সবাই কেবলই সাংবাদিক নয়, কেহ কেহ মানুষও বটে।
লিখেছেন লিখেছেন উসামা ইউসুফ ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৩:১৭:১৮ দুপুর
বাংলাদেশে একটা কালচার তৈরি হয়েছে যা সাংবাদিকরা নিজেদের কেবল সাংবাদিক বলেই মনে করে; তাদের পেশাগত দিকের বাহিরেও যে তারা মানুষ তারা সেটা মনে রাখে না; এই কারণে যখন দেখে কাউকে একা পেয়ে দুর্বৃত্তরা পেটাচ্ছে, তখন তারা যত্ন করে সেই ছবি উঠানোয় ব্যাস্ত থাকে, আর পদোন্নতির স্বপ্ন দেখে; কিন্তু তারা ভুলে যায় যে পেশা গত দিকের বাহিরেও তার আরেকটি সত্তা রয়েছে যা মানব সত্তা; আর এই মানব সত্তার জন্য তার কিছু মানবিক দায়িত্ব রয়েছে;
যখন একটি দলছুট মহিলাকে একা পেয়ে মানুষের মতো দেখতে কিছু প্রাণী জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানের সাথে সাথে বাংলাদেশের পতাকার লাঠি দিয়ে তাকে পিটিয়ে অর্ধ বিবস্ত্র করে ফেলে এবং নিজেদের 'চেতনাকে' শানিত করে, সেই চেতনা ও সেই স্লোগান মানবতার জন্য এক চরম কলঙ্ক রচনা করে; এমন ঘটনা এই প্রথম নয়, ২৮ শে অক্টোবর, ২০০৬ এই দেখা গেছে; পিটিয়ে মানুষ মেরে তার উপর নৃত্য করতে; নাটোরের এক নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করে; কি সরকারী দল অবস্থায়, কি বিরোধী দলে থাকা অবস্তায়, তাদের এই গুণ্ডামির শেষ হয় না; এই বিশেষ প্রজাতির ইতিহাস গুন্ডামির ইতিহাস, এই বিশেষ প্রজাতির ইতিহাস মানবতা লুন্ঠনের ইতিহাস; তখনো সাংবাদিকরা ভিডিও করা নিয়েই ব্যাস্ত ছিলেন, তারা ওই সময় মানুষ ছিলেন না, কেবলই সাংবাদিক।
ভালো লাগলো সবায় টাকা উপার্জনের মেশিন, বা দল কানা নয়, এখনো কিছু সাংবাদিক আছে যারা তাদের মানব স্বত্বাটাকে ভুলে যায় নি; গতকাল নিউ এজের সাংবাদিক সানাউল হক, দেখালেন যে তিনি তার মানবসত্তা কে ভুলে যাননি; রক্ষা করলেন আওয়ামী গুন্ডাদের হাত থেকে একটি মেয়েকে; সানাউল সাহেব, আপনাকে স্যালুট !!!
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন