হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ১৬
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২১ মে, ২০১৪, ১২:২৮:০০ দুপুর
ব্যাখ্যা ঃ ১২
হেফাজতে ইসলামের ঈমান আকিদা ও ইসলামের ইজ্জত সংরক্ষণ, দেশের স্বাধীনতা, সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় অনুশাসন নিরাপদ রাখার চলমান আন্দোলনে অন্যায়ভাবে অনেক আলেম উলামা, মাদরাসার ছাত্র, মসজিদের ইমাম, খতিব ও তৌহিদে বিশ্বাসী নিরীহ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। অনেকে শহীদ হয়েছেন। অনেকে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আমরা অবিলম্বে গ্রেফতারকৃত সকল আলেম উলামা, মাদরাসার ছাত্র, ইমাম, খতিব ও তৌহিদি জনতাকে মুক্তি দেয়ার দাবী জানাচ্ছি। তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবী জানাচ্ছি।
ব্যাখ্যা ঃ ১৩
আমাদের দেশে যুগ যুগ ধরে উজ্জল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। বাংলাদেশে বহু সম্প্রদায়ের সম্প্রীতিমূলক অবস্থান বিশ্বের অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে আছে। বাংলাদেশের এই সুনামকে নস্যাত করার জন্য ষড়যন্ত্রকারী মহল এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সহাবস্থানকে কলঙ্কিত করতে উঠে পড়ে লেগেছে। সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলাজনিত কারণে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও শাস্তিদান এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায় সমূহের ন্যায্য অধিকার ও নিরাপদ বসবাস নিশ্চিত এবং সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সতর্ক দৃষ্টি রাখার দাবী জানাচ্ছি।
(চলবে)
বিষয়: বিবিধ
৮৫৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দ্বিধা বিভক্ত হলে চলবে না।
মন্তব্য করতে লগইন করুন