হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ১

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১৬ এপ্রিল, ২০১৪, ১২:০৯:১০ দুপুর

হেফাজতে ইসলাম কী এবং কেন

হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদেরকে নিয়ে গঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, যা সময়ের দাবীতে ইসলামকে সকল প্রকার জাহেলিয়াত যুগের মতো কাজকর্ম ও বিরূপ প্রচার প্রপাগান্ডা থেকে মুক্ত করে নতুন প্রজন্মের সামনে সত্যিকারের আলোর সন্ধান পৌঁছে দিতে গঠিত হয়েছে।

আমাদের দেশে কিছু রাজনৈতিক দলের দেউলিয়াপনাত্ত ও ধর্মহীন ভাবধারার পরিপ্রেক্ষিতে বেশ কয়েক বছর যাবত ইসলাম বিরোধী উন্মাদনা ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠেছে। ইহুদী, নাছারা গোষ্ঠীর চাণক্যবাদী কূট-কৌশলের কাছে আমাদের রাজনৈতিক গোষ্ঠীর অবিবেচকের মতো আত্ম-সমর্পনের ফলে সারা দেশব্যাপী কৌশলে ইসলাম বিরোধী কার্যক্রম শুরু হয় অনেক আগে থেকেই। এরই মাঝে আমাদের নেতা-নেত্রীরা বাংলাদেশকে একটি ব্যর্থ ও জঙ্গী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করতে উঠে পড়ে লাগে। যে কোন সন্ত্রাসী কার্যক্রমকে ইসলামের নামে চালানোর একটা প্রবণতা শুরু হয়। পাশাপাশি তৃতীয় কোনো পক্ষের অশুভ বুদ্ধিতেই হোক আর নিজেদের মাথায় ইউরিয়া সার দেয়ার ফলে উর্বর (!) বুদ্ধিতেই হোক কিছু পথভ্রষ্ট ব্যক্তি সত্যি সত্যিই তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারে ইসলামের নাম ব্যবহার করে কিছু জঙ্গী কার্যক্রম শুরু করে যা বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি করে।

এ ধরণের হাজারো ঘটনার পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষনেতা কাদের মোল্লার রায়ের প্রেক্ষিতে তৈরি হয় শাহবাগ স্কোয়ার ওরফে শাহবাগ চত্বর ওরফে গণজাগরণ মঞ্চ। যারা এ মঞ্চের নেতৃত্ব দিচ্ছিল তাদের বেশির ভাগই দীর্ঘদিন যাবত স্বনামে, বেনামে বিভিন্ন ব্লগে আল্লাহ, রাসুল (সাঃ) ও ইসলাম সম্পর্কে অত্যন্ত জঘন্য, কুরুচিপূর্ণ, অক্ষমার্হ, ঔদ্ধত্যপূর্ণ ও আপত্তিজনক মন্তব্যের পাশাপাশি নানা রকম চটকদার গল্প লিখে আসছিল দেদারছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদেরকে নিয়ে গঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, যা সময়ের দাবীতে ইসলামকে সকল প্রকার জাহেলিয়াত যুগের মতো কাজকর্ম ও বিরূপ প্রচার প্রপাগান্ডা থেকে মুক্ত করে নতুন প্রজন্মের সামনে সত্যিকারের আলোর সন্ধান পৌঁছে দিতে গঠিত হয়েছে।

আমাদের দেশে কিছু রাজনৈতিক দলের দেউলিয়াপনাত্ত ও ধর্মহীন ভাবধারার পরিপ্রেক্ষিতে বেশ কয়েক বছর যাবত ইসলাম বিরোধী উন্মাদনা ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠেছে। ইহুদী, নাছারা গোষ্ঠীর চাণক্যবাদী কূট-কৌশলের কাছে আমাদের রাজনৈতিক গোষ্ঠীর অবিবেচকের মতো আত্ম-সমর্পনের ফলে সারা দেশব্যাপী কৌশলে ইসলাম বিরোধী কার্যক্রম শুরু হয় অনেক আগে থেকেই। এরই মাঝে আমাদের নেতা-নেত্রীরা বাংলাদেশকে একটি ব্যর্থ ও জঙ্গী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করতে উঠে পড়ে লাগে। যে কোন সন্ত্রাসী কার্যক্রমকে ইসলামের নামে চালানোর একটা প্রবণতা শুরু হয়। পাশাপাশি তৃতীয় কোনো পক্ষের অশুভ বুদ্ধিতেই হোক আর নিজেদের মাথায় ইউরিয়া সার দেয়ার ফলে উর্বর (!) বুদ্ধিতেই হোক কিছু পথভ্রষ্ট ব্যক্তি সত্যি সত্যিই তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারে ইসলামের নাম ব্যবহার করে কিছু জঙ্গী কার্যক্রম শুরু করে যা বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি করে।

এ ধরণের হাজারো ঘটনার পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষনেতা কাদের মোল্লার রায়ের প্রেক্ষিতে তৈরি হয় শাহবাগ স্কোয়ার ওরফে শাহবাগ চত্বর ওরফে গণজাগরণ মঞ্চ। যারা এ মঞ্চের নেতৃত্ব দিচ্ছিল তাদের বেশির ভাগই দীর্ঘদিন যাবত স্বনামে, বেনামে বিভিন্ন ব্লগে আল্লাহ, রাসুল (সাঃ) ও ইসলাম সম্পর্কে অত্যন্ত জঘন্য, কুরুচিপূর্ণ, অক্ষমার্হ, ঔদ্ধত্যপূর্ণ ও আপত্তিজনক মন্তব্যের পাশাপাশি নানা রকম চটকদার গল্প লিখে আসছিল দেদারছে।

(চলবে)

বিষয়: বিবিধ

১৩৯৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208729
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ভালো লাগলো। চালিয়ে যান...
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৬
157426
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : এমরুল কায়েস ভুট্টো, ধন্যবাদ আপনাকে এ লেখায় প্রথম মন্তব্য করার জন্য।
208752
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২১
গ্রাম থেকে লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ।
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৩
157454
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ।
208818
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বরাবরের মতই প্রগতি বিরোধী লেখা। তাই সাধুবাদ জানাতে পারলাম না।
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৯
157498
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আমিই না হয় আপনাকে সাধুবাদ জানালাম।

আমার আসলে লেখাপড়া কম তো। কাজেই আপনারা যা সহজে বুঝতে পারেন আমি তা অনেক সময় বুঝতেই পারি না, আবার অনেক সময় প্রচুর সময় লাগে বুঝতে।

অনুগ্রহ করে বলবেন কী, প্রগতি কাকে বলে? কারণ প্রগতি কী এটাই যদি জানতে না পারি তাহলে আমার লেখা যে প্রগতি বিরোধী হচ্ছে তা বুঝব কীভাবে?
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৫
157596
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমাদের দেশীয় প্রেক্ষাপট ও রাম-বামদের দৃষ্টিকোণ থেকে প্রগতির অর্থ জানতে হলে প্রথমেই আপনাকে পড়নের কাপড় চোপড় খুলে ইন্ডিয়া বন্দনা করতে হবে। ল্যান্ডিয়া যদি আপনাকে আই মিন বাংলাদেশকে বলৎকার করতে আবদার করে তবে মূখে বলার আগেই পশ্চাতের নরম মাংশ তাদের হাতে তুলে দেয়ার নামই হচ্ছে প্রগতিশীলতা।
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৭
157613
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : এমন প্রগতিশীলতাকে লাথি মারি। যে প্রগতিশীলতা আমার মূল্যবোধ, স্বকীয়তা কেড়ে নেয় তার কোনো প্রয়োজন নেই।
208938
১৬ এপ্রিল ২০১৪ রাত ১০:০৩
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আল্লাহ আপনাকে তৌফিক ও সাহস দান করুক সত্যকে তুলে ধরার জন্য ।
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৯
157618
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ওয়া আলাই কুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আর আপনাদেরকেও অসংখ্য মোবারকবাদ কষ্ট করে আমার সাথে থাকার জন্য।
208992
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনের লেখাডা মনে হয় রিপিট হইছে।
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩১
157620
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : কোন্ জায়গায় ভাই?
209089
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
আমি মুসাফির লিখেছেন : ভালো লাগছে । মুরু করেছেনশেষ পর্যন্ত দেখতে চাই । ধন্যবাদ
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
157704
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। দেখুন, পছন্দ হওয়া না হওয়া অর্থাৎ, প্রিয়-অপ্রিয় কত কিছু দেখতে পাবেন।
209540
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৫
সুমাইয়া হাবীবা লিখেছেন : ভালো উদ্দ্যোগ। দেখা যাক।
209920
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১২
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। সঙ্গেই থাকুন...
210013
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫১
বিন হারুন লিখেছেন : খুব ভাল লাগল. আমাদেরকে দ্বীনি শিক্ষার পাশা-পাশি দুনিয়াবি শিক্ষাও অর্জন করতে হবে, কারণ দুনিয়াতে দ্বীন প্রচার করতে হলে সেই শিক্ষাও দরকার
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৫
158534
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। ধন্যবাদ।
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০২
158549
বিন হারুন লিখেছেন : طلب العلم فريضة على كل مسلم
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৫
158552
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আরবী লিখার সফটওয়ার আপনার কাছে আছে?
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৮
158563
বিন হারুন লিখেছেন : আমাদের কম্পিউটার গুলোতে আরবী-ইংরেজি আছে কিন্তু অন্যকোন ভাষা নেই.
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৯
158569
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক বুঝলাম না ভাই।
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
158689
বিন হারুন লিখেছেন : অর্থাত অফিসের কম্পিউটার গুলোতে আরবী আর ইংরেজি টাইপ করা যায়. কিন্তু বাংলা টাইপ করা যায় না কারণ কম্পিউটারে বিজয় বাংলা নেই. আমি যে ব্লগে বাংলা লিখি তা ব্লগের প্যাডে লিখি.
১০
210301
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২২
সুস্থ মন লিখেছেন : ভালো লাগল।সময়ের অভাবে সঠিক সময়ে পড়তে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File