হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ৫

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৪ এপ্রিল, ২০১৪, ০৩:০৩:১০ দুপুর

অথচ এত কিছুর পরও সারাদেশ থেকে এসে লক্ষ লক্ষ হেফাজত নেতা-কর্মী দিয়ে ভরে যায় মতিঝিলসহ এর আশপাশের সম্পূর্ণ এলাকা। মহাসমাবেশ পরিণত হয় মহাসমুদ্রে। পত্রিকান্তরে এমনও জানা যায়, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জের মতো ঢাকার কাছাকাছি জায়গাতো বটেই এমনকি কুমিল্লা, সিরাজগঞ্জ, ফরিদপুরের মতো দূর-দূরান্ত থেকেও মানুষ পায়ে হেঁটে এসে সমাবেশে যোগ দেন। কেউ কেউ মন্তব্য করেছেন, টাকা দিয়ে লোক ভাড়া করা হয়েছে। কথায় আছে, স্বর্ণকারে স্বর্ণ চেনে। যে যা করে সে ব্যাপারে তার অভিজ্ঞতাই বেশি থাকে। তাই তাঁরা এ ধরণের মন্তব্য করার অবকাশ পেয়েছেন। কিন্তু তাঁরা একবারও তলিয়ে দেখার চেষ্টা করেননি কিংবা পাছে পায়ের নিচে মাটি হালকা হয়ে যায় সে ভয়ে তাঁরা চেপে গেছেন যে, শুধুমাত্র টাকা দিয়েই লক্ষ লক্ষ মানুষকে পায়ে হেঁটে এতদূর রাস্তা নিয়ে আসা সম্ভব নয়।

সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, আমাদের দেশে দল-মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বহু পথের মানুষ বর্তমান। অথচ হেফাজতে ইসলামের এ ধরণের দাবীতে সাধারণ মানুষসহ বিভিন্ন দলের ব্যক্তিদেরও রয়েছে মৌন সমর্থন। অর্থাৎ, রাজনৈতিক দর্শন যা-ই হোক না কেন কেউই আল্লাহ, তাঁর রাসুল (সাঃ) এবং ইসলামের অবমাননা সহ্য করতে প্রস্তুত নন।

গত ৬ এপ্রিলের লংমার্চের সময় অভূতপূর্ব দৃশ্য দেশবাসী তথা বিশ্ববাসীর চোখে পড়ে। যখন তৌহিদি জনতা ঈমান রক্ষার তাগিদে সকল বাধা (সরকার কর্তৃক সৃষ্ট পরিবহন ধর্মঘট এবং তাদের আশ্রিত কয়েকটি সংগঠনের ডাকা শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্য্ন্ত হরতাল) উপেক্ষা করে পায়ে হেঁটে এসে ঢাকায় প্রবেশ করছিল তখন বিভিন্ন রাজনৈতিক দলসহ সাধারণ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আগত মেহমানদেরকে পানি, শরবত, ফলমূলসহ তেহারী, বিরানীর প্যাকেট বিলিয়েছে। বিভিন্ন চ্যানেলে যখন তা সরাসরি প্রচারিত হচ্ছিল তখন তা দেখে দেশবাসী বিশেষ করে যারা মৌন সমর্থনে ছিলেন অথচ পারিপার্শ্বিক অবস্থার কারণে লংমার্চ কর্মসূচিতে শামিল হতে পারেননি তাঁরা নিজেদের প্রতি এক প্রকার ধিক্কারে চোখের জলে বুক ভাসিয়েছেন, নিজেদেরকে কাপুরুষ ভেবেছেন।

তর্কের খাতিরে যদি ধরে নেয়া হয়, সেদিন বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি ভোট ব্যাংকের সুবিধা পেতে মেহমানদারীতে লিপ্ত হয়েছিল, তাহলে সাধারণ মানুষ যারা তার সামর্থ্য অনুযায়ী যা পেরেছে তাই হাতে করে নিয়ে মাসুম সন্তানসহ ফুটপাতে এসে দাঁড়িয়েছিল এবং অকাতরে সাহায্য করে গেছে তাঁদের এ অবদানকে কীভাবে সংজ্ঞায়িত করা হবে?

(চলবে)

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212660
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
হেফাজতে ইসলাম যে ভুল টা করেছে তা হলো এই সরকারকে বিশ্বাস করা।
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৫
160957
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : দেখা যাক, আগামীতে কী দেখা যায়? আপাতত সঙ্গেই থাকুন।
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
161027
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মিঞা না পইরা মন্তব্য মারেন কিল্লাই? ফাস্টু হলে কি কুনো পুরুস্কার দেওনের ঘোষণা দিছে?
212701
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৯
শের খান লিখেছেন : যারা রাজনীতি করে তারাই এই ধরনের সুযোগের সন্ধানে থাকে। প্রক্ষান্তরে সাধারণ মানুষ যারা মানুষকে ভালবাসে তারা মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসে। আরও বেশী করে লিখুন,সঙ্গে আছি।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৫
161001
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আাসলে সাধারণ মানুষের চাওয়া কিন্তু খুব বেশি নয়। শুধু তিন বেলা পেট ভরে খাওয়া, নিশ্চিন্তে ঘুম আর নিরাপদে চলাফেরা। এটুকু পেলেই তারা খুশী। অথচ আমাদের রাজনৈতিক নেতা-নেত্রীরা এটুকুই দিতে পারেন না।
ধন্যবাদ সঙ্গে থাকার জন্য্। সামনে আরো গুরুত্বপূর্ণ কথা আসছে।
212704
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : উড়ে এসে যারা জুড়ে বসে তারা পৃথিবীর ময়দানে জায়গা করে নিতে পারে না। সেটা যেমন হেফাজত তেমনি বিরানি পার্টি। দুটাই কালের গর্ভে একদিন হারিয়ে যাবে। সত্য ও সুন্দর চিরকাল অম্লাম ও অমলিন।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৬
161002
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : অবশ্যই সত্য চিরদিন সুন্দর ও অমলিন।
212733
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১১
নীল জোছনা লিখেছেন : এমনি সাধারণ মানুষ একটু ধর্মভীরু তাই তাদের সাহায্য করেছে আর তাদের মুখে দাড়ি আর টুপে দেখেছে তাই তারা তাদের প্রতি বেশী আসক্ত হয়ে পড়েছিল।
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
161023
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : যা ঘটেছে সেটা যে সত্য তাতে কোনো সস্দেহ নেই। এখন এটাকে যে যার মতো ইচ্ছা ব্যবহার করতে পারে। বিষয় হলো, লক্ষ্যভ্রষ্ট না হলেই ভালো
212746
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চালিয়ে যান। সাথেই আছি।
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
161031
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
212797
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
অজানা পথিক লিখেছেন : অনেক সঙ্গত প্রশ্নেরই উত্তর মেলেনারে ভাই! ভালো লাগলো আপনার লিখা
২৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৪১
161431
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। আসলেই, অনেক প্রশ্নেরই উত্তর মেলেনা আবার কোনো কোনো প্রশ্নের উত্তর জানা থাকলেও বলা যায় না।
212884
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৬
সালাহ খান লিখেছেন : হিফাজত নিয়ে চিন্তা করে ঘুম নষ্ট করার কোন যৌক্তিক কারন নেই । কারন , যেই হিফাজত একটু ফেদানীর ভয়েই আওয়ামীলীগকে বন্ধু বলে শপথ নেয় , তাদের ঈমানের গভীরতা নিয়ে আহামরি লাফালাফি করে লাভের চেয়ে ক্ষতির দিকই বেশি
২৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৪২
161432
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আরো ভালো করে সব জানুন, তারপর মন্তব্য করুন। সেটা সকলের জন্যই মঙ্গলজনক হবে।
213004
২৫ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৬
কেলিফোরনিয়া লিখেছেন : হেফাজত একটি সামাজি ইসলামি মূল্য বোধের আন্দোলন। এদের রাজনৈতিক কোন জ্ঞান নাই। এবং রাজনীতির মারপ্যাঁচ তাঁরা বুঝে না।
ইসলামি মূল্যবোধ কে সংহত রাখতে এমন একটি অরাজনৈতিক ফ্লাট ফর্ম অনেক আগেই আমাদের দরকার ছিল।
কোন মানুষ যদি এটাকে ইসলামি রাজনীতির অংশ মনে করে, এটা ভুল হবে।
২৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৩
161434
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আপনার মন্তব্যের সাথে আমি সহমত পোষণ করছি তবে শেষটুকু বাদে।
213058
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১০
সুমাইয়া হাবীবা লিখেছেন : হেফাজতের সেদিনের সেই শোডাউনটা খুব জরুরী ছিল। বাংলাকে দেখানোর, বোঝানোর প্রয়োজন ছিল ইসলামপন্থিদের ঈমানের জোর..বাহুর জোর এখনো এতটা ক্ষয়ে যায়নি যে সরকারের সৃষ্ট প্রতিকূলতাকে তারা জয় করতে পারবেনা। ইসলাম এদেশের মানুষের মুখে নয় বুকে..রক্তে..মগজে!
২৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৪
161435
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সহমত।
১০
213177
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৫
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। চলুক আপনার লেখনী সাথেই আছি।
১১
213281
২৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৭
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাথে থাকার জন্য্। আপনারা পাশে আছেন বলেই যোগ্যতা না থাকার পরও লেখার চেষ্টা করতে সাহস পাই। লেখার মান চিন্তা না করে লিখে যাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তাহলেই কষ্ট সার্থক হবে।
১২
213487
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৮
আমি মুসাফির লিখেছেন : হেফাজতের উপর যে জুলুম গেছে তা থেকে তারা যেন উঠতেই পারছে না। তাদের ন্যায্য দাবী যেন সরকারের কানেই ঢুকে নাই
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৭
161661
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ইসলাম প্রচারে যুগে যুগে এ রকম কষ্টই সইতে হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File