বদনজরী ঃ পর্ব - ১৯

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৩ মার্চ, ২০১৪, ০২:৩৬:২৩ দুপুর

অর্থ ঃ হে নবীর স্ত্রীগণ! তোমরা সাধারণ স্ত্রীলোকদের মতো নও। তোমরা যদি আল্লাহকে ভয় করো, তবে পর পুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। যাতে দুষ্টু মনের কোনো ব্যক্তি খারাপ আশা পোষণ করতে না পারে বরং সোজা সোজা স্পষ্ট কথা বলো। আর তোমরা নিজেদের ঘরে অবস'ান করবে, পূর্বেকার জাহেলিয়াতের যমানার (নারীদের) মতো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না। নামায কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো। আল্লাহ তাই চান যে, তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পরিপূর্ণরূপে পবিত্র রাখতে। (সুরা আহ্যাব - ৩৩ ঃ ৩২-৩৩)

অর্থ ঃ তোমাদের ছেলেরা যখন বুদ্ধির পরিপক্কতা পর্যন- পৌঁছবে, তখন তারা যেন অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে। যেমন তাদের বড়রা অনুমতি নিয়ে ঘরে ঢোকে তাদের পূর্বে। এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের সামনে উন্মুক্ত করে দেন, তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। (সুরা নূর - ২৪ ঃ ৫৯)

অর্থ ঃ যারা পছন্দ করে যে, মুসলমানদের মধ্যে নিলর্জ্জতার প্রসার হোক, তাদের জন্যে পৃথিবীতেও যন্ত্রণাদায়ক শাসি- এবং আখেরাতেও। আল্লাহই জানেন, তোমরা জানো না। (সুরা নূর - ২৪ ঃ ১৯)

অর্থ ঃ যে সকল অতি বৃদ্ধা স্ত্রীলোক পুনরায় কোনো বিবাহের আশা পোষণ করে না, তারা যদি দোপাট্টা খুলে রাখে তাহলে তাতে কোন দোষ নেই। তবে শর্ত যে, বেশভূষা প্রদর্শন করা যেন তাদের উদ্দেশ্য না হয়। এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করা তাদের জন্য মঙ্গলময়। আর আল্লাহ সবকিছুই জানেন ও শুনেন। (সুরা নূর - ২৪ ঃ ৬০)

অর্থ ঃ তোমরা তার (অন্যের) পত্নীদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। (সুরা আহ্যাব - ৩৩ ঃ ৫৩)

(চলবে)

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196771
২৩ মার্চ ২০১৪ রাত ০৯:৪০
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২৪ মার্চ ২০১৪ সকাল ০৯:৪২
146993
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
196805
২৩ মার্চ ২০১৪ রাত ১০:৩৮
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : মাশা-আললাহ, ভালো লাগলো।
২৪ মার্চ ২০১৪ সকাল ০৯:৪২
146994
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : দোয়া করবেন যেন আরো ভালো লিখতে পারি।
197108
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৬
আমি মুসাফির লিখেছেন : আপনার লেখায় বেশ আগ্রহান্বিত হচ্ছি। ধন্যবাদ
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:১৪
147355
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ, আমি মুসাফির ভাই। আপানদের আগ্রহ আমার আগ্রহকে আরো বাড়িয়ে দিচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File