হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ৫
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৪ এপ্রিল, ২০১৪, ০৩:০৩:১০ দুপুর
অথচ এত কিছুর পরও সারাদেশ থেকে এসে লক্ষ লক্ষ হেফাজত নেতা-কর্মী দিয়ে ভরে যায় মতিঝিলসহ এর আশপাশের সম্পূর্ণ এলাকা। মহাসমাবেশ পরিণত হয় মহাসমুদ্রে। পত্রিকান্তরে এমনও জানা যায়, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জের মতো ঢাকার কাছাকাছি জায়গাতো বটেই এমনকি কুমিল্লা, সিরাজগঞ্জ, ফরিদপুরের মতো দূর-দূরান্ত থেকেও মানুষ পায়ে হেঁটে এসে সমাবেশে যোগ দেন। কেউ কেউ মন্তব্য করেছেন, টাকা দিয়ে লোক ভাড়া করা হয়েছে। কথায় আছে, স্বর্ণকারে স্বর্ণ চেনে। যে যা করে সে ব্যাপারে তার অভিজ্ঞতাই বেশি থাকে। তাই তাঁরা এ ধরণের মন্তব্য করার অবকাশ পেয়েছেন। কিন্তু তাঁরা একবারও তলিয়ে দেখার চেষ্টা করেননি কিংবা পাছে পায়ের নিচে মাটি হালকা হয়ে যায় সে ভয়ে তাঁরা চেপে গেছেন যে, শুধুমাত্র টাকা দিয়েই লক্ষ লক্ষ মানুষকে পায়ে হেঁটে এতদূর রাস্তা নিয়ে আসা সম্ভব নয়।
সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, আমাদের দেশে দল-মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বহু পথের মানুষ বর্তমান। অথচ হেফাজতে ইসলামের এ ধরণের দাবীতে সাধারণ মানুষসহ বিভিন্ন দলের ব্যক্তিদেরও রয়েছে মৌন সমর্থন। অর্থাৎ, রাজনৈতিক দর্শন যা-ই হোক না কেন কেউই আল্লাহ, তাঁর রাসুল (সাঃ) এবং ইসলামের অবমাননা সহ্য করতে প্রস্তুত নন।
গত ৬ এপ্রিলের লংমার্চের সময় অভূতপূর্ব দৃশ্য দেশবাসী তথা বিশ্ববাসীর চোখে পড়ে। যখন তৌহিদি জনতা ঈমান রক্ষার তাগিদে সকল বাধা (সরকার কর্তৃক সৃষ্ট পরিবহন ধর্মঘট এবং তাদের আশ্রিত কয়েকটি সংগঠনের ডাকা শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্য্ন্ত হরতাল) উপেক্ষা করে পায়ে হেঁটে এসে ঢাকায় প্রবেশ করছিল তখন বিভিন্ন রাজনৈতিক দলসহ সাধারণ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আগত মেহমানদেরকে পানি, শরবত, ফলমূলসহ তেহারী, বিরানীর প্যাকেট বিলিয়েছে। বিভিন্ন চ্যানেলে যখন তা সরাসরি প্রচারিত হচ্ছিল তখন তা দেখে দেশবাসী বিশেষ করে যারা মৌন সমর্থনে ছিলেন অথচ পারিপার্শ্বিক অবস্থার কারণে লংমার্চ কর্মসূচিতে শামিল হতে পারেননি তাঁরা নিজেদের প্রতি এক প্রকার ধিক্কারে চোখের জলে বুক ভাসিয়েছেন, নিজেদেরকে কাপুরুষ ভেবেছেন।
তর্কের খাতিরে যদি ধরে নেয়া হয়, সেদিন বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি ভোট ব্যাংকের সুবিধা পেতে মেহমানদারীতে লিপ্ত হয়েছিল, তাহলে সাধারণ মানুষ যারা তার সামর্থ্য অনুযায়ী যা পেরেছে তাই হাতে করে নিয়ে মাসুম সন্তানসহ ফুটপাতে এসে দাঁড়িয়েছিল এবং অকাতরে সাহায্য করে গেছে তাঁদের এ অবদানকে কীভাবে সংজ্ঞায়িত করা হবে?
(চলবে)
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হেফাজতে ইসলাম যে ভুল টা করেছে তা হলো এই সরকারকে বিশ্বাস করা।
ধন্যবাদ সঙ্গে থাকার জন্য্। সামনে আরো গুরুত্বপূর্ণ কথা আসছে।
ইসলামি মূল্যবোধ কে সংহত রাখতে এমন একটি অরাজনৈতিক ফ্লাট ফর্ম অনেক আগেই আমাদের দরকার ছিল।
কোন মানুষ যদি এটাকে ইসলামি রাজনীতির অংশ মনে করে, এটা ভুল হবে।
মন্তব্য করতে লগইন করুন