বদনজরী ঃ পর্ব - ২৪

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৭ মার্চ, ২০১৪, ১১:৫৭:১৪ সকাল

২৬। হযরত জাবের (রাঃ) রাসুলুল্লাহ (সঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, যাদের স্বামী কাছে নেই, তাদের কাছে যাবে না। কেননা শয়তান তোমাদের সকলের মধ্যেই রক্তের ন্যায় আনাগোনা করে। আমরা বললাম, ইয়া রাসুলুল্লাহ! তা কী আপনার মধ্যেও? তিনি বললেন, হ্যাঁ, তবে আল্লাহ তা‘য়ালা আমাকে তার প্রভাব থেকে বাঁচিয়ে রাখেন, তাই আমি বেঁচে থাকি। (তিরমিযী, মেশকাত)

২৭। হযরত মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি একটি ভারী পাথর উঠিয়ে নিয়ে চললাম। এমন সময় আমার পরিধানের কাপড় খুলে পরে গেল এবং আমি তা ধরতে পারলাম না। এ অবস'ায় রাসুলুল্লাহ (সঃ) আমাকে দেখে বললেন, কাপড় পড়ে নাও, উলঙ্গ চলো না। (মুসলিম, মেশকাত)

২৮। হযরত আবু উমামা (রাঃ) রাসুলুল্লাহ (সঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, যে কোন মুসলমানের যদি কোন স্ত্রীলোকের সৌন্দর্যের প্রতি সহসা প্রথম দৃষ্টি পড়ে যায়, তারপর সে তার চোখের দৃষ্টি অবনত করে, আল্লাহ তা‘য়ালা তার জন্য একটি ইবাদতের সুযোগ সৃষ্টি করে দেন, যাতে সে তার স্বাদ উপভোগ করে। (আহমদ, মেশকাত)

২৯। হযরত হাসান বসরী (রঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, (সাহাবীদের মধ্য থেকে) নির্ভরযোগ্য সূত্রে আমার নিকট খবর পৌঁছেছে যে, রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন, যে ইচ্ছাকৃত ভাবে দৃষ্টিপাত করে ও যে ইচ্ছাকৃত ভাবে দৃষ্টিতে পড়ে. তাদের (উভয়ের) প্রতি আল্লাহ অভিসম্পাত করেন। (বায়হাকী শোয়াবুল ঈমানে, মেশকাত)

৩০। হযরত আবু মূসা (রাঃ) থেকে বর্ণিত। নবী করীম (সঃ) বলেছেন, প্রতিটি চোখই ব্যভিচারী। কোন নারী খোশবু লাগিয়ে কোনো মজলিসের পাশ দিয়ে অতিক্রম করলে সে অনুরূপ অর্থাৎ, ব্যভিচারিণী। (আবু দাউদ, নাসাঈ, তিরমিযী)

(চলবে)

বিষয়: বিবিধ

১০৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199708
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৪২
আমি মুসাফির লিখেছেন : ভান্ডারে তো ভালই ধরণ ক্ষমতা। অনেক ধন্যবাদ
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:১২
149423
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : তাই? সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File