হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ১৭
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৪ মে, ২০১৪, ০৩:৫৯:৫২ দুপুর
মন্ত্রী, এমপিসহ বিভিন্ন ব্যক্তিবর্গের প্রতিক্রিয়া[/b
স্বরাষ্ট্রমন্ত্রী [b]ড. মহীউদ্দীন খান আলমগীর শান্তিপূর্ণভাবে ৬ এপ্রিলের লংমার্চ ও মহাসমাবেশ শেষ করায় হেফাজতে ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের দাবীগুলো সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। (বাংলাদেশ প্রতিদিন, ৭ এপ্রিল ২০১৩)
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল-উল-আলম হানিফ বলেন, হেফাজতের মধ্যযুগীয় দাবী বাংলার মানুষ মেনে নেবে না। (দৈনিক ইত্তেফাক, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
মাহবুবুল-উল-আলম হানিফ বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা মধ্যযুগীয় দাবী। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। (দৈনিক প্রথম আলো, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
একই দিনে মাহবুবুল-উল-আলম হানিফ আরো বলেন, হেফাজতে ইসলামের কর্মসূচি ইসলাম ও নবীর (সাঃ) প্রতি শ্রদ্ধা কি না, এ নিয়ে সন্দেহ রয়ে গেছে। (দৈনিক প্রথম আলো, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার বলেছেন, অনতিবিলম্বে হেফাজতে ইসলামের ১৩ দফা বাতিল করতে হবে। তাদের এসব দাবি অবৈধ। কারণ, এ সকল দাবি স্বাধীনতা, সংবিধান ও নারী অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। (দৈনিক যুগান্তর, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। (দৈনিক যুগান্তর, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
(চলবে)
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওমা ! এত্ত ছোট পর্ব হলে কেমনে হবে ?
পর্যালোচনা কত নম্বরে।
হেফাজতের উচিত এখন তাদের করনীয় ঠিক করে এই নাস্তিকদের বিরুদ্ধে চলমান আন্দোলন করা।
মন্তব্য করতে লগইন করুন