হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ১৪

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ০৫ মে, ২০১৪, ১১:৩৭:২৭ সকাল

ব্যাখ্যা ঃ ৭

বর্তমানে উপরোক্ত গণমাধ্যমে ইসলামের নিদর্শন নিয়ে হাসি তামাশা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। খুনি, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও দেশদ্রোহী চরিত্রে পায়জামা-পাঞ্জাবী ও দাড়ি-টুপি চরিত্রধারীদের উপস্থাপন করা হয়। যা স্পষ্টত ইসলাম ও মুসলমানদেরকে ষড়যন্ত্রমূলক হেয় প্রতিপন্ন করা ছাড়া আর কিছুই নয়। ৯০ ভাগ মুসলমানের দেশে এমন আচরণ কোনভাবেই চলতে দেয়া যায় না এবং এটা সুস্থ চিন্তার মত প্রকাশও হতে পারে না। এর কুফল বর্তমান সমাজে পড়তে শুরু করেছে। কথিত শাহবাগীরা দাড়ি টুপি ধারী বয়োবৃদ্ধ মুসলমান ও ইসলামী সংস্কৃতির প্রতি যেভাবে হামলা করছে তা অমুসলিম দেশেও সচরাচর দেখা যায় না। আমাদের এ দাবীর যৌক্তিকতাটুকুও বলার অপেক্ষা রাখে না।

ব্যাখ্যা ঃ ৮

বর্তমান রাজনৈতিক কারণে মসজিদ মাদরাসায় অনাকাঙ্খিত বিভিন্ন ধরণের হস্তক্ষেপ করা হচ্ছে। জুমআর দিন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের বিভিন্ন গেট বন্ধ রাখা, গুলিবর্ষণ, টিয়ারশেল নিক্ষেপ, তল্লাশির নামে হয়রানি, বুট জুতা নিয়ে পুলিশের মসজিদে প্রবেশ সহ বিভিন্ন রকমের অবমাননা ও মুসল্লিদের জন্য প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ওয়াজ ও তাফসীর মাহফিলে বাধাদান, মাইক খুলে নেয়া ও অনুমতি না দেয়ার মতো ঘটনাও ঘটছে। ধর্ম কর্ম পালনে এবং মসজিদে কোন রকমের প্রতিবন্ধকতা তৈরি বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে চাপিয়ে দেয়া ৯০ ভাগ মুসলমানের দেশে কোন ভাবেই মেনে নেয়া যায় না।

(চলবে)

বিষয়: বিবিধ

১৪৫৪ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217642
০৫ মে ২০১৪ সকাল ১১:৪৪
সাকাওয়া৩ লিখেছেন : right
217644
০৫ মে ২০১৪ সকাল ১১:৪৭
নীল জল লিখেছেন : ঠিকই বলেছেন কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত না
217716
০৫ মে ২০১৪ বিকাল ০৪:১৭
আমি মুসাফির লিখেছেন : খুনি, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও দেশদ্রোহী চরিত্রে পায়জামা-পাঞ্জাবী ও দাড়ি-টুপি চরিত্রধারীদের উপস্থাপন করা হয়। যা স্পষ্টত ইসলাম ও মুসলমানদেরকে ষড়যন্ত্রমূলক হেয় প্রতিপন্ন করা ছাড়া আর কিছুই নয়। ৯০ ভাগ মুসলমানের দেশে এমন আচরণ কোনভাবেই চলতে দেয়া যায় না । সচেতন নাগরিকরা এর বিরুদ্ধে হেফাজতের সাথেই থাকা একান্ত কর্তব্য ।
218136
০৬ মে ২০১৪ বিকাল ০৪:১৯
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সহমত
218138
০৬ মে ২০১৪ বিকাল ০৪:২১
218546
০৭ মে ২০১৪ দুপুর ০৩:১৯
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ সকলকে। সাথেই থাকুন প্লিজ।
218600
০৭ মে ২০১৪ বিকাল ০৪:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বর্তমান দেশে ধর্মিয় কোন অনুষ্ঠানের জন্য মাইকের অনুমতি দেয়া হয়না। অথচ রাত বারোটার পর থেকে বিয়ে বা গায়ে হলুদ এর নামে উচ্চ স্বরে গান বাজান হয়।
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
১০ মে ২০১৪ সকাল ০৯:৫৬
167459
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : বিষয়টি আসলে খুবই বিরক্তিকর। রাত ১২ টার পর বিভিন্ন বাসার ছাদে হাই ভলিউমে ব্যান্ড মিউজিক বাজানো হয় এবং আশেপাশের মানুষের সমস্যা তৈরি করা হয়। এটা নাগরিক অধিকার পরিপস্থী।
218886
০৮ মে ২০১৪ সকাল ০৭:৫৫
গ্রাম থেকে লিখেছেন : সহমত পোষন করছি
219262
০৮ মে ২০১৪ রাত ১১:৫১
নীল জল লিখেছেন : ৯০ ভাগ মুসলমানের দেশ বলতে কি বোঝাচ্ছেন? বাকী ১০ ভাগ মানুষদের কি আপনারা বাংলাদেশের নাগরিক মনে করেন না?
১০ মে ২০১৪ সকাল ১০:০৪
167462
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ভাই নীল জল, আপনি মনে হয় গা‌'য়ে পড়ে ঝগড়া করতে চাইছেন। যখন কোনো বিষয়ে প্রশ্ন করবেন বা মন্তব্য করবেন তখন আগে পরে পুরো বিষয়টি পড়ে সম্যক উপলব্ধি করে তারপর মন্তব্য করাই শ্রেয়। হঠাৎ করে মাঝখান থেকে কোনো বাক্য নিয়ে ঝগড়া বাধানোর অপপ্রয়াস চালানো বুদ্ধিমানের কাজ হতে পারে না।

আপনার যদি সৎ সাহস থাকে তাহলে ছদ্মনাম পরিত্যাগ করে আসল নামে ব্লগে আসুন।
১০
219735
১০ মে ২০১৪ সকাল ১১:৫১
নীল জল লিখেছেন : আসল কথা হচ্ছে বয়স কম। বুঝে শোনে কথা বলতে পারি না। আমার নাম প্রাঞ্জল দাস। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বাসার নাম্বার ২৬৩। এইবার এসএসসি দিয়েছি। যদি কোন আক্রমনাত্নক বক্তব্য দিয়ে থাকি তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। আর আমাদের বাসায় আমন্ত্রন রইল। আর আমার ফেসবুক আইডি হচ্ছে.www.facebook.com/pranjle.das
১০ মে ২০১৪ দুপুর ১২:১০
167495
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ অকপটে সব কিছু স্বীকার করার জন্য। বয়স জেনে 'তুমি' বলেই সম্বোধন করলাম। আশা করি কিছু মনে করবে না। কারণ তুমি আমার ছেলের চেয়েও বয়সে ছোট। এখনও তুমি অনেক ছোট। এ বয়সে হিরো সাজার জন্য আবেগ অনেক কিছুই করতে চাইবে। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারাই বুদ্ধিমানের কাজ।

আমার আগের পোষ্টগুেলোতে আবেগের বশে ইসলাম সম্পর্কে যে ধরণের মন্তব্য করেছ তা ঠিক হয়নি। কেননা তুমি ইসলাম সম্পর্কে কতটুকু জানো? যদি জানতে ইচ্ছে হয় ১০০ বার প্রশ্ন করে জানতে পারো। কিন্তু না জেনে চট করে একটা বাজে বা আক্রমনাত্মক মন্তব্য করা ঠিক নয়। আমি নিশ্চিত যে, তুমি তোমার ধর্মীয় গ্রন্থই ঠিক মতো পড়নি এখনও। কাজেই বেশি বেশি পড়, জানো। জানো আসল সত্য কি? পড় এবং নিজেকে প্রশ্ন করে উত্তর জানতে চেষ্টা করো। দেখো তোমার বিবেক কী জবাব দেয়? যদি সেখান থেকে কোনো উত্তর না পাও আমার কাছে নিঃসংকোচে জিজ্ঞেস করতে পারো। আমি সাধ্য মতো চেষ্টা করবো তোমার তেষ্টা মেটাতে। আমার জানা না থাকলে আমি জিনে নিয়ে তোমাকে জানাবো - কথা দিলাম।

আর তোমার বাসায় আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। যদি কখনো বি.বাড়িয়া যাবার সুযোগ পাই, চেষ্টা করবো সাক্ষাৎ করতে।
১১
219737
১০ মে ২০১৪ সকাল ১১:৫৬
নীল জল লিখেছেন : আপনি তো ঈশ্বর বিশ্বাস করেন।কয়েকদিন পর আমার রেজাল্ট দিবে।আমার জন্য প্রার্থনা করেন,দয়া করে।আর ভাই আপনার লেখা অনেক সুন্দর। ঈশ্বরে বিশ্বাস রাখা ভালো। আমিও রেখেছিলাম কিন্তু কোন লাভ হয় নাই। জীবনে হতাশা ছাড়া আমি আর কিছু পাই নাই। আমাকে মাফ করে দিবে। আমি নিজেকে কয়েকদিন দূরে থাকব। বিদায়
১০ মে ২০১৪ দুপুর ১২:৪৩
167523
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : হ্যাঁ, অবশ্যই আমি ঈশ্বরে বিশ্বাস করি এব্ং তাঁকে ধন্যবাদ জা্নাই যে, তিনি আমাকে সেই বুঝ দান করেছেন। আমি তোমার জন্য অবশ্যই দোয়া করব।

তোমার কথাগুলো অনেকটা পরষ্পর বিরোধী। নিজে বুঝছ যে ঈশ্বরে বিশ্বাস রাখা ভালো আবার বলছ, বিশ্বাস রেখে কোনো লাভ হয়নি। সুখ-দুঃখ নিয়েই মানুষের জীবন। কাজেই সব হতাশাকে ঝেরে ফেলো।
১২
219746
১০ মে ২০১৪ দুপুর ১২:১১
নীল জল লিখেছেন : মাত্র ২১ দিনে আমার মা মারা যান।যখন বয়স ১৪ তখন আমার বড় বোন যান। একটা মানুষের সাথে ঈশ্বর কীভাবে এমন উপহাস করে? আমার সবচেয়ে আপন আমার বোনের মৃতদেহ আমার চোখের সামনে দেখলে কেমন অনুভুতি হয় জানেন?সারাজীবন মানসিক কষ্ট অবহেলায় বড় হয়েছি। যদি ঈশ্বরের অস্তিত্ত থাকে তাহলে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এই ঈশ্বরকে
১০ মে ২০১৪ দুপুর ০১:১৭
167535
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : জীবন বড় কঠিন। এটা খুবই দুঃখের বিষয় যে, এ বয়সেই তুমি তোমার স্নেহময়ী মা এবং বড় বোনকে হারিয়েছ। কষ্ট পাওয়া খুব স্বাভাবিক। কিন্তু সেই কষ্টের কারণে যদি স্রষ্টার প্রতি তোমার অবিশ্বাস তৈরি হয় সেটা খুবই দুঃখের কথা। একটু নিচের দিকে তাকাও। দেখো, তোমার চেয়েও আরো বেশি কষ্টে কতজন আছে। তাহলে তোমার ভুল ধারণা অনেকটাই কেটে যাবে।

বেশি বেশি করে পড়। তোমার চোখের সামনে থেকে অনেক পর্দা খুলে যাবে। জানতে পারবে অনেক কিছুই।
১৩
219803
১০ মে ২০১৪ দুপুর ০১:২৭
নীল জল লিখেছেন : কেন জানি নিজের অজান্তে আপনার প্রতি একটা শ্রদ্ধা তৈরি হয়ে গেল। এই প্রথম কেও আমাকে সমর্থন করেছে।আমার আত্মীয় সজনেরা সবাই আমাকে সমর্থনের নামে করুনা করেছে
১০ মে ২০১৪ দুপুর ০৩:৫৫
167594
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমি মানুষকে করুণা করতে শিখিনি। আর ধর্মীয় পুস্তকাদি যতটুকু পড়ার সুযোগ হয়েছে সেখান থেকে করুণা করা বলে কিছু শিখিনি। মানুষের প্রতি সহানুভূতি দেখানো আর করুণা এক জিনিস নয়।

সব মানুষকে ভালোবাসতে শিখো তবে সাবধান কারো কাছে থেকে বিনিময়ে প্রতিদান কিছু প্রত্যাশা করবে না। তাহলে জীবনে কখনো কোনো কষ্ট পাবে না। অন্যদিকে স্রষ্টাও যখন দেখবেন যে তুমি নিঃস্বার্থভাবে তার সৃষ্টিকে ভালোবাসছ তখন তিনিও তোমার প্রতি অনুগ্রহ করবেন।

আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করো না। তারা যদি তোমাকে ভুল বুঝেন তাহলে তাদের সাথে কোনো দ্বন্দ্ব তৈরি করার প্রয়োজন নেই। ঠান্ডা মাথায় তাদেরকে বুঝাতে চেষ্টা করো, যদি না বুঝে তাহলে অপেক্ষা করো।

আমাকে যখন বড় ভাই হিসেবে জেনেছ, তোমার কষ্টের কথা নিঃসংকোচে আমার সাথে শেয়ার করতে পারো। আমি সাধ্য মতো তোমাকে উপদেশ দিতে চেস্টা করব যেন তুমি সব কষ্টকে জয় করে নিজের পায়ে মানুষের মতো মানুষ হিসেবে দাঁড়াতে পারো।
১৪
219868
১০ মে ২০১৪ বিকাল ০৪:১৫
সুস্থ মন লিখেছেন : ভালো লাগলো
১০ মে ২০১৪ বিকাল ০৪:৫৯
167617
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ, ভাই সুস্থ মন।
১৫
219873
১০ মে ২০১৪ বিকাল ০৪:২৫
আমি মুসাফির লিখেছেন : হেফাজতের যে অদ্ভুত উত্যান ছিল তা স্মরনীয় কিন্তু তারা বর্তমানে কেন যেন এলোমেলো হয়ে গেল কিছুই বুঝি না। তাদের কাছে নাস্তিক সরকার কেমন করে বন্ধু হয় এটাই আমার বোধগম্য নয় ।
১০ মে ২০১৪ বিকাল ০৫:০২
167618
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : এ বিষয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। তবে সম্ভবত তারা কৌশলের অংশ হিসেবে চুপ আছে। ওরাতো আর রাজনীতির প্যাঁচ-গোচ বোঝে না।

দেখা যাক, কোথাকার পানি কোথায় গড়ায়?
১৬
219981
১০ মে ২০১৪ রাত ০৯:৪৩
নীল জল লিখেছেন : আপনার যদি কোন ফেসবুক আইডি থাকে তাহলে কি আমি সেটা জানতে পারি?
১১ মে ২০১৪ দুপুর ০২:৪২
167871
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : নিশ্বয়ই। আমার ফেসবুক আইডি হলো https://www.facebook.com/shabbir67
১৭
220243
১১ মে ২০১৪ বিকাল ০৪:০১
নীল জল লিখেছেন : এইখানের আমার সকল মন্তব্য মুছে ফেলুন। আমার আন্তরিক অনুরোধ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File