হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ২

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১৬ এপ্রিল, ২০১৪, ০৪:৪৫:০২ বিকাল

যেহেতু আমাদের দেশের আলেম ওলামগণ প্রযু্‌ক্তির ব্যবহার সম্পর্কে এত দক্ষও নন এবং বাস্ততার নিরিখেই তাঁদের বর্তমান এ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মতো এতটা ফুরসতও নেই তাই তাঁরা এ ব্যাপারে বলতে গেলে একদম অসচেতনই ছিলেন। কিছু মিডিয়ার ২৪ ঘন্টা লাইভ টেলিকাষ্টের জন্য গণজাগরণ মঞ্চ যখন ব্যাপক পরিচিতি লাভ করে তখনই মূলত একে একে বেরিয়ে আসতে থাকে এর পেছনের ব্যক্তিদের কার্যকলাপ। জাতির সামনে উন্মোচিত হয় তাদের মুখোশ।

এর মাঝে একজন ব্লগার আততায়ীর গুলিতে নিহত হলে স্বয়ং প্রধানমন্ত্রী তার বাড়িতে গিয়ে মিডিয়ার সামনে তাকে ‘দ্বিতীয় প্রজন্মের প্রথম শহীদ’ হিসেবে ঘোষণা দিলে দ্রুতই পরিস্থিতিকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেয়। এরই মাঝে মিডিয়ার বদৌলতে সারা দেশবাসী জেনে যায় ঐ সমস্ত ব্লগারদের ব্লগে লেখা কাহিনী। বিশেষ করে যাকে শহীদ হিসেবে ঘোষণা দেয়া হলো তার লেখা নোংরা কথাগুলো মানুষের মাঝে চাউর হতে থাকে। সারা দেশে এর প্রতিবাদে গুঞ্জন শুরু হয়। অবস্থা অনেকটা বেগতিক দেখে ভোট হারাবার ভয়ে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার ঘোষণা দেয় এবং সঙ্গে সঙ্গেই ঐ সমস্ত বিতর্কিত ব্লগ থেকে সকল লেখা অপসারণ শুরু করে, বিশেষ করে নিহত ব্লগারের ব্লগ। কিন্তু তার আগেই সাধারণ মানুষের হাতে এ সমস্ত লেখা পৌঁছে যায়।

(চলবে)

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208862
১৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনার লেখায় তো ১৩ দফার কোনো আলোচনাই দেখলাম না।
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১২
157594
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : কেবল শুরু। সাথে থাকুন। সামনে আসছে ইনশাআল্লাহ।
208940
১৬ এপ্রিল ২০১৪ রাত ১০:০৬
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ । লিখতে থাকুন সাথেই আছি।
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৪
157595
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ওয়া আলাই কুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাথে থাকার জন্য।
209034
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চালিয়ে যান। তোয়োকবাড়ী প্রয়োজন হলে মুই আছি।
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
157688
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
209088
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
আমি মুসাফির লিখেছেন : লিখতে থাকুন সাথে আছি।
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
157702
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
209535
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২১
সুমাইয়া হাবীবা লিখেছেন : হুম। পড়লাম। পরের কিস্তির নিমন্ত্রন দিয়েন।
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১০
158399
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। ইনশাআল্লাহ নিমন্ত্রণ পাবেন।
210014
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৩
বিন হারুন লিখেছেন : সহজ-সরল সত্য কথাগুলো খুব ভাল লাগল
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৬
158535
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File