বদনজরী ঃ পর্ব - ২৩
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৭ মার্চ, ২০১৪, ১০:০১:২০ সকাল
২১। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আদম সন-ানের জন্যে ব্যভিচারের একটি অংশ নির্দিষ্ট করা আছে। এটা সে নিঃসন্দেহে পাবেই; দু‘চোখের যেনা হলো পর স্ত্রীর প্রতি নজর করা, দু‘কানের যেনা হলো যৌন উত্তেজক কথাবার্তা শ্রবণ করা, মুখের যেনা হলো আলোচনা করা, হাতের যেনা হলো স্পর্শ করা, পায়ের যেনা হলো ঐ উদ্দেশ্যে যাতায়াত করা। অন-র ঐ কাজের প্রতি কুপ্রবৃত্তিকে জাগ্রত করে এবং তার আকাঙ্খা সৃষ্টি করে। আর যৌনাঙ্গ এমন অবস'া সত্যায়িত বা মিথ্যা প্রতিপন্ন করে। (বুখারী, মুসলিম)
২২। হযরত উম্মে সালমা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একড়্গার রাসুলুল্লাহ (সঃ) ঘুম থেকে জেগে উঠেই বললেন, সুবহানাল্লাহ! কত ধনভান্ডার এবং কি কি ফিৎনা নাযিল করা হয়েছে! কে এই হুজরাবাসিনীদেরকে জাগিয়ে দেবে যেন তারা নামায পড়ে? দুনিয়ায় কাপড় পরিহিতা অনেক নারীই হবে, যারা আখেরাতে বিবস্ত্র থাকবে। (বুখারী)
২৩। হযরত ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত। রাসুল (সঃ) বলেছেন, তোমরা কখনো বিবস্ত্র হবে না। কেননা তোমাদের সাথে (কিরামান কাতিবীন) ফেরেশতাগণ রয়েছেন, যাঁরা তোমার নিকট হতে পৃথক হন না; শুধু তোমাদের প্রস্রাব, পায়খানা ও স্ত্রী-সহবাসের সময় ছাড়া। সুতরাং, তাদের সাথে লজ্জা করবে ও তাঁদেরকে সম্মান করবে। (তিরমিযী, মেশকাত)
২৪। বাহয ইবনে হাকীম (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সঃ) একবার বললেন, হে মুয়াবিয়া! তোমার স্ত্রী ও তোমার দাসী ব্যতীত অন্যান্যের নিকট হতে তোমার সতরকে (অর্থাৎ, ঢেকে রাখার অঙ্গ) রক্ষা করবে। আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ! বলুন, কেউ কখনো একা থাকলে (তখনকার বিধান কি)? তিনি বললেন, তাহলে আল্লাহকেই লজ্জা করবে। (তিরমিযী, মেশকাত, আবু দাউদ, ইবনে মাজাহ্ )
২৫। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) রাসুলুল্লাহ (সঃ) থেকে বর্ণনা করেছেন, আল্লাহর কসম, কোন পুরুষ কোন স্ত্রীলোকের সাথে একা হলেই শয়তান এসে তাদের মধ্যে তৃতীয়জন হয় (এবং তাদেরকে কুপথে নিয়ে যেতে চেষ্টা চালায়)। (তিরমিযী, মেশকাত)
(চলবে)
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অশেষ ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন