদ্ধিতে তা আমার বুঝে আসে না।
১২
233960
১১ জুন ২০১৪ রাত ১০:৫৩
সাদাচোখে লিখেছেন : আমার মনে পড়ছেনা - ছাত্রজীবনের কোন পাঠ্য বইতে কিংবা কোন পরীক্ষায় জাতীয় পতাকা, এর ব্যবহার এবং এর অপমান ইত্যাদি সংশ্লিষ্ট কখনো কিছু পড়েছি কিংবা জেনেছি। যদি কিছু জেনে থাকি তবে সেটা নিজ উদ্যোগে কিংবা নন অথরিটিটিভ সোর্স হতে।
না জানা থাকলে স্বভাবতঃই মানুষ তার বুদ্ধি ও বিবেক তাড়িত হয়ে কাজ কর্ম করে। সচেতনতা সৃষ্টি করলে মানুষ ভুল বুঝতে পারে।

গত কয়েক দশক ধরে যেখানে আমরা এ পতাকা উত্তোলন ট্রেন্ড দেখছি - সরকারী কর্মকর্তা হতে শুরু করে বাংলাদেশের পলিসি মেকার রা যেখানে এটা সম্পর্কে সাম্যক অবগত হয়ে আছেন - সেখানে তারা কেন এর প্রতিকারে যথাযথ দায়িত্ব পালন করেন নি - সেটা আমার কাছে বড় মনে হয়, তাদেরকে দায়িত্বজ্ঞানহীন, অনুপোযুক্ত মনে হয় - যতটা না জানা, না বোঝা, অহমিকাপূর্ন দেখানেওয়ালা গণমানুষকে মনে হয়।

তারপর ও আশা করি আপনার মত যারা এ নিয়ে লিখছেন তারা একদিন বাংলাদেশের পলিসি মেকারদের সম্ভিৎ ফেরাতে পারবেন আর মসজিদের ইমামদের মুখ দিয়ে বলাতে পারবেন - অপচয় কারী শয়তানের বন্ধু, যারা ভীন দেশী পতাকা বানায় আর তার প্রতিবেশী না খেয়ে থাকে সে আসলে এ উম্মাহভুক্ত নয় ইত্যাদি।
ধন্যবাদ।
১২ জুন ২০১৪ দুপুর ১২:৫০
180801
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : তোমার কথা সম্পূর্ণ সঠিক। আসলে আমাদের পাঠ্যপুস্তকে কোথাও এ সম্পর্কে কিছু বলা হয়নি। আমি স্কাউটিং করতে গিয়ে শিখেছি। এটা সকলেরই জানা প্রয়োজন। তবে অনেক মসজিদে ইমাম সাহেব বয়ানের মাঝে বলে থাকেন। আমি নিজে শুনেছি।
১৩
234681
১৪ জুন ২০১৪ দুপুর ১২:০১
আমি মুসাফির লিখেছেন : হুজুগ এ বাঙালী বলে কথা । এরা চিন্তা করে খুব কম। এমন মাতামাতি আর হয়ত কোন দেশে নেই ।
অপচয়ের কথাটা কয়জন মাথায় রাখে ?

ধন্যবাদ সচেতনতামুলক পোষ্টের জন্য।
১৪ জুন ২০১৪ দুপুর ১২:২৫
181367
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ ভাই আমি মুসাফির।
১৪
235355
১৬ জুন ২০১৪ দুপুর ১২:৪৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই একবার আপনের এহানে মুন্তব্য করেছিলুম। লিংক দেওনের জন্য আপনেরে ধন্যবাদ দিলুম দোসরা মরতাবা।
মুই আইজকে মার্কেটে যামু বৌয়ের লিগ্যা এক্কান শাড়ী কিনবার জন্য। আপনে আমারে এক্কান পরামর্শ দেন কুন দেশের পতাকা দিয়ে তৈরী শাড়ীটা কিনলে ভাল অইবো? আই মিন চ্যাতনা উৎলাইয়া প্রকাশ করতে পারমু?
১৬ জুন ২০১৪ দুপুর ০১:১৩
181941
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : না। আপনার লেখাটাও আমি মনোযোগ দিয়ে পড়েছি। খুব ভালো লিখেছেন। আপনি নিশ্চয়ই পতাকার ব্যবহার সম্পর্কে আমার চেয়েও ভালো জানেন। মন চাইলে লাল-সবুজ রংঙের পোশাক কিনতে পারেন। তবে তা যেন অবশ্যই পতাকা না হয়। পতাকার নিজস্ব একটা ব্যবহার এবং ব্যবহার বিধি আছে। এর ব্যতিক্রম হওয়া উচিত নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File