হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ১৭

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৪ মে, ২০১৪, ০৩:৫৯:৫২ দুপুর

মন্ত্রী, এমপিসহ বিভিন্ন ব্যক্তিবর্গের প্রতিক্রিয়া[/b

স্বরাষ্ট্রমন্ত্রী [b]ড. মহীউদ্দীন খান আলমগীর
শান্তিপূর্ণভাবে ৬ এপ্রিলের লংমার্চ ও মহাসমাবেশ শেষ করায় হেফাজতে ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের দাবীগুলো সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। (বাংলাদেশ প্রতিদিন, ৭ এপ্রিল ২০১৩)

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল-উল-আলম হানিফ বলেন, হেফাজতের মধ্যযুগীয় দাবী বাংলার মানুষ মেনে নেবে না। (দৈনিক ইত্তেফাক, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)

মাহবুবুল-উল-আলম হানিফ বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা মধ্যযুগীয় দাবী। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। (দৈনিক প্রথম আলো, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)

একই দিনে মাহবুবুল-উল-আলম হানিফ আরো বলেন, হেফাজতে ইসলামের কর্মসূচি ইসলাম ও নবীর (সাঃ) প্রতি শ্রদ্ধা কি না, এ নিয়ে সন্দেহ রয়ে গেছে। (দৈনিক প্রথম আলো, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)

জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার বলেছেন, অনতিবিলম্বে হেফাজতে ইসলামের ১৩ দফা বাতিল করতে হবে। তাদের এসব দাবি অবৈধ। কারণ, এ সকল দাবি স্বাধীনতা, সংবিধান ও নারী অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। (দৈনিক যুগান্তর, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। (দৈনিক যুগান্তর, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)

(চলবে)

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225501
২৪ মে ২০১৪ বিকাল ০৪:০৩
নোমান২৯ লিখেছেন :






ওমা ! এত্ত ছোট পর্ব হলে কেমনে হবে ? Good Luck Good Luck Rose Rose Rose Good Luck Good Luck
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
172639
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ, নোমান২৯। একটু বড় হলে না কি অনেকের পড়তে কষ্ট হয়। আমি চাই সকলেই আমার লেখা পড়ুক কিন্তু এর জন্য তার যেন বেশি সময়ও নষ্ট না হয় আবার পড়তে বিরক্তিও না লাগে। এক রকম বুঝতে বুঝতেই পড়া শেষ।
225508
২৪ মে ২০১৪ বিকাল ০৪:১৫
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
172640
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। মাঝে মাঝে আপনাদেরকে না দেখলে আগ্রহ হারিয়ে যায়। যখন দেখি,তখন নতুন করে উদ্যম ফিরে পাই।
225549
২৪ মে ২০১৪ বিকাল ০৫:২১
ছিঁচকে চোর লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন.... পিলাচ
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
172641
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
225603
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা এই দাবিগুলিকে মধ্যযুগিয় বলতে চান তারা আসলে ইতিহাসে মধ্যযুগ বলতে কি বুঝায় তাও জানেননা।
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
172642
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক বলেছেন। তবে অপেক্ষা করুন, আমার বিশ্লেষণ পর্বের জন্য।
226031
২৫ মে ২০১৪ বিকাল ০৪:১৪
ইবনে আহমাদ লিখেছেন : ১৬ তে পড়লাম আপনার দাবী। ১৭ তে পড়লাম বন্ধুদের দাবী।
পর্যালোচনা কত নম্বরে।
২৬ মে ২০১৪ রাত ০২:০৩
173242
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আরো পরে। কামিং সুন ....
226410
২৬ মে ২০১৪ দুপুর ০৩:০১
আমীর আজম লিখেছেন : পড়লাম। চালায় যান।
২৬ মে ২০১৪ দুপুর ০৩:২৫
173380
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
226419
২৬ মে ২০১৪ দুপুর ০৩:২৪
আমি মুসাফির লিখেছেন : যে সব অনৈসলামিক লোকের কথা বলেছেন তারা হেফাজতকে কখনও ভাল চোখে দেখতে পারে না। এরা তো প্রতিরোধকরবে সহায়তা করবে না।
হেফাজতের উচিত এখন তাদের করনীয় ঠিক করে এই নাস্তিকদের বিরুদ্ধে চলমান আন্দোলন করা।
২৬ মে ২০১৪ দুপুর ০৩:২৭
173382
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক। এসব বিখ্যাত সব ব্যক্তিদের আলোচনা, সমালোচনা লেখার পর আমি বিশ্লেষণে যাবো। আমার জ্ঞানের পরিধি অনুযায়ী কুরআন ও হাদীসের আলোকে বিশ্লেষণের চেষ্টা করব ইনশাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File