জিয়া হলের প্রাক্তন ছাত্রদের ১ম সম্মীলনী

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ০৭ জুন, ২০১৪, ১২:০৭:০৪ দুপুর

গতকাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাক্তন ছাত্রদের ১ম সম্মীলনী অনুষ্ঠান। বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হলের বর্তমান প্রাধ্যক্ষ জনাব আ ব ম ফারুক স্যারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর জনাব আ আ ম স আরেফিন সিদ্দিক।

প্রত্যাশার চাইতেও অনেক বেশি ছাত্রের উপস্থিতিতে শুরু থেকেই আবেগঘন ও প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। ২০-২৫ বছর পর পুরনো বন্ধু, সহপাঠি আর রুমমেটদেরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে ওঠেন। পুরো অ্নুষ্ঠান জুড়েই ছিল বিভিন্ন স্মৃতিচারণসহ আরা নানা রকমের ইভেন্ট। সন্ধ্যায় ছিল স্ন্যাকস এর ব্যবস্থা। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র এবং শেষ পর্বে ডিনার।

কাকতালীয়ভাবে র্যাফেল ড্র-তে আমি একটা পুরস্কার পেয়ে যাই। জীবনে প্রথম কোনো লটারী বা র্যাফেল ড্র-তে এ রকম পুরস্কার। তাও পেলাম কী, জানেন? একটা আফটার শেভ লোশন, যা আমার কোনো কাজেই আসবে না।

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231757
০৭ জুন ২০১৪ দুপুর ১২:৩১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : নিম্নেরগুলান পরিস্কার করণের পর হয়তো কাজে আসতে পারে।
০৭ জুন ২০১৪ দুপুর ০২:৪৬
178546
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : হা হা হা। হাসব না কাঁদব বুঝতে পারছি না।
232315
০৮ জুন ২০১৪ দুপুর ০২:২৬
প্যারিস থেকে আমি লিখেছেন : টম এন্ড জেরির গল্পের মত।
০৮ জুন ২০১৪ বিকাল ০৫:৩৫
179128
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : কি জানি...
232454
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
ইবনে আহমাদ লিখেছেন : জীবনে প্রথম পেয়েছেন। তাতে কী? এটাও একটা সৃতি। আগামীর কোন অনুষ্ঠানে তা বলবেন। কম কীসের।
০৯ জুন ২০১৪ সকাল ১১:০৬
179376
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ইনশাআল্লাহ বলব।
232612
০৯ জুন ২০১৪ রাত ১২:৫২
সাদাচোখে লিখেছেন : জেনে ভাল লাগলো। আমি প্রায় সাড়ে ৩ বছর ৫১১ তে ছিলাম। বিশ্ববিদ্যালয়ের চমৎকার কিছু স্মৃতির অনেকগুলো ই জিয়া হল কেন্দ্রিক ছিল। মিস করছি মুকুল ভাই, মনির ভাই, আলম ভাই, তপন সহ অনেককে।
০৯ জুন ২০১৪ সকাল ১১:০৯
179378
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ৫১১ কে ছিলেন? আলম ভাই, মণিকে মিস করছেন? কে ভাই আপনি? আপনি যদি ঐ সময়েরই হয়ে থাকেন তাহলে আমাকে তো আপনার অবশ্যই চেনার কথা। আমি কোনো ছদ্মনাম ব্যবহার করিনি। আমি ৫১৪ তে ছিলাম। আর আলম ভাই, মণি, আমিনুল ছিল ৫১২ তে। এ্যানি ভাই ছিলেন ৫১১ তে।
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
179606
সাদাচোখে লিখেছেন : ঠিক বলেছেন ভাই। আমি এ্যানী ভাই, সেলিমভাই, আরিফ ভাই ও মাঈনুদ্দীন ভাইয়ের রুম মেট ছিলাম। আমার নাম মামুন, আমি ব্যাডমিন্টান খেলতাম। ১৯৯২ সালের ডাকসুর আন্তঃ হল এ্যাথলেটিক্ষ ইত্যাদিতে আমি জিয়া হল হতে সর্বোচ্চ ৪টি পুরুষ্কার পেয়েছিলাম। এ্যানীভাই রুম ছেড়ে চলে গেলে পর - হল কর্তৃপক্ষ ওনার বেড টি আমার নামে বরাদ্ধ করেছিল আর আরিফ ভাইয়ের বেড টি টাংগাইলের হানিফ ভাইয়ের নামে।

শাব্বির ভাই - আমি সম্ভবতঃ আপনার চেহারা মনে করতে পারছি। কিন্তু আলম ভাই, মনি ভাইয়ের সাথে আমার রাজনীতি, ধর্ম সহ ঐ সময়ের সমসাময়িক ইস্যু নিয়ে অনেক লম্বা আড্ডা হত ও কথা হত - আপনার সাথে অমন করে কথা হত না - সম্ভবতঃ আমি ভাবতাম আপনি আমার অনেক সিনিয়র।

আসসালামুআলাইকুম।
১০ জুন ২০১৪ সকাল ০৯:৩৮
179800
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ওয়ালাইকুম সালাম। সম্ভবত আমি এবার চিনতে পেরেছি। ৫১১ তে ফর্সা করে হালকা পাতলা গড়নের মামুন নামে একজন ছিল। ৫১৩ তে আরেক মামুন ছিল। ৫১৩ এর মামুনের সাথে আমার ভালো কথা হতো।

তুমি তাহলে সেই হালকা পাতলা মামুনই। ধন্যবাদ বিডি টুডেকে, তোমাকে খুঁজে পেলাম এর মধ্য দিয়ে।

তাহলে তুমি জিয়া হলের প্রোগ্রামে এলে না কেন? তুমি এখন কোথায় আছ? কি করছ?
১১ জুন ২০১৪ রাত ১০:৩৯
180565
সাদাচোখে লিখেছেন : আলহামদুলিল্লাহ্ আমি ৩ বছর ধরে ডেনমার্ক এ আছি। এখানে আমি ছোট ছোট কয়েকটি ব্যবসার সাথে জড়িত।

আপনি কি করেন? এবং কোথায় থাকেন? আমার মনে হয় আপনি আমাকে ইমেইল করতে পারেন। আমার ইমেইল এ্যাড্রেস
১২ জুন ২০১৪ দুপুর ১২:৪৩
180796
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমি একটা প্রাইভেট কোম্পানীতে ডিজিএম (ইন্টারন্যাশনাল বিজনেস) হিসেবে কর্মরত আছি।

তোমার ব্যবসা কী? ভালো আছ জেনে ভালো লাগল।
১৩ জুন ২০১৪ সকাল ০৫:২৬
181104
সাদাচোখে লিখেছেন : আমাদের একটা ছোট ট্রান্সপোর্ট কোম্পানী আছে।

এছাড়া আমাদের তৈরী করা 'ওয়েভবেইজড ট্রান্সপোর্ট সার্ভিস স্যলুশান' নামক একটা সফটওয়্যার আমরা বিক্রি করি ও আফটার সেলস সার্ভিস দেই।

আমরা asonor (TannerMedico) - এর বাংলাদেশের ট্রেড কনসালটেন্ট হিসাবে কাজ করছি।

রিসেন্টলী বাংলাদেশের তাসনীম টেক্সটাইল আন্ড গার্মেন্টস এর ডেনিস পার্টনার হিসাবেও কাজ শুরু করেছি।

নিতান্তই ছোট ছোট ব্যবসা। আল্লাহ অনেক ভাল রেখেছেন, আলহামদুলিল্লাহ।
১৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
181226
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : খুবই ভালো লাগল জেনে। আলহামদুলিল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File