বিজয়ের এই দিনে তোমাদের খুব বেশী মনে পরে।
লিখেছেন লিখেছেন প্রবাসজীবন ২৬ মার্চ, ২০১৩, ১০:৪৯:২৭ রাত
আমি রাষ্ট্র বিজ্ঞান বা ইতিহাসের ছাত্র নই, তাই আমার লেখায় তেমন মাধুর্য নাও থাকতে পারে, তাই সকলের নিকটে এ ব্যপারে প্রথমেই ক্ষমা চেয়ে আমার লেখা শুরু করতে যাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করবেণ। আমরা সকলে যে যেখানে যে পেশাতে নিয়োজিত আছি, আমাদের প্রথম করণীয় হবে সেই পেশাকে সঠিক ভাবে উপলব্ধিকরা এবং তা যথাযথ ভাবে পালন করা। এই পেশা থেকেই আমরা আমাদের মাতা, পিতা, স্ত্রী ও সন্তানদের আহার যোগার করে থাকি। তাই আমাদের উচিত হবে তাদের সকলকে হালাল আহার করানো। সুতরাং আমাদের উচিত হবে এই পেশাতে যেন কোন প্রকার দূর্নীতি না হয় সে দিকে লক্ষ্য রাখা। একজন দূর্নীতি পরায়ণ মানুষ যেভাবে দেশের ক্ষতি করে ঠিক সে ভাবে তার নিজের পরিবার ও সমাজের ক্ষতি সাধণ করে থাকে, তাই আসুন আমরা দূর্নীতিকে বর্জন করে সমাজে ও রাষ্ট্রের মাঝে সৌহাদ্য স্থাপন করি। দূর্নীতি নির্মূল করার জন্য তেমন জটিল কোন আইনের প্রয়োজন হয়না যদি আমরা একটু সচেতন হই। এই দূর্নীতির কারণে আমরা দিনের পর দিন আমাদের অস্তিত্ব, আত্মমর্যাদা হারাচ্ছি এবং সারা বিশ্বে দূর্নীতি বাজ জাতী হিসেবে পরিচিতি লাভ করছি। আসুন আমরা এই মাহন দিনটিতে দূর্নীতেকে না বলি এবং দেশে সুশাষন প্রতিষ্ঠা করি।
বিষয়: বিবিধ
১১০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন