জিয়া হলের প্রাক্তন ছাত্রদের ১ম সম্মীলনী
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ০৭ জুন, ২০১৪, ১২:০৭:০৪ দুপুর
গতকাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাক্তন ছাত্রদের ১ম সম্মীলনী অনুষ্ঠান। বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হলের বর্তমান প্রাধ্যক্ষ জনাব আ ব ম ফারুক স্যারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর জনাব আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রত্যাশার চাইতেও অনেক বেশি ছাত্রের উপস্থিতিতে শুরু থেকেই আবেগঘন ও প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। ২০-২৫ বছর পর পুরনো বন্ধু, সহপাঠি আর রুমমেটদেরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে ওঠেন। পুরো অ্নুষ্ঠান জুড়েই ছিল বিভিন্ন স্মৃতিচারণসহ আরা নানা রকমের ইভেন্ট। সন্ধ্যায় ছিল স্ন্যাকস এর ব্যবস্থা। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র এবং শেষ পর্বে ডিনার।
কাকতালীয়ভাবে র্যাফেল ড্র-তে আমি একটা পুরস্কার পেয়ে যাই। জীবনে প্রথম কোনো লটারী বা র্যাফেল ড্র-তে এ রকম পুরস্কার। তাও পেলাম কী, জানেন? একটা আফটার শেভ লোশন, যা আমার কোনো কাজেই আসবে না।
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শাব্বির ভাই - আমি সম্ভবতঃ আপনার চেহারা মনে করতে পারছি। কিন্তু আলম ভাই, মনি ভাইয়ের সাথে আমার রাজনীতি, ধর্ম সহ ঐ সময়ের সমসাময়িক ইস্যু নিয়ে অনেক লম্বা আড্ডা হত ও কথা হত - আপনার সাথে অমন করে কথা হত না - সম্ভবতঃ আমি ভাবতাম আপনি আমার অনেক সিনিয়র।
আসসালামুআলাইকুম।
তুমি তাহলে সেই হালকা পাতলা মামুনই। ধন্যবাদ বিডি টুডেকে, তোমাকে খুঁজে পেলাম এর মধ্য দিয়ে।
তাহলে তুমি জিয়া হলের প্রোগ্রামে এলে না কেন? তুমি এখন কোথায় আছ? কি করছ?
আপনি কি করেন? এবং কোথায় থাকেন? আমার মনে হয় আপনি আমাকে ইমেইল করতে পারেন। আমার ইমেইল এ্যাড্রেস
তোমার ব্যবসা কী? ভালো আছ জেনে ভালো লাগল।
এছাড়া আমাদের তৈরী করা 'ওয়েভবেইজড ট্রান্সপোর্ট সার্ভিস স্যলুশান' নামক একটা সফটওয়্যার আমরা বিক্রি করি ও আফটার সেলস সার্ভিস দেই।
আমরা asonor (TannerMedico) - এর বাংলাদেশের ট্রেড কনসালটেন্ট হিসাবে কাজ করছি।
রিসেন্টলী বাংলাদেশের তাসনীম টেক্সটাইল আন্ড গার্মেন্টস এর ডেনিস পার্টনার হিসাবেও কাজ শুরু করেছি।
নিতান্তই ছোট ছোট ব্যবসা। আল্লাহ অনেক ভাল রেখেছেন, আলহামদুলিল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন