বদনজরী ঃ পর্ব - ১৬
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২২ মার্চ, ২০১৪, ০৪:৪৩:৪২ বিকাল
এতক্ষণ পর্দার যে উপকারসমূহ আলোচনা করা হলো, সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলেও আমাদের জাগতিক চোখ দিয়ে এ ব্যাপারে আমরা কিছু উপলব্ধি করতে পারি না বিধায় অনেকের জন্যই বিষয়টি আত্মস' করতে কষ্ট হবে। এবার দেখা যাক, আসলেও এর কোন উপকারিতা আছে কী না কিংবা এটাকে আমরা কীভাবে ব্যবহার করছি।
আমাদের বর্তমান সামাজিক অবস'ানে পর্দা প্রথাকে আমরা মন থেকে মানতে বেশির ভাগ মানুষই রাজী না হলেও কিছু কিছু জায়গায় আবার সেই আমরাই কাউকে না কাউকে মানতে বাধ্য করছি। সেসব স'ানে আমরা ঐ নির্দিষ্ট ধরণের পর্দাকে বা পোশাককে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতার প্রতীক হিসেবে মনে করে থাকি। যেমন ঃ ডাক্তার, নার্স, কোন রেষ্টুরেন্টের কর্মচারী কিংবা কোন খাদ্যদ্রব্য প্রস'তকারক প্রতিষ্ঠানের রান্নার কাজে যাঁরা নিযুক্ত তাঁরা একটা বিশেষ ধরণের এ্যাপ্রোন পরিধান করেন। এটা না পড়লেই আমরা নানা রকম দ্বিধায় ভুগতে শুরু করি। খাবারটা ঠিক আছে তো? মাথার চুল না ঢেকে কিংবা এ্যাপ্রোন ছাড়া রান্না করছে....খাবারে কোন চুল পড়েনি তো? যদি হাতে গ্লাভস্ ছাড়া কোন ফাস্ট ফুড অথবা মিষ্টির দোকানের কর্মচারী মিষ্টি তুলে দেয় তাহলে সেটি গ্রহণ করতে আমাদের একটু খারাপ লাগে। কেননা, তার হাতে কত রকম ময়লা থাকতে পারে। হয়ত একটু আগেই সে তার হাতের আঙ্গুল দিয়ে নাকের ভেতর খুঁচিয়েছে কিংবা অন্য কোথাও। তারমানে পর্দা বা এ্যাপ্রোন এক রকম পরিষ্কার-পরিচ্ছন্নতাকে ইঙ্গিত করে। তা-ই যদি হয় তাহলে আমাদের সম্পূর্ণ দেহ নয় কেন?
(চলবে)
বিষয়: বিবিধ
১০৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর চেয়ে সুন্দর উদাহরণ আর কি হতে পারে।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য।
মন্তব্য করতে লগইন করুন