আওয়ামী সরকার কি নিজে লিঙ্গ বৈষম্যকারী নয়?

লিখেছেন লিখেছেন উসামা ইউসুফ ১২ জুন, ২০১৩, ১১:৩৭:৪২ রাত

" নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল ধর্ম-বর্ণ-লিঙ্গের কোনো বৈষম্য করতে পারবে না। কিন্তু জামায়াতের শীর্ষপদে কখনো কোনো নারী বা অমুসলিম যেতে পারবে না।"

এখন প্রশ্ন হল, বর্তমান সরকার কি লিঙ্গ বৈষম্য করে না? অবশ্যই করে। কিছু উদাহরনঃ

১। bcs পরীক্ষাই ১০% নারী কোঠা।

২, নারী উন্নয়ন নীতিমালা, কিন্তু পুরুষ উন্নয়ন নীতিমালা কোথায়? এটা কি লিঙ্গ বৈষম্য নয়?

৩, স্কুল-কলেজে নারীদের পড়াশুনা ফ্রি, কিন্তু পুরুষদের ফ্রি নেই কেন?

৪, সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কেন? পুরুষদের জন্য ত কোন সংরক্ষিত আসন নেই !

নারী পুরুষ সমান হলে কেবল নারীকেই কেন কোঠা করে সংসদে নিতে হচ্ছে?

৫, বাসে কেন নারীদের জন্য সংরক্ষিত আসন থাকে, কিন্তু পুরুষদের জন্য ত কোন সংরক্ষিত আসন

থাকে না?

৬, সকল সরকারি প্রতিষ্ঠানে কেন নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন টয়লেট থাকে।এটা কি লিঙ্গ

বৈষম্য নয়?

৭, নারীদের প্রসূতিকালীন ছুটি আছে, এটা কি লিঙ্গ বৈষম্য নয়? নারী পুরুষ সকলেই সমান, তারা

বেতন একই পায় কিন্তু কেবল নারী কেন বেতন পাবে কিন্তু ছয় মাস কোন কাজ করবে না?

পুরুষের কি অপরাধ। অপরাধ কি এই যে পুরুষ সন্তান ধারন করতে পারে না? এর অর্থ কি

এই নয় যে নারী পুরুষ এক নয়, তাদের মধ্যে পার্থক্য আছে যে কারনে তাদের কর্ম ও অধিকার

সর্ব ক্ষেত্রে এক হতে পারে না?

৮, যদি সরকারের মন্ত্রি দের মধ্যে কারও যদি গভীর রাতে কোথাও যাওয়ার দরকার হয়, তবে কি

মন্ত্রিমহদয় তার ছেলেকে ঘুমিয়ে রেখে মেয়েকে নিয়ে বের হবেন? অবশ্যই না। এটা কি লিঙ্গ

বৈষম্য নয়?

সরকার (এবং আমরাও) নিজেই নারী পুরুষকে ভিন্ন ভাবে ট্রিট করছে, অথচ অন্যকে লিঙ্গবৈষম্য কারী বলে গালি দিচ্ছে। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে !

বিষয়: বিবিধ

১৭৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File