হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ৪

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২১ এপ্রিল, ২০১৪, ০২:৩৭:৩১ দুপুর

ইতোমধ্যে গত ৬ এপ্রিল ২০১৩ তারিখে ঢাকা অভিমুখে তাঁদের স্মরণকালের দীর্ঘ, সুশৃঙ্খল ও ত্যাগের মহিমায় উজ্জীবিত ঐতিহাসিক লংমার্চ ও তৎপরবর্তী শান্তিপূর্ণ মহাসমাবেশ প্রমাণ করেছে তাঁদের দাবী কোনো অনাকাঙ্খিত কিংবা অযৌক্তিক নয়।

একদিকে গণজাগরণ মঞ্চকে খাবার ও নিরাপত্তা দিয়ে সার্বক্ষণিক সহযোগিতা এবং দিনের পর দিন শাহবাগের মতো জায়গায় যেখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বড় বড় কয়েকটি হাসপাতাল রয়েছে, সেখানে পথ আগলে বসে থেকে অরাজনৈতিকতার ব্যানারে লম্ফ-ঝম্ফ এবং আদালত অবমাননার মাধ্যমে মানবতা বিরোধী ব্যক্তিদের ফাঁসীর দাবী উচ্চারণের মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা অন্যদিকে হেফাজতে ইসলামকে নিয়ে দ্বৈত ভূমিকায় নামে সরকার। সরকার এবং সরকারের কর্তাব্যক্তিদের কথাবার্তা এবং পারিপার্শ্বিকতা মূল্যায়ন করলে তা পরিষ্কার হয়ে যায়।

সরকারী দলের চাপে সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। শুধু তা-ই নয় সরকার কৌশলে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের মাধ্যমে শুধু দেশেই নয় বরং পৃথিবীর ইতিহাসে নজীরবিহীনভাবে ছুটির দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত হরতালের ডাক দেয়। বুঝতে কারোরই বাকি থাকে না যে, হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা যেন ঢাকা পর্যন্ত পৌঁছতে না পারে তার নীলনক্সা।

(চলবে)

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211197
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৫
ফখরুল লিখেছেন : হেফাজতে ইসলামের সাথে একমত পোষন করেন দেশের আপমর জনসাধারন, একটাই দাবি ছিল নাস্তিকদের বিচার চাই। ঝরেছে ওনেক রক্ত। বিনিময়ে আল্লামা শফি সাহেব নাস্তকদের সাহারাদানকারিদের বন্দু বানাবেন।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪১
159667
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : এখনও অনেক কিছুই বুঝতে বাকি আছে ভাই।
211214
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : নাস্তিকদের বিচার চাই
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৭
159640
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : নান্তিকদের বিচার চান কিল্লাই? হেতারা আপনেগো পড়নের কাপড় খুইল্যা কি টান মারছে?
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪২
159669
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : কে করবে?
211241
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সংঘঠিত ইতিহাস যদি নিরাপেক্ষভাবে লিপিবদ্ধ করে যান তবে ইতিহাসের পাতায় দলিল হিসেবে সংরক্ষিত থাকবে।
চালিয়ে যান সাথেই আছি।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৫
159675
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ আপনাকে। নিরপেক্ষভাবেই লিখে যাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কোনো কথা আপনার / আপনাদের চিন্তা-চেতনার বা্ইরে গেলে যেন আবার গালাগালি শুরু করে দিয়েন না।
চেষ্টা করব, আমার জানা মতে কুরআন ও সুন্নাহর আলোতে লিখতে।
211255
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৭
আফরা লিখেছেন : অনেক কিছু জানলাম ধন্যবাদ ভাইয়া ।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৯
159700
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সাথেই থাকো আরো অনেক কিছু জানতে পারবে।
211318
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১২
160043
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
211349
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আছি সাথেই ।
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৩
160045
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন বলেই উৎসাহ পাই।
211803
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪০
বাচ্চা ছেলে লিখেছেন : এত পুচকি লেখা দিয়া হইবো না তো
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০২
160867
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আপনার পড়ার সুবিধার্তেই পুচকে করে দেয়া। অন্য পর্ব গুলোও দেখুন।
212484
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০১
মেহেদী জামান লিজন লিখেছেন : ভালো লাগলো
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০২
160868
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ।
212690
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৪
আমি মুসাফির লিখেছেন : এই কর্মকান্ডের জন্য আওয়ামীকে জঘন্য ও হিংস্র বলতেই হবে। এত নীচ কোন মানুষ হতে পারে তা ভাবা যায় না।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪০
160971
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আসুন, আমরা সকলে তাদের হেদায়েতের জন্য দোয়া করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File