নেপাল-বাংলাদেশ টি-২০ ওয়ার্ল্ড কাপ এবং মজার অভিজ্ঞতা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১৯ মার্চ, ২০১৪, ১২:১২:১৩ দুপুর
গতকাল রাতে আমার ৪ বছর বয়সী এক ভাগ্নে আরিয়ান এবং আমার ছেলে মুগ্ধকে নিয়ে বাংলাদেশ আর নেপালের টি-২০ ওয়ার্ল্ড কাপের খেলা দেখছিলাম। আরিয়ানকে সঙ্গে নেয়ার উদ্দেশ্য ছিল ওর অতি দুষ্টুমীকে নিয়ন্ত্রণে রাখা।
ব্যাট করছিল সাকিব এবং সাব্বির। সাকিবের একটা হিট চলে যাচ্ছে বাউন্ডারীর দিকে। মনে হচ্ছিল চার হবে। ওদের ফিল্ডার দৌড়াচ্ছে। আরিয়ান হঠাৎ বলে উঠল, শালার ব্যাটা ধরতেই পারবেই না।
সাকিব এবং সাব্বিরের মারের মুখে অতি উৎসাহে আবার আরিয়ান বলে উঠল, মার শালা, পিটা।
নেপাল বহু চেষ্টা করছে কিন্তু কোনো উইকেট পাচ্ছে না। সাকিব তুমুল পিটাচ্ছে। আবার আরিয়ান বলে উঠল, হেভি সেট হইছে।
আমি সত্যি সত্যিই অবাক হয়ে গেলাম আরিয়ানের খেলার ব্যাপারে জ্ঞান দেখে। কল্পনাই করতে পারিনি ৪ বছরের একটা বাচ্চা এভাবে মন্তব্য করতে পারে।
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখেন যদি আট বছরেই বউ খুজতে শুরু করে।
যা যুগ পরছে। সবকিছুই সম্ভব।
গতরাতে বাসায় সকলে মিলে খেলার বিষয়ে গল্প হচ্ছিল। আরিয়ানের মা বলল, আমি জার্মানীর সাপোর্টার। ওর বাবা বলল, আমি ব্রাজিলের। চট করে আরিয়ান বলে উঠল, আমি বিএনপি।
আরিয়ানের বাবা আরমান বলল, তুমি তো আওয়ামী লীগ।
আরিয়ান বলল, ধূর, আমি বিএনপি। আমি আওয়ামী লীগ হতে যাব ক্যান?
আমি বললাম, কেন আওয়ানী লীগ হলে সমস্যা কী?
সে বলল, আওয়ামী লীগ শুধু মানুষ মারে। আমি আওয়ামী লীগ হবো না। আমি বিএনপি।
পুনশ্চ ঃ ওদের ফ্যামিলিতে কেউই রাজনীতি করে না এবং বাসায় রাজনীতি নিয়ে তেমন কোনো আলোচনাও হয় না।
মন্তব্য করতে লগইন করুন