জনসচেতনতায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৪ এপ্রিল, ২০১৪, ১২:৪৫:৩৭ দুপুর



আমাদের মতো এত ভেজাল খাবার হজম করার মতো ক্ষমতা মনে হয় পৃথিবীতে কম জাতিরই আছে। আমাদের দেশে হেন খাবার নেই যেখানে ভেজাল দেয়া হয় না।

আজ থেকে কয়েক বছর আগে ম্যাজিষ্ট্রেট রোকনুদ্দৌলা ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বেশ নাম ডাক করেছিলেন। তারপর কোনো এক অজানা (!) নির্দেশে তা বন্ধ হয়ে যায়। শুধু তা-ই নয় তাকে সম্ভবত কোনো এক অপরাধে ফাঁসানোও হয়েছিল।

যাহোক, যে প্রসঙ্গে আজকে এ লেখার অবতারণা। এবার বাজারে প্রচুর পরিমাণে তরমুজ উঠেছে। ৩ জাতের তরমুজই পাও্য়া যাচ্ছে প্রচুর। (১) ছোট সাইজের একদম নীল বডি কালার, যা অনেক আগে পাওয়া যেত।

(২) চক্রা-বক্রা ২ রংয়ের বডি কালার, যেটাকে কেউ কেউ বাংলালিংক তরমুজ বলছেন। (৩) হালকা সবুজ বডি কালার, যা প্রতিবছরই প্রচুর পরিমাণে পাওয়া যায়। শেষোক্ত ২টি জাতের সাইজ বেশ বড় হয়ে থাকে।

এবার আশ্চর্যজনকভাবে বাজারে দোকানে কেটে রাখা তরমুজ লাল টকটকে দেখা যাচ্ছে। বাস্তবেও বেশ লাল রংয়ের তরমুজ এবার পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো, এগুলো কী বাস্তবেই লাল না কি কোনো কেমিক্যাল দিয়ে লাল বানানো হচ্ছে বেশি মুনাফা লাভের আশায়। কারণ এত বেশি লাল হবার কথা নয়, অন্তত আমাদের অভিজ্ঞতা তা-ই বলে।

এ প্রসঙ্গে কয়েকটি ঘটনার উল্লেখ করছি আপনাদের বুঝার সুবিধার্থে।

(১) গত ৭/৮ দিন আগে আমার এক কলিগ দুপুরে বাসা থেকে লাঞ্চ সেরে এসে গল্প করছিলেন, দুপুরের খাওয়া শেষে প্লেটে করে তরমুজ খাচ্ছিলেন। খাওয়া শেষে প্লেটে যে রস অবশিষ্ট ছিল তার মধ্যে তিনি পাউডার জাতীয় কিছু ভাসতে দেখেন। অর্থাৎ, যে রসটা স্বচ্ছ হবার কথা ছিল সেখানে রসের উপরে কী যেন ভাসছিল। সেটা কী হবার কথা?

(২) গত ৩ দিন আগে আমাদের কোম্পানীর চেয়ারম্যান স্যার গল্প করছিলেন, তিনি প্রতি মৌসুমেই প্রতি দিন ২/৩ টি করে তরমুজ খান। এবারও তাই খাচ্ছিলেন। সেদিন খাবার কিছুক্ষণ পর ওয়াশ রুমে ওজু করতে গিয়ে গ্লাসে দেখতে পান তাঁর দাঁতগুলি সব পান খাওয়া দাঁতের মতো লাল টকটকে। তিনি কিছুটা ভড়কে গিয়েছিলেন। আসলে কী তা হবার কথা?

(৩) গতরাতে আমার এক সহপাঠীকে এ প্রসঙ্গে গল্প করতেই তিনি জানালেন, পরশুদিন তিনি বেশ কিছু তরমুজ খেয়েছিলেন। প্রচুর গরম হবার কারণে বেশ আয়েশ করেই তিনি তরমুজ খেয়েছিলেন। এরপর ওয়াশ রুমে টয়লেট করতে গেলে পায়খানা লাল টকটকে রংয়ের দেখে তিনি ভয় পেয়ে যান। পরক্ষণেই অবাক হন এ ভেবে যে, ব্লাড ডিসেন্ট্রি হবার মতো কোনো কারণ ঘটেনি কিন্তু বুঝতে পারছিলেন না এমন হলো কেনো? কাল রাতে আমার কাছে প্রথম ২টি ঘটনা জানার পর তিনি নিশ্চিত হলেন যে, আসলে কী ঘটেছিল।

(৪) সেদিন পেপারে দেখলাম, সম্ভবত কুষ্টিয়াতে তরমুজ খেয়ে ১৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এরমধ্যে আবার ২ জন মারা গেছেন।

উল্লেখিত ঘটনাগুলি আমাদের জন্য সত্যিই আতংকের বিষয়। প্রশ্ন দেখা দিয়েছে আসলেই কী এ বছর তরমুজে অতিরিক্ত মুনাফা লাভের আশায় কোনো কেমিক্যাল মেশানো হচ্ছে? কারা করছে এ জাতীয় নোংরা কাজ? এসব দেখার দায়িত্ব কার? যারা এসব জঘন্য কাজের সাথে জড়িত কবে তাদের বোধদয় ঘটবে? দুনিয়াবী স্বার্থের জন্য কে কার ক্ষতি করছে? এদের কী কোনো জবাব দিতে হবে না?

ক্ষমতার জোরে দুনিয়াতে পার পেয়ে গেলেও আখেরাতে এদের মুক্তি মিলবে কীভাবে? কিয়ামতের ময়দানে আ্ল্লাহর সামনে কী জবাব দেবার জন্য দাঁড়াতে হবে না?

[জনসচেতনতামূলক এ লেখাটি আপনি অনুগ্রহ করে শেয়ার করে ছড়িয়ে দিন লক্ষ লক্ষ মানুষের কাছে। আপনার ভাই-বোনকে জীবনের ঝুঁকি থেকে রক্ষা করা আপনার নৈতিক দায়িত্ব। অনুগ্রহ করে সকলকে সচেতন করে তুলুন।]

বিষয়: বিবিধ

১৫৩৮ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212591
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করার জন্য। অনেক সচেতন হলাম।
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৩
160895
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। শুধু নিজে সচেতন হলেই চলবে না। আপানার পাশের ভাই বোনকেও সচেতন করুন।
212604
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে গরম পড়ছে তাতে তরমুজ এমনিতেই ভাল ভাবে পেকে যাবার কথা। কিন্তু তারপরও মুনাফালোভি ব্যবসায়ি রা কৃত্রিম পদ্ধতিতে তরমুজ পাকিয়ে হত্যার মত অপরাধ করছে। ম্যাজিস্ট্রেট রা যে অভিযান চালান তার পিছনে জনকল্যানের উদ্দেশ্য থাকেনা। থাকে ঘুষ খাওয়ার ইচ্ছা। আর সাধারন মানুষ পিপাসায় ও কষ্ট পাচ্ছে ভেজাল খেয়েও কষ্ট পাচ্ছে।
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৪
160896
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আল্লাহ সকলকে হেফাজত করুন আর এসব খারাপ মানুষদেরকে হেদায়েত দান করুন।
212625
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২০
হতভাগা লিখেছেন : এটা বাংলাদেশ । এখানে ভেজাল ছাড়া কিছুই পাওয়া যায় না ।
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৯
160916
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : অবস্থা সে রকমই হয়েছে। সকলের হেদায়েতের জন্য দোয়া করছি।
212692
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৬
আহ জীবন লিখেছেন : পুঁজিবাদী সমাজ বেবস্থার ফল এগুলো।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৮
160996
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক তাই। মুনাফাই যেখানে আসল কথা।
212710
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৬
সমালোচক লিখেছেন : শুধু বাংলালিংক তরমুজ কেন, খোদ হারাম শরীফে "হারাম" জমজম পানি বিক্রী হয় । এই হচ্ছে আমাদের ঈমানের অবস্থা !
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৯
160997
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : খোদ হারাম শরীফে "হারাম" জমজম পানি বিক্রী হয় । ঠিক বুঝলাম না ভাই। কী বলতে চেয়েছেন?
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৫
161011
সমালোচক লিখেছেন : "হারাম" বলতে আমি এখানে মক্কায় ধৃত ২ লক্ষ নকল জমজম পানির বোতলের কথা বলতে চেয়েছি । আপনি লিংকে গেলে ব্যাপারটা বুঝতে পারতেন । নীচে আরো কিছু লিংক দিলামঃ

3,000 bottles of fake Zamzam water seized, 29 June 2013

Ordinary water sold as Zamzam in Makkah, 15 June 2001

Fake Zamzam water sale thriving along highways, 9 May 2011
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
161032
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। বিষয়টি জানা ছিল না।
212748
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
সাদাচোখে লিখেছেন : আল্লাহ আপনার সেবামূলক এই শ্রমকে কবুল করুন এবং উপযুক্ত পুরুষ্কার নিশ্চিত করুন।
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
161033
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমীন।
212837
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩২
আলোর আভা লিখেছেন : আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন ।আমীন।
২৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৯
161466
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আ-মীন।
212846
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪২
চিরবিদ্রোহী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৪০
161467
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। এবার অনুগ্রহ করে আপনার আরেক ভাইকে সচেতন করলে কৃতজ্ঞ থাকব।
212924
২৪ এপ্রিল ২০১৪ রাত ১১:০৭
সবুজেরসিড়ি লিখেছেন : তরমুজেও ভেজাল কি হবে এই জাতির আল্লাই জানেন . . .
২৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৪২
161468
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক বলেছেন ভাই। আসলে আমাদের জাতির মাঝেও ভেজাল রয়েছে। তাই কোনোভাবেই আমরা ভেজাল থেকে মুক্ত হতে পারছি না।
১০
213003
২৫ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৯
কেলিফোরনিয়া লিখেছেন : জন সচেনতা মূলক এমন একটি পোস্ট। খুবই গুরুত্ব পূর্ণ এই পোস্ট টিকে নির্বাচিত কলামে দেখতে চাই।
আশাকরি মডারেটর এটাকে সুনজরে রাখবে।
২৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৩
161470
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : চলুন আমরা সকলে মিলে এ দাবী জানাই মডারেটরের কাছে। সারা দেশের মানুষকে সচেতন করি।
১১
213064
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : এ থেকে কে কি বুঝলো জানি না তবে আমি যা বুঝলাম তা হলো একটি সমাজকে ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন সবই করা শেষ করেছে চক্রান্তকারীরা। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি মহামারীর মত ছড়িয়ে গেছে। মানুষের রক্তে ঢুকে গেছে।এখন আপনি যতই দাওয়াতী কাজ করুন যতই বুঝান যেই লাউ সেই কদুই থাকবে! আমাদের সমাজ ব্যবস্থার মূলনীতিগুলোই ধ্বংস করে দেয়া হয়েছে। এ থেকে পরিত্রানের জন্য ব্যপক ব্যপক কাজ করতে হবে নিজ থেকে দায়িত্ব নিয়ে। আমরা যারা ভাবছি তাদের প্রত্যেককে।
২৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৭
161474
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক বলেছেন আপু। সমাজ নষ্ট হয়ে গেছে কিংবা আমাদের মূল্যবোধ হারিয়ে গেছে এসব বলে আসলে আমরা কেউই আমাদের দায়িত্ব এড়াতে পারব না। চলুন আমরা যার যার অবস্থান থেকেই কাজ শুরু করি। আমার দ্বারা যদি একজন মানুষও হেদায়েতের পথে আসে তাহলেই আমার জীবন ধন্য মনে করব। যদিও আমি মনে করি, শুধুমাত্র ১/২ জনের হেদায়েতের উসিলা হবার জন্যা আমাকে পাঠানো হয়নি।
১২
213321
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩০
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : পোষ্ট সচেনতামুলক সন্দেহ নেই, ধন্যবাদ।

কিন্তু কোরাণ, হাদীস, আখেরাতের ভয় ভীতি কথামালা জলাঞ্জালি দিয়ে পশ্চিম ইউরোপ, আমেরিকা, অষ্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, জাপান অঞ্চলের মানুষ নিজ উদ্যগেই ভেজালকে না বলে দিয়েছে।
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৯
161573
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : এর মধ্যে কোরাণ, হাদীস নিয়ে এলেন কেন?
আর কোরআন, হাদীসের শিক্ষা কী বলে?
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৪
161600
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : কোরাণ, হাদীস, আখেরাত আপনিই টেনে এনেছেন যে- "ক্ষমতার জোরে দুনিয়াতে পার পেয়ে গেলেও আখেরাতে এদের মুক্তি মিলবে কীভাবে? কিয়ামতের ময়দানে আ্ল্লাহর সামনে কী জবাব দেবার জন্য দাঁড়াতে হবে না?"
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৬
161610
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ও আচ্ছা, সেই কথা?

কুরআন, হাদীসের কথাগুলো কী আপনার আমার ভালোর জন্য না কি ক্ষতির জন্য?
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৩
161620
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : আপনি বলেছেন : কুরআন, হাদীসের কথাগুলো কী আপনার আমার ভালোর জন্য না কি ক্ষতির জন্য?

কোরান হাদীসে খোলামেলা করেই অসহায়, অবলা ক্রীতদাসী, যুদ্ধবন্ধী নারী ধর্ষনের(যৌনাচার) কথা বলা হয়েছে। এটি তো কোন যুগেই কারো জন্যই ভাল হতে পারে না, নয় কি?
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৮
161664
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আপনার আপত্তিকর কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগে কুরআন ঠিক মতো পড়ুন, বুঝুন তারপর মন্তব্য করুন। কারো মন গড়া কথাকে কুরআন, হাদীসের নামে চালাবেন না অনুগ্রহ করে।
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৯
161750
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : আপত্যির কি পেলেন ভাই? আমি নিজ থকে কিছু বলিনি, কোরান-হাদীসের কথাই বলেছি মাত্র ;

সহিহ্‌ বোখারি ভলুম ৭ বই ৬২ হাদিস ১৩৭: আবু সাইদ আল খুদরি বর্ণনা করলেন: এক জিহাদে আমরা শত্রুপক্ষের নারী বন্দি পেলাম। তারা আমাদের হাতে আসলে আমরা তাদের সাথে আজল করে সহবাস করলাম। এরপর আমরা রসুলুল্লাহকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: তাই নাকি! তোমরা কি এরূপ করে থাক?” রসুলুল্লাহ তিনবার এই প্রশ্ন করলেন এবং বললেন: আখেরাত পর্যন্ত যত লোক সৃষ্টি হবে তাদের প্রত্যেকটি অবশ্য জন্মলাভ করবে।


মালিকের মুয়াত্তা হাদিস ২.২৩.৯০: ইয়াহিয়া—মালিক—নাফি থেকে। ইয়াহিয়া বললেন যে আবদুল্লাহ ইবনে উমরের ক্রীতদাসীরা তাঁর পা ধৌত করতো এবং তাঁর কাছে খেজুর পাতার তৈরি এক মাদুর নিয়ে আসত। সে সময় তারা ঋতুমতী ছিল। মালিককে জিজ্ঞাসা করা হল কোন এক ব্যক্তি গোসল করার আগেই কি তার সব ক্রীতদাসীদের সাথে যুগপৎ সহবাস করতে পারবে? তিনি (অর্থাৎ মালিক) উত্তর দিলেন যে গোসল ছাড়াই পরপর দুইজন ক্রীতদাসীর সাথে সহবাসে কোন অসুবিধা নাই। কিন্তু যখন কোন স্বাধীন স্ত্রীর সাথে সহবাসের দিন থাকবে সেদিন অন্য আর এক স্বাধীন স্ত্রীর সাথে যৌন সঙ্গম করা যাবে না। কিন্তু এক ক্রীতদাসীর সাথে যৌন সঙ্গমের পর সাথে সাথে অন্য ক্রীতদাসীর সাথে সহবাস করা আপত্তিকর নয়—যদিও তখন লোকটি জুনুব (সহবাসের পর তার কাপড়ে অথবা দেহে বীর্য ও অন্যান্য কিছু লেগে থাকা)।

কোরাণ ২৩-৫,৬, ;

৫। এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।

৬। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।
১৩
213492
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৮
আমি মুসাফির লিখেছেন : ক্ষমতার জোরে দুনিয়াতে পার পেয়ে গেলেও আখেরাতে এদের মুক্তি মিলবে কীভাবে? কিয়ামতের ময়দানে আ্ল্লাহর সামনে কী জবাব দেবার জন্য দাঁড়াতে হবে না? এই বোধ যদি থাকত তাহলে কি এমন জঘন্য কাজ করতে পারে?
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২০
161665
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক তাই। দেখুন না, উপরে খেলাঘর বাধঁতে এসেছি'র কমেন্ট।
১৪
213746
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৩:০৯
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই খেলাঘর বাঁধতে এসেছি সে শুধু শয়তান নয়,শয়তানের মা বা বাপ, তাই ওর কোন কমেন্টের জবাব দেবেন না।সোজা মুছে দেবেন ।
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৩
162092
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : হ্যাঁ, যে কোনো সময়ই মুছে দেয়া যায়। কিন্তু সে ক্ষেত্রে তো তাকে সংশোধনের চেষ্টা করা থেকে ব্যর্থ হবো। দেখা যাক, যদি তাকে হেদায়েতের পথে আনা যায়। আল্লাহ কবুল করুক সবাইকে। সকলকে কুরআন, হাদীসের সঠিক বুঝ দান করুন।
২৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৯
162210
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন আপনি তাদেরকে কিভাবে আলো দেখাবেন ।
২৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০১
162211
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ভাই, কাউকে আলোর পথ দেখানোর মতো ক্ষমতা কিংবা যোগ্যতা কোনোটাই আমার নেই। আমি বড় জোর আমার সাধ্যমত চেষ্টা করতে পারি হাজার ভেজালের ভিড়ে আসলটা খুঁজে পেতে সাহায্য করতে। হেদায়েত তো দেবেন আল্লাহ। আমার জবার দেবার জন্য আমি তৈরি হচ্ছি ভাই, আর কিছু না।
২৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০১
162212
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ভাই, কাউকে আলোর পথ দেখানোর মতো ক্ষমতা কিংবা যোগ্যতা কোনোটাই আমার নেই। আমি বড় জোর আমার সাধ্যমত চেষ্টা করতে পারি হাজার ভেজালের ভিড়ে আসলটা খুঁজে পেতে সাহায্য করতে। হেদায়েত তো দেবেন আল্লাহ। আমার জবার দেবার জন্য আমি তৈরি হচ্ছি ভাই, আর কিছু না।
২৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০১
162213
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ভাই, কাউকে আলোর পথ দেখানোর মতো ক্ষমতা কিংবা যোগ্যতা কোনোটাই আমার নেই। আমি বড় জোর আমার সাধ্যমত চেষ্টা করতে পারি হাজার ভেজালের ভিড়ে আসলটা খুঁজে পেতে সাহায্য করতে। হেদায়েত তো দেবেন আল্লাহ। আমার জবার দেবার জন্য আমি তৈরি হচ্ছি ভাই, আর কিছু না।
২৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১১
162216
প্যারিস থেকে আমি লিখেছেন : হা,আপনি এদের কথার জবাব আলাদা পোষ্টে দেন।কিন্তু ওদের মন্তব্যে কোন জবাব না দেয়াই ভালো।কেননা ওদের জবাব দেয়ার পর ওরা আপনাকে প্যাচাতে থাকবে।তখন আপনার আসল উদ্দেশ্যটি নষ্ট হয়ে যায়।ধন্যবাদ
২৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৬
162236
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আলহামদুলিল্লাহ, আপনার এ পরামর্শটা আমার খুব পছন্দ হয়েছে। এবার থেকে ইনশাআল্লাহ সেটাই করব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File