বদনজরী ঃ পর্ব - ২
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১৩ মার্চ, ২০১৪, ০৬:১০:১৯ সন্ধ্যা
কোনো মানুষ ঈমানদার হোক এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করুক এটা ইবলিসের কখনোই কাম্য নয়। পৃথিবীর এক ইঞ্চি জায়গাও অবশিষ্ট ছিল না যেখানে ইবলিস আল্লাহর সন'ষ্টির জন্য সেজদা করেনি। শত শত বছর যাবত ইবাদত করেই সে আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছিল এবং ’মুয়াল্লিমুল মালাইকা’ বা ফেরেস-াদের শিক্ষক হতে পেরেছিল। কিন' যখন সে অহংকার করে স্বয়ং আল্লাহর হুকুমকেই পালন করতে অস্বীকার করে বসল এবং নিজেকে আদম (আঃ) অপেক্ষা শ্রেষ্ঠ ভাবতে শুরু করল তখনই তার ধ্বংসের রাস-া খুলে গেল। এত বড় সম্মান পাবার পরও শুধুমাত্র আল্লাহর একটা হুকুম পালন করতে অস্বীকার করার কারণে যদি সে জাহান্নামী হয়ে যায় তাহলে আমরা প্রতি মুহুর্তে আল্লাহর কত হুকুম অমান্য করে তাঁর নাফরমানী করছি তা অবশ্যই ভেবে দেখা দরকার। মহান আল্লাহ তা‘য়ালা তাঁর কুদরতী শক্তি দিয়ে আমাদের সকলকে হেফাজত করুন।
(চলবে)
বিষয়: বিবিধ
৮৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন