২৮ শে অক্টোবর এ আওয়ামী বর্বরতা বিষয়ক পিকচার, পোস্টার, ফেসবুকের কভার ফটো আপলোড করে একটি ব্লগ লিখার রিকুয়েস্ট ।

লিখেছেন লিখেছেন উসামা ইউসুফ ২৯ অক্টোবর, ২০১৩, ১২:০২:০৬ রাত

আগামীকাল সেই ২৮শে অক্টোবর যেদিন আওয়ামী বর্বরতা দেখে বিশ্ব স্তভিত হয়ে গিয়েছিল। ইসলামী আন্দোলন হরিয়েছিল কিছু জানবাজ কর্মী। হত্যা করে লাশের উপর নৃত্তের মত ঘটনা মানব ইতিহাসে কখনো ঘটেছিল কিনা জানা যায় না। তাই যে ভাইদের কাছে সেই দিনের আওয়ামী বর্বরতার ছবি আছে তাদেরকে তা শেয়ার করে ব্লগ লিখার অনুরধ করছি। ফেসবুকের কভার ফটো হিসাবে ব্যাবহার করা যায় এমন ছবি আপলোড করার অনুরধ করছি। যারা ফটোশপের কাজ পারেন তাদের কে খুব সুন্দর করে ফেসবুক কভার ফটো তৈরির অনুরধ করা হচ্ছে। যাতে করে ইসলামী আন্দোলনের সকল ভাইরা তাদের আগামী কালের ফেসবুক কভার ফটোর মাধ্যমে আওয়ামী বর্বরতার কিছু দৃষ্টান্ত বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারে। সকল ভাইদের উচিৎ ইসলামী আন্দোলনের এই সন্দিক্ষনে বাংলাদেশের ইসলামের প্রধান শত্রু আওয়ামীলীগের বর্বরতা সম্পর্কে মানুষকে মনে করিয়ে দেওয়া। আগামীকাল আমাদের সকলের ফেসবুক কভার ফটো যেন হয় ২৮ অক্টোবর ২০০৬ কেন্দ্রিক।

বিষয়: বিবিধ

২০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File